|
|
|
|
ছাইয়ের স্তূপে জোড়া দেহ, চাঞ্চল্য বেলুড়ে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেলুড়ের রামধন ঘোষ লেনে একটি পরিত্যক্ত কারখানার ছাইয়ের স্তূপে এক যুবক এবং এক তরুণীর পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার যুবকটির পরিচয় জানা গেলেও তরুণীকে শনাক্ত করা যায়নি। কে বা কারা তাঁদের কেন খুন করল, সেই রহস্যও ভেদ হয়নি।
পুলিশ জানায়, কারখানাটি দীর্ঘদিন ধরেই বন্ধ। কয়েক দিন ধরেই সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। শনিবার রাতে দুর্গন্ধের তীব্রতা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বালি থানায় খবর দেন। পুলিশ গিয়ে গেট ভেঙে কারখানায় ঢুকে ছাইয়ের গাদা থেকে একটি পা বেরিয়ে থাকতে দেখে। টেনে বার করে দেখা যায়, দেহটি এক তরুণীর পাশেই পাওয়া যায় এক যুবকের দেহ। দু’টি মৃতদেহই ভীষণ ভাবে বিকৃত হয়ে গিয়েছিল।
জোড়া মৃতদেহ উদ্ধারের খবর জানাজানি হওয়ার পরে রবিবার সকালে বিনোদ শর্মা নামে এক ব্যক্তি বালি থানায় গিয়ে যুবকের দেহটি দেখেন। তাঁকে নিয়ে পুলিশ ঘটনাস্থলেও যায়। সেখানে মেলে যুবকের হাতের একটি বালা। সেটি দেখে বিনোদ নিশ্চিত হন, ওই দেহটি তাঁর ভাই সুনীল শর্মা (২৫)-র। ওই যুবক কলকাতার একটি পরিবহণ সংস্থায় কাজ করতেন। মাস দুয়েক আগে তিনি চাকরি ছেড়ে দেন। বিনোদ শর্মা পুলিশকে জানান, গত বুধবার সন্ধ্যায় ভাগ্নির জন্য ডাক্তারের কাছে নাম লেখানোর কথা বলে বাড়ি থেকে বেরোন সুনীল। তার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ তদন্তে জেনেছে, বেলুড় এলাকার এক গৃহবধূও গত বুধবার থেকে নিখোঁজ। উদ্ধার হওয়া অন্য দেহটি সেই বধূর কি না, তা জানতে সেটি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) নিশাদ পারভেজ জানান, একাধিক ব্যক্তি এই জোড়া খুনে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। কারখানাটি সিল করে দেওয়া হয়েছে। কেয়ারটেকারের খোঁজ মেলেনি। ওই কারখানায় সুনীল এবং অন্য কয়েক জন যুবকের নিয়মিত যাতায়াত ছিল।
সিলিন্ডার ফেটে আগুন: রবিবার সকালে বারাসত থানার নারায়ণপুর ফতেয়াবাদে গ্যাস সিলিন্ডার ফেটে একটি বাড়িতে আগুন লেগে যায়। ওই অগ্নিকাণ্ডে আহত হন দু’জন। তাঁদের আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, যে-বাড়িতে সিলিন্ডার ফেটে আগুন লেগেছিল, তার পাশেই রয়েছে বাজির গুদাম। সেখানে বাজির মশলা থাকে। গ্যাস সিলিন্ডার ফেটে যেতেই ওই বাড়ি থেকে আগুন ছড়িয়ে যায় পাশের গুদামে। দমকলের দু’টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
বোমাবাজি: দু’দল দুষ্কৃতীর মধ্যে বোমাবাজির জেরে শনিবার রাতে দমদম পার্কের লালকুঠি অঞ্চলের একটি বস্তিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি বাড়িতে বোমার টুকরো পড়ে বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতির সামাল দেয়। এলাকবাসীর অভিযোগ, এলাকা দখল নিয়ে কিছু দিন ধরে দু’দল দুষ্কৃতীর মধ্যে গোলমাল চলছে। তারই জেরে এই বোমাবাজি। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। বাসিন্দাদের অভিযোগ, মাঝেমধ্যেই হাঙ্গামা হলেও পুলিশ দোষীদের ধরছে না। দুষ্কৃতীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। |
|
|
|
|
|