স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রী নিখোঁজ হয়েছে। হরিশ্চন্দ্রপুরের মালিওর এলাকায় শনিবার ঘটনাটি ঘটে। রবিবার পুলিশের দ্বারস্থ হন ছাত্রীর বাবা শেখ সেতাবুর। পুলিশ জানায়, মিটনা হাই মাদ্রাসার নিখোঁজ ওই ছাত্রীর নাম ফরিদা রহমান। ৫ মাস আগে তার বিয়ে হয়। নাবালিকা ছাত্রীর বিয়ের ঘটনা জানতে পেরে প্রশাসনের হস্তক্ষেপে বাবা সেতাবুর মুচলেকা দেন যে ১৮ বছর না হলে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবেন না। তার পর সে বাড়িতে থেকে পড়াশুনা করত। শনিবার স্কুলে ইউনিট টেস্ট ছিল। পরীক্ষাও দেয় ফরিদা। তারপর আর সে বাড়ি ফেরেনি।
|
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফল রায়গঞ্জের করোনেশন হাই স্কুলের ছাত্র পল্লব সিংহকে সংবর্ধনা দিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক মোহিত সেনগুপ্ত। রবিবার মোহিতবাবু রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন জেলা পরিষদের সরকারি আবাসনে গিয়ে পল্লবকে ফুল, মিষ্টি, পেন-সহ নানা উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেন। পল্লব এ বছর জয়েন্টে জেনারেল ক্যাটেগরিতে ২১ তম ও তফসিল জাতিভুক্তদের মধ্যে প্রথম। পল্লবের বাবা মধূসুদনবাবু অবসরপ্রাপ্ত শিক্ষক। মা কৃষ্ণা দেবী উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মী।
|
কেন্দ্রীয় সরকারের শিক্ষার অধিকার আইন সম্পর্কে বাসিন্দাদের সচেতন করতে অভিযানে নেমে জেলার ৪টি ব্লকের ১২টি গ্রামের ১০৭ স্কুলছুট শিশুর সন্ধান পেল উত্তর দিনাজপুর জেলা এডুকেশন নেটওয়ার্ক কমিটি। রবিবার দুপুরে রায়গঞ্জের সুপার মার্কেট এলাকায় সংগঠনের তরফে এ কথা ঘোষণা করা হয়। শিক্ষার অধিকার আইন সম্পর্কে বাসিন্দাদের সচেতন করতে ১৬-২৪ এপ্রিল সদস্যরা হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও করণদিঘির বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সচেতনতা অভিযান চালান। জেলা আহ্বায়ক কবিতা দাস জানান, স্কুলছুট শিশুদের তালিকা জেলা শিক্ষা দফতরে দেওয়া হয়েছে। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া জানান, স্কুলছুটদের বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
|
তড়িদাহত হয়ে ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার পীরেরহাট এলাকায়। নাম বাহেরু রাজবংশী (৪৮)। তাঁর বাড়ি কলুয়ায়। তিনি ঠিকাদারের অধীনে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতেন। এদিন ওই ব্যক্তি ওই এলাকার রাস্তার ধারের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন। সেই সময় তড়িদাহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
|
মালদহের রতুয়ার বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসায় আরবি, বাংলা, ইংরেজি-সহ একাধিক বিষয়ে অনার্স চালু করার দাবিতে সরব পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা ছাত্র ইউনিয়ন। এই দাবি জানিয়ে সোমবার সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনের সর্বস্তরে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। |