খেলার টুকরো খবর |
|
আম্পায়ারের সিদ্ধান্ত ‘ভুল’,
দল তুলে নিল বিনয়ভবন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সিএবি পরিচালিত আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃকলেজ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে দল তুলে নিল বিশ্বভারতী বিনয়ভবন। মঙ্গলবার রাধারানি স্টেডিয়ামে বিনয়ভবন কলকাতার প্রফল্লচন্দ্র কলেজের মুখোমুখি হয়। প্রফুল্লচন্দ্র করে ১৪৬-৬। দলের সুজয় দাস ৩৭ বলে ৪৯ ও সায়নদীপ বেরা ৪৩ বলে ৪৮ করেন। বিনয়ভবনের পথিক কবিরাজ ২২ রানে ২ উইকেট দখল করেন। বিনয়ভবনের স্কোর যখন ১০ ওভারে ৭৭-৬, তখন ৪০ রানে সৌরভ রায়কে রানআউট ঘোষণা করায় আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিনয়ভবনের ক্রিকেটারেরা। পরে টিম ম্যানেজারের নির্দেশে তাঁরা দল তুলে নেন। আম্পায়ারেরা তাঁদের বিরুদ্ধে ‘রিফিউজডু টু প্লে’ রিপোর্ট দিয়ে প্রফুল্লচন্দ্রকে বিজয়ী ঘোষণা করেন। বিনয়ভবনের টিম ম্যানেজার বিশ্বজিৎ গড়াইয়ের অভিযোগ, ‘‘কলকাতার আম্পায়ারেরা কলকাতার দলকে সুবিধা দিতেই অন্য দল নিয়ে ছেলেখেলা করেন। আমরা সিএবি-র কাছে সুবিচার চাইব। না হলে আর কখনও এই প্রতিযোগিতায় খেলতে আসব না।” যদিও মাঠে উপস্থিত সিএবি-র পর্যবেক্ষক স্বপনকান্তি পাল বলেন, “বিনয়ভবনের অভিযোগের সত্যতা নেই। আম্পায়ারের সিদ্ধান্ত ভুল ছিল না।” এ দিন মোহনবাগান মাঠে সেন্ট জেভিয়ার্স কলেজ সাত উইকেটে হারায় যাদবপুর ইঞ্জিনিয়ারিং ফ্যাকালটিকে। প্রথমে যাবদপুর করে ১০৯-৪। প্রিয়ং বেগানি করেন ২০। সেন্ট জেভিয়ার্সের অভিরূপ গুপ্ত ১৭ রানে ৪ উইকেট দখল করেন। পরে সেন্ট জেভিয়ার্স করে ১৪.২ ওভারে করে ১০৬-৩। তাদের প্রিয়ং বাঙ্গানি করেন ৩৬ বলে ৩৯। রাজা ঝুনঝুনওয়ালা করেন ৩৫। যাদবপুরের বিভাস বিশ্বাস ১৬ রানে ২ উইকেট দখল করেছেন। এ দিন গত বারের চ্যাম্পিয়ন উমেশচন্দ্র কলেজ না আসায় নদিয়ার চাকদা কলেজ ওয়ারওভার পায়। তারা বুধবার মোহনবাগান মাঠে সেন্ট জেভিয়ার্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে। রাধারানি মাঠে রবীন্দ্রভারতীর অনুপস্থিতে ওয়াকওভার পাওয়া দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজ একই মাঠে কোয়ার্টার ফাইলাল খেলবে প্রফুল্লচন্দ্রের বিরুদ্ধে।
|
জয়ী কল্যাণ সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
ভ্রাতৃ সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল কল্যাণ সঙ্ঘ। তারা আমবাগান তারকাঁটা মাঠে বিআরসিসি-কে ২-১-এ হারায়। জয়ী দলের রাহুল গুরুঙ্গ খেলার সেরা।
|
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট লিগের মঙ্গলবার জয়ী হল দোমহানি ব্ল্যাক। তারা দোমহানি ব্লু-কে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্লু ১৭৬ রান। ব্ল্যাক ৭ উইকেটে রান তুলে নেয়। |
|