বনগাঁ মহকুমার গাইঘাটায় শনিবার ইছাপুর ফ্রেন্ডস ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র-নজরুল স্মরড়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান, কবিতা পাঠ, নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছিল জাদু প্রদর্শনী। ৫০ বছর উপলক্ষে সারা বছর ধরেই নান অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
|
সম্প্রতি গোপালনগরের নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে রবীন্দ্র স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামালউদ্দিন।সঙ্গীত পরিবেশন করেন কলেজের শিক্ষিকা রূপা মুখোপাধ্যায়। কলেজের ছাত্রছাত্রীরাও বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন।
|
|
বনগাঁর প্রয়াত প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ শেঠ-এর স্মরণে রবিবার শিমুলতলায় তাঁর বাসভবনে
এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভায় উপস্থিত ছিলেন বনগাঁর সাংসদ গোবিন্দ নস্কর।— নিজস্ব চিত্র। |
|