পরিসংখ্যান বলছে, এ দেশে পাঁচ বছরের চেয়ে কম বয়সের শিশুদের মধ্যে ৪৬ শতাংশের ওজন স্বাভাবিকের চেয়ে কম। এর মূল কারণ অপুষ্টি। বিশেষজ্ঞদের মতে, শিশুদের মধ্যে অপুষ্টি দূর করতে পারা দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা।
সেই সচেতনতা গড়তেই শহরে চালু হচ্ছে ‘আহার অভিযান’। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে অপুষ্টিতে ভোগা শিশুদের জীবনযাপন যাতে একটু ভাল করা যায়, তার জন্যই ‘হরলিক্স’, ‘চাইল্ড ইন নিড ইনস্টিটিউট’ (সিনি), ‘আনন্দবাজার পত্রিকা’ ও ‘দ্য টেলিগ্রাফ’-এর এই উদ্যোগ।
শহরবাসীকে এ বিষয়ে সচেতন করতে ১৫৪টি স্কুলের পড়ুয়ারা অপুষ্টি দূর করার ভাবনা নিয়ে নানা রকমের ছবি এঁকেছে। তাদের আঁকা আড়াই হাজারেরও বেশি ছবি নিয়ে আজ, সোমবার পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এর পাশাপাশি, নামী শিল্পীদের কাজ নিয়ে আগামী ২৯ তারিখ থেকে শুরু হবে আরও একটি প্রদর্শনী। উদ্যোক্তারা জানান, সেখানে বিক্রি হওয়া সব ছবির টাকা তুলে দেওয়া হবে সিনি-র হাতে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে বিক্রি হওয়া হরলিক্সের প্রতিটি বড় প্যাকের বিক্রির উপরে এক টাকা করে যাবে এই প্রকল্পে। সেই টাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গের নানা অঞ্চলে অপুষ্টিতে ভোগা শিশুদের অবস্থার উন্নতি ঘটাতে বিভিন্ন কর্মসূচি চালাবে সিনি। |