|
|
|
|
আরামবাগ থানার লক-আপের মধ্যে আত্মহত্যার চেষ্টা |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
থানার লক-আপেই গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালালেন বিচারাধীন এক বন্দি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগ থানায়। রামুপ্রসাদ সিংহ নামে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে।
হাসপাতালের সুপার নির্মাল্য রায়ের কাছে দেওয়া জবানবন্দিতে ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর আফিমের নেশা আছে। লক-আপে নেশার জিনিস না পেয়ে প্যান্টের হুক খুলে তা নিজের গলায় চালিয়ে দেন। চারটি সেলাই পড়েছে ক্ষতস্থানে। তবে রামু আপাতত সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। একটি ছিনতাইয়ের ঘটনায় তাঁকে ধরেছিল পুলিশ। এ দিন আত্মহত্যার চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে রামুর বিরুদ্ধে।
পুলিশ জানায়, গত বুধবার আরামবাগ শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা অফিস থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে শেখ আজমিরা খাতুন নামে এক মহিলার টাকার ব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা চালায় দুষ্কৃতীরা। ওই অভিযোগে জনতা রামুকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। টাকার ব্যাগটিও উদ্ধার হয়। বাজেয়াপ্ত হয় একটি মোটর বাইক। পর দিন আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। আজ, সোমবার তাঁকে ফের আদালতে হাজির করানোর কথা ছিল।
পুলিশের দাবি, এর আগে রামুকে জেরা করে আন্তঃরাজ্য মোটর বাইক চুরির একটি চক্রের খোঁজ মিলেছে। ২০-২২ জনের দলটি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সক্রিয়। ধরা পড়ার সময়ে রামু নিজের নাম-পরিচয় মিথ্যা বলেছিল। পরে পুলিশ জানতে পারে তার আসল পরিচয়।
পুলিশ জানায়, রামুর বাড়ি উত্তর ২৪ পরগনার বীজপুর থানার হালিশহরের খঞ্জরপাড়ায়। যে বাইকটি উদ্ধার হয়েছিল, সেটিও হালিশহর থেকে চুরি করা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। |
|
|
|
|
|