টুকরো খবর |
স্মরণসভায় নেই বামেরা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মদন তামাংয়ের স্মরণসভায় যোগ দেবেন দার্জিলিং জেলা সিপিএম। রবিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান প্রাক্তন পুরমন্ত্রী তথা সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য। আজ, সোমবার দার্জিলিংয়ের ক্লাব সাইড রোডে যেখানে মদনবাবু খুন হয়েছেন, সেখানেই স্মরণ সভা অনুষ্ঠিত হবে। অশোকবাবু ছাড়াও দার্জিলিং জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার সহ সিপিএমের এক প্রতিনিধি দল স্মরণ সভায় যোগ দেবেন। অশোকবাবু বলেন, “গোর্খা লিগের তরফে আমাদের কাছে যোগদানের আবেদন করা হয়েছে। সেখানে আরও নানা সংগঠন ও দল থাকবে বলে জানতে পেরেছি। তাদের সঙ্গে কথা হতে পারে।” ওই সভায় জিএনএলএফ সহ মোর্চা বিরোধী পাহাড়ের একাধিক সংগঠনের প্রতিনিধিরা হাজির থাকবেন বলে গোর্খা লিগ সূত্রের খবর। এ ছাড়া তিনি জানান, আগামী ৩১ মে বাগডোগরায় দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে একটি সভার ডাক দেওয়া হয়েছে। বিরোধী দলনতা সূর্যকান্ত মিশ্র উপস্থিত থাকবেন। তার আগে একাধিক দাবিতে ৩০ মে শিলিগুড়ি পুরসভায় অভিযান করবে বামফ্রন্ট। ২২ থেকে ৩০ মে উনিশ দফা দাবির ভিত্তিতে প্রতিটি ব্লকে এবং গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দেওয়া হবে।
|
কর্মীদের বার্তা দিল কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস জোট করতে সচেষ্ট। তবে তৃণমূল না চাইলে কংগ্রেস একলাই চলতে পারবে বলে জানিয়ে দিলেন সারা ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ও প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রবিবার নকশালবাড়ির নন্দপ্রসাদ হাইস্কুলের মাঠে দলের ব্লক সম্মেলনে যোগ দিয়ে শাকিল আহমেদ বলেন, “পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস জোট গড়তে সচেষ্ট হবে। তবে তৃণমূল যদি আমাদের সঙ্গে না আসে তবে কংগ্রেস আলাদা তলতে পারবে। এখনও এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।” প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপবাবু বলেন, “জোটে আছি। থাকতে চাই। তবে কেউ যদি জোট ধর্ম পালন না করেন তবে তা দুর্ভাগ্যের। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জোট করলে খুশি হব।” তিনি জানান, তৃণমূল জোট না করলে কংগ্রেস একা লড়বে। তিনি বলেন, “পঞ্চায়েত ভোটে আমাদের চেষ্টা হবে একটি আসনও যাতে সিপিএম না পায়, তৃণমূল না পায়। সমস্ত আসন কংগ্রেস জিতবে। এ ভাবে চেষ্টা করতে হবে।” সম্মেলনে উপস্থিত কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া তৃণমূলের উদ্দেশে বলেন, “আমরা এক সঙ্গে পথ চলেছি। উত্তরবঙ্গে চা বাগানে আদিবাসী ভাইবোনদের জন্য আমরা লড়াই করেছি। বাংলার মানুষ বদলাতে চেয়েছে, বদলা চায়নি।” কংগ্রেস কর্মীদের প্রতি তাঁর বক্তব্য, “পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সব ক্ষেত্রে একটি আসনেও যাতে বামেরা জিততে না পারে আজ সেই প্রস্তাব নেওয়া হোক।”
|
দার্জিলিঙে রাজ্যপাল |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
রবিবার এনজেপি স্টেশনে ছবি তুলেছেন বিশ্বরূপ বসাক। |
দুই সপ্তাহের জন্য সস্ত্রীক দার্জিলিং সফরে গেলেন রাজ্যপাল এমকে নারায়ণন। রবিবার সকালে দার্জিলিং মেলে তিনি এনজেপিতে নামেন। শিলিগুড়ি সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি দার্জিলিংয়ের উদ্দেশে রওনা হন। মোর্চা নেতাদের সঙ্গে তিনি দেখা করবেন কি না সে প্রশ্নে এনজেপি স্টেশনে তিনি বলেন, “রুটিন ভিজিটে পাহাড়ে যাচ্ছি। দুই সপ্তাহ থাকব। ওই সময়ের মধ্যে কেউ আমার সঙ্গে দেখা করতে চাইলে দেখা করব। এ ছাড়া কোনও নির্ধারিত বৈঠক নেই।”
|
গান গেয়ে অর্থ সংগ্রহ |
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
|
ছবি: রাজকুমার মোদক। |
উত্তরবঙ্গের গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া গরুর গাড়িতে চড়ে শহরে ঘুরে গান গেয়ে দুঃস্থ লোকশিল্পীদের জন্য অর্থ সংগ্রহ করলেন শিল্পীরা। রবিবার শিকড় নামে শিল্পীদের সংগঠন কয়েকজন দুঃস্থ ও চিকিৎসার অভাবে ধুঁকতে থাকা লোকশিল্পীর জন্য ধূপগুড়ির রাস্তায় গানবাজনা করেন। ভারতীয় লোকসংস্কৃতি কল্যাণ সমিতির পক্ষে জানানো হয়েছে, এখানকার কয়েকজন প্রবীণ লোকসংগীত শিল্পী অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। সরকারের পক্ষে কোনও দিন তাদের সাহায্য করা হয়নি। ওই সমস্ত শিল্পীদের চিকিৎসার খরচ তুলতে এর পর রাজ্যের বিভিন্ন জায়গায় এ ভাবে চাঁদা সংগ্রহ করা হবে।
|
বিরোধিতা |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
জিটিএ-তে তরাই-ডুয়ার্সের অন্তর্ভুক্তির বিরোধিতা করে লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল বড়ো পিপলস ফোরাম। এই আন্দোলনের রূপরেখা ঠিক করতে শনিবার সন্ধ্যায় শামুকতলার মহাকালগুড়ি বড়ো সাহিত্য সভার হলঘরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। স্ই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রুদ্র মণ্ডল, সহ সভাপতি সুদয় নার্জিনারি, শুভাশিস নার্জিনারি, অরুণ নার্জিনারি,অরূপ নার্জিনারি, গম্ভীর সিংহ নার্জিনারি সহ অন্যরা। সংগঠনের তরফে সাধারণ সম্পাদক রুদ্রবাবু জানান, জিটিএতে তরাই ও ডুয়ার্সের মোর্জা অন্তর্ভুক্তির বিরোধিতা করে লাগাতার আন্দোলন হবে।
|
প্রতিবাদে মারধর |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শনিবার রাতে স্কুলের মাঠে বসে নেশা করছিল দুই কিশোর। তার প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারধর করা হয়েছে, এই অভিযোগ কেন্দ্র করে রবিবার দুপুরে ব্যাপক গোলমাল হয়েছে নিল প্রধাননগর থানার নিবেদিতা রোড এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মারধরে অভিযুক্তের পরিবার এ দিন ফের হামলা চালায়। প্রতিবাদী যুবকের দুই ভাইকে লোহার রড দিয়ে মারধর করে তারা। এর পরই ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের একটি মোটরবাইক পুড়িয়ে দেয়। একটি মোটরবাইক ভাঙচুর করে রাস্তায় ফেলে দেয়। প্রতিরোধের মুখে পড়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
|
বর্ষপূর্তি |
|
ছবি: সন্দীপ পাল। |
তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা তৃণমূল যুব কংগ্রেস। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সোমনাথ পাল। রবিবার সরকারের সাফল্যের নানা খতিয়ান তুলে ধরে একটি ট্যাবলো জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। তৃণমূল ছাত্র নেতা অরিন্দম ভট্টাচার্য বলেন,“এক বছরে রাজ্য সরকারের মানবিক দিক রাজ্যবাসীর কাছে ফুটে উঠেছে। এক বছরের সাফল্যের জন্য জেলাবাসীর তরফে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি।”
|
উদ্বোধন |
উদ্বোধনকার্যালয়ের উদ্বোধন করলেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির ঝঙ্কার মাড়ে ‘উদয় ভবন’ নামে ওইন কার্যালয়ের উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য। সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। কংগ্রেস সূত্রের খবর, ১৯৯৪ সালে ১৪ কংগ্রেস নেতা উদয় চক্রবর্তী খুন হন। তাঁর স্মৃতিতে ওই কার্যালয় তৈরি হয়। |
|