ইস্কোর আধুনিকীকরণ প্রকল্পের কাজ আরও এক ধাপ এগোল। মঙ্গলবার আধুনিকীকরণ প্রকল্পের কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইস্পাত সচিব ডি আর এস চৌধুরী। উপস্থিত ছিলেন সেলের চেয়ারম্যান সিএস ভার্মা। ইস্কো স্টিল প্ল্যান্ট সূত্রে জানা গিয়েছে, এই বিভাগটি তৈরি করতে খরচ হয়েছে ৫১৩ কোটি টাকা। ইস্কোর আধুনিকীকরণ প্রকল্পে কোল হ্যান্ডেলিং প্ল্যান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এই প্ল্যান্ট নতুন টুইন হার্ফ ব্ল্যাস্ট ফার্নেস চালাতে সহায়ক হবে। এ দিন ইস্কোর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ইস্পাত সচিব ও সেলের চেয়ারম্যান। ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ইস্কোর আধুনিকীকরণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছেন ওই দুই কর্তা।
|
জলের দাবিতে জামুড়িয়া পুরসভার কার্যালয়ে সোমবার বিক্ষোভ দেখিয়েছিলেন বৈজয়ন্তীপুর গ্রামের বাসিন্দারা। ওই দিন বিক্ষোভকারীরা পুরকর্মীদের সাইকেল, মোটরবাইক ভাঙচুর করেছে এই অভিযোগ তুলে মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন পুরকর্মীরা। পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “এ দিন কর্মীরা কাজ না করে দেড় ঘণ্টা বিক্ষোভ দেখান। মহকুমাশাসক টেলিফোন করে বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিলে কর্মীরা কাজে যোগ দেন।”
|
বারাবনি
দোমহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ। সকাল ৬ টা। দোমহানি মাঠ। উদ্যোগ: দোমহানি একাদশ।
হিরাপুর
ফুটবল প্রতিযোগিতা। আমবাগান তার কাঁটা মাঠ। বিকাল ৪ টা।
জামুড়িয়া
রক্ষাকালী পুজো উপলক্ষে মেলা। বোগড়া গ্রাম। সকাল ৮ টা। |