পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হলেন এক স্বাস্থ্য সহায়িকা। ঘটনাটি গোঘাট ১ ব্লকের মথুরা গ্রামের উপস্বাস্থ্যকেন্দ্রের।
গত শুক্রবার ওই কেন্দ্রের স্বাস্থ্য সহায়িকা মমতাজ বেগম বিডিওর কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, কুমুড়শা পঞ্চায়েতের প্রধান সিপিএমের মালতি রায় উপস্বাস্থ্যকেন্দ্রের দু’টি ঘরের একটির চাবি তাঁকে দিতে হবে বলে দাবি করেন। কেন্দ্রটি সংস্কারের জন্য ইমারতি মালপত্র ওই ঘরে রাখা হবে বলে জানিয়েছিলেন প্রধান। মমতাজের দাবি, তিনি প্রধানকে জানান, ওই ঘরে ওষুধ, আসবাব আছে। সিমেন্ট বা অন্য ইমারতি দ্রব্য রাখলে পরিষেবার সমস্যা হতে পারে। সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য আধিকারিক দুর্গাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া চাবি দেওয়া সম্ভব নয় বলেও জানিয়য়ে দেন তিনি। তাঁর অভিযোগ, গত মঙ্গলবার ওই ঘটনার পরে প্রধান হুমকি দিয়ে বলেন, উপস্বাস্থ্যকেন্দ্র সংস্কারের কাজে বাধা দিচ্ছেন ওই স্বাস্থ্য সহায়িকা। স্থানীয় মানুষকে তাঁর বিরুদ্ধে ‘লেলিয়ে’ দেবেন বলে ভয় দেখান। মমতাজের দাবি, এর পর থেকে স্বাভাবিক গতিবিধি জারি রাখতে ভয় পাচ্ছেন তিনি। যে কারণে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে।
বিডিও জয়ন্ত মণ্ডলের কথায়, “বিষয়টি তদন্ত করে দেখছি। ঠিকাদারের মালপত্র কোথা রাখা হবে, তা উপস্বাস্থ্যকেন্দ্রের দেখার কথা নয়।” বিএমওএইচ বলেন, “প্রধান হুমকি দিয়েছেন, এ কথা জানতে পেরে আমি তো ওই স্বাস্থ্য সহায়িকাকে বলেছিলাম, তালা মেরে চলে আসতে। উনি নানা আশঙ্কা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি জেলা স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে।”
মমতাজের কথায়, “এই ঘটনায় আমি শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত। আমার নিরাপত্তা চাই।” অন্য দিকে, অভিযুক্ত প্রধানের কথায়, “অভিযোগ ঠিক নয়। সামান্য কথা কাটাকাটি হলেও তা মিটে গিয়েছে। ঠিকাদারকে বলেছি, অন্যত্র মালপত্র রাখুন।” দিন পনেরোর মধ্যেই কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। |