রাস্তা মেরামত হয়নি, নাজেহাল গ্রামের বাসিন্দারা |
হাওড়ার ডোমজুড়ে উত্তর কোলড়া থেকে লিচুতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা গত দু’বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। বছর চারেক আগে রাস্তাটি জেলা পরিষদের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। তার দু’বছরের মধ্যেই রাস্তাটিতে ভাঙন ধরে। বহু জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে লিচুতলার কাছে পুকুরের গার্ডওয়াল ভেঙে রাস্তা বসে গিয়েছে। শাখারিদহের কাছে নিকাশি ব্যবস্থা না-থাকায় নলকূপের জলে রাস্তাটির বেহাল অবস্থা। এই রাস্তার উপর দিয়ে সাইকেল, রিকশা, অটো-রিকশা এবং ভারি ভারি যান চলাচল করছে। শাখারিদহের শেখ পাড়ার বাসিন্দা সাবির আলি শাহ বলেন, “এখানে রাস্তা সংলগ্ন এলাকায় নিকাশি ব্যবস্থা না-থাকার জন্য বর্ষার সময়ে রাস্তার উপরে এক হাঁটু জল জমে যায়। তাতে যাতায়াতে সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। বেগড়ি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান দাউদ মিদ্দের কথায়, “গত পঞ্চায়েত নির্বাচনের আগে চমক দিতে রাস্তাটি তৈরি করা হয় অপরিকল্পিত ভাবে এর ফলেই মাত্র দু’বছরের মধ্যে রাস্তাটি ভেঙে গিয়েছে।” একই অভিযোগ এলাকার অন্যান্য বাসিন্দাদের। এ ব্যাপারে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আনন্দ চট্টোপাধ্যায় বলেন, “আসলে টাকার অভাবে রাস্তাটি রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। টাকা এলেই রাস্তাটি মেরামতির কাজ শুরু হবে।”
|
ঘরছাড়াদের নিয়ে বামেরা আন্দোলনে |
হুগলি জেলায় ঘরছাড়াদের ফেরানোর দাবিতে আগামী ২২-২৩ মে চুঁচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ করবে জেলা বামফ্রন্ট। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন জেলার বাম নেতৃত্ব। হুগলিতে তাঁদের প্রায় ষোলোশো কর্মী-সমর্থকক ঘরছাড়া বলে দাবি বামেদের। জেলা বামফ্রন্ট আহ্বায়ক বিনোদ দাস বলেন, “হুগলির সর্বত্র সীমাহীন ভাবে খুন, সন্ত্রাস বেড়ে চলেছে। বর্তমান সরকারের বর্ষপূর্তি পালিত হচ্ছে রাজ্যের সর্বত্র। কিন্তু বাম সদস্যেরা এখনও ঘরছাড়া। প্রশাসনের কাছে তাঁদের নাম-ঠিকানার তালিকা দেওয়া হলেও ঘরছাড়াদের ফেরানোর কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না।” জেলা সিপিএম সম্পাদক সুদর্শন রায়চৌধুরী বলেন, “বিধানসভা ভোটের পরে এক বছর কেটে গেলেও বাম কর্মী-সমর্থকদের উপরে ধারাবাহিক সন্ত্রাস এখনও বন্ধ হল না।” অবস্থান বিক্ষোভে ঘরছাড়ারাও থাকবেন বলে জানিয়েছেন বাম নেতারা। এ দিন বিকেলে ফরওয়ার্ড ব্লকের সদর জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে আরও হাজির ছিলেন প্রাক্তন কৃষিমন্ত্রী নরেন দে, প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল, সিপিআই নেতা প্রিয়রঞ্জন পাল, ফরওয়ার্ড ব্লক নেতা নৃপেন চট্টোপাধ্যায় প্রমুখ।
|
বরযাত্রীদের উপরে ‘হামলা’, গ্রেফতার ২ |
দাবিমতো শ্মশানকালী পুজোর চাঁদা না-পাওয়ায় বরযাত্রীদের উপরে হামলার অভিযোগ উঠল হরিপালের রঘুনাথপুরের একটি ক্লাবের সদস্যের বিরুদ্ধে। রবিবার সকালের এই ঘটনায় পুলিশ দু’জনকে ধরেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হরিপালের কৃষ্ণবল্লভবাটি গ্রাম থেকে কয়েকটি গাড়িতে বর্ধমানের রায়নায় যাচ্ছিলেন বরযাত্রীরা। রঘুনাথপুরে কয়েক জন যুবক গাড়ি থামিয়ে ১১০০ টাকা চাঁদা চায় বলে অভিযোগ। বরযাত্রীরা ১০০ টাকা দিতে রাজি ছিলেন। এর পরেই চাঁদা আদায়কারীরা বর এবং তাঁর কয়েক জন আত্মীয়কে নামিয়ে মারধর করে। গয়না লুঠ হয় বলেও অভিযোগ। পুলিশ পরিস্থিতি সামলায়। ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। আহত ১ বরযাত্রীকে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ক্লাবের কোনও কর্তার সঙ্গে অবশ্য যোগাযোগ করা যায়নি। খেলার মাঠে মৃত্যু। মাঠে অসুস্থ হয়ে মৃত্যু হল এক তরুণের। রবিবার বিকেলে আরামবাগের জুবিলি পার্কের মাঠে ফুটবলের অনুশীলনের সময়ে অসুস্থ হন অমিত মুর্মু (১৮)। আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরের ৯ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়ি। প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নয়ন তরফদার বলেন, “মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশকে জানিয়েছি।” মৃতের বাবা বাবুলাল মুর্মু বলেন, “ছেলের কোনও বড় রোগ ছিল না।”
|
শনিবার রাতে খানাকুলের গৌরাঙ্গপুরের একটি রেস্তোঁরায় তল্লাশি চালিয়ে প্রচুর নকল বিলিতি মদ উদ্ধার করেছে আবগারি দফতর। রেস্তোঁররার মালিক সাগর মাইতিকে গ্রেফতারও করা হয়েছে। খানাকুলের আবগারি ওসি অনিল সামন্ত বলেন, “১৩৬ বোতল বিভিন্ন ধরনের নকল মদ উদ্ধার হয়েছে।” রবিবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। এই রেস্তোঁরার বিরুদ্ধে নকল মদ বিক্রির অভিযোগ উঠছিল বেশ কিছু দিন ধরে। স্থানীয় কিছু মানুষের অভিযোগের ভিত্তিতেই অভিযানে নামেন সংশ্লিষ্ট দফতরের কর্তারা।
|
ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার |
ঘরের কড়িকাঠ থেকে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক এমএ পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার আরামবাগের পৈসারা গ্রামের ঘটনা। মৃত ছাত্রীর নাম বুল্টি সাঁতরা (২০)। পুলিশের অনুমান, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় আত্মঘাতী হয়েছেন ইতিহাসের ওই ছাত্রী। তিনি। শনিবার তাঁর পরীক্ষা ছিল। সকালে ডেকেও সাড়া না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে ঢুকে বুল্টির ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
|
কোনা এক্সপ্রেসওয়ের একটি পেট্রোল পাম্প লুঠের ঘটনায় তিন ডাকাত রবিবার ধরা পড়েছে। তাদের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র, সাতটি বোমা, কিছু বুলেট পেয়েছে পুলিশ। দলের অন্যদের ধরার চেষ্টা চলছে। |