|
|
|
|
স্কুল-গেটের তালা ভেঙে চলল শ্যুটিং |
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
প্রাথমিক স্কুলের চত্বরে শু্যটিংয়ের অনুমতি চেয়েছিল একটি সংস্থা। প্রধান শিক্ষিকা কথাবার্তা হয় তাঁদের। ইতিমধ্যে, সরকারি নির্দেশে স্কুলে গরমের ছুটি ঘোষণা হয়ে যায়। রবিবার, নির্ধারিত দিনে এসে ফিল্ম সংস্থার লোকজন দেখেন, তালা দেওয়া স্কুলের গেটে। তাঁরা তালা ভেঙে শ্যুটিং শুরু করেন। খবর পেয়ে প্রধান শিক্ষিকা পুলিশের দ্বারস্থ হন। পুলিশের নির্দেশে শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়। ফিল্ম সংস্থাটির অবশ্য দাবি, তাঁদের লিখিত অনুমতি দিয়েছিলেন প্রধান শিক্ষিকা। রবিবার শ্যুটিংয়ে হাজির হলেও দেখা যায় স্কুলের গেটে তালা। সে কারণে তালা ভাঙতে বাধ্য হন তাঁরা। ঘটনাটি উত্তরপাড়ার মাকলা প্রাথমিক স্কুলের। প্রধান শিক্ষিকা শিপ্রা সাহা জানান, ফিল্মের শ্যুটিংয়ের জন্য অনুমতি চেয়েছিল সংস্থাটি। এ দিকে, হঠাৎই গরমের ছুটি পড়ে যায় স্কুলে।” সংশ্লিষ্ট ফিল্ম সংস্থাটির প্রোডাকশন ম্যানেজার সৌমেন মুখোপাধ্যায় বলেন, “আমরা প্রধান শিক্ষিকার কাছে অনুমতি চেয়েছিলাম। তিনি আবেদনপত্রে সই করে তা মঞ্জুরও করেছিলেন। আজ রবিবার আমাদের শ্যুটিংয়ের দিন ঠিক হয়েছিল। এসে দেখি স্কুল তালাবন্ধ। অনেক খোঁজ করেও প্রধান শিক্ষিকাকে পাওয়া যায়নি। এক সময়ে দলের ছেলেরা তালা ভেঙে ঢুকে পড়ে।”
শ্যুটিংয়ের জন্য স্কুলের জানলাগুলি খুলে ফেলা হয়েছিল। তা পরে সারিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে দাবি করেছেন সৌমেনবাবু। তাঁদের বহু ক্ষতি হয়ে গেল বলেও আক্ষেপ সৌমেনববাবুর। পুলিশ জানিয়েছে, ফিল্ম সংস্থাটি যে আবেদনপত্র দিয়েছিল, তাতে সই করে আবেদন মঞ্জুর করেছিলেন প্রধান শিক্ষিকা। স্কুল বন্ধ থাকাতেই এই বিপত্তি। দরজার তালা ভাঙা বা জানলা ভাঙা নিয়ে লিখিত নালিশ পেলে ব্যবস্থা নেওয়া হবে। দু’পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো যায় কিনা, তা-ও দেখছে পুলিশ। |
|
|
|
|
|