|
|
|
|
বিধিভঙ্গে ধৃতের জামিন |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেআইনি ভাবে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করার অভিযোগে ধৃত সিটুর দার্জিলিং জেলা সম্পাদক অজিত সরকারের ছেলে অচিন্ত্য সরকার জামিনে মুক্তি পেলেন। রবিবার শিলিগুড়ির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক সন্তোষ পাঠক সিটু নেতার ছেলের জামিনে মুক্তির আবেদন মঞ্জুর করেন। শনিবার শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে অভিযান চালাতে গিয়ে মহকুমা প্রশাসন ওই সিটু নেতার ছেলের হোটেল থেকে একটি রান্নার গ্যাসের সিলিন্ডার আটক করে। আটক সিলিন্ডার বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয়। বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় না। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অচিন্ত্যবাবুকে বেআইনি ভাবে রান্নার গ্যাস ব্যবহার করার অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য আইনে গ্রেফতার করা হয়। পাশাপাশি, সিটু নেতার ছেলের হোটেলের ট্রেড লাইসেন্স, ফুড ও ফায়ার লাইসেন্সও মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে অচিন্ত্যবাবুর হোটেলটিও সিল করে দেওয়া হয়। অচিন্ত্যবাবু এদিন দাবি করেন, “আমায় অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছিল। ওই রান্নার গ্যাসের সিলিন্ডারটি আমার নয়। পরিচিত একজন রাখতে দিয়েছিলেন। তা ছাড়া, আমার বাণিজ্যিক সিলিন্ডার রয়েছে।” সিটুর জেলা সম্পাদকও অভিযোগ করেন, বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়। তিনি অভিযোগ করেন, “নিয়ন্ত্রিত বাজারে তিন চাকা ও চার চাকার ছোট গাড়ির পার্কিং নিয়ে প্রশাসনের সঙ্গে সিটুর বিরোধ চলছে। প্রশাসনের সিদ্ধান্তে আমি আপত্তি জানিয়েছি। সেই কারণেই আমার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।” প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহকুমাশাসক। তিনি বলেন, “বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি শহরে গ্যাসের সঙ্কট চলছে। শহরে রান্নার গ্যাসের বেআইনি ব্যবহার বন্ধ করতে অভিযান চলছে। সে ভাবেই নিয়ন্ত্রিত বাজারে অভিযান চালানো হয়। প্রতিহিংসার প্রশ্ন ওঠে না।” মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জামিনে মুক্তি পেলেও লাইসেন্স না-থাকায় অচিন্ত্যবাবু এখনই তাঁর হোটেল খুলতে পারছেন না। মহকুমাশাসক বলেন, “ট্রেড লাইসেন্স ছাড়া কেউই ব্যবসা করতে পারেন না। বৈধ অনুমতি ছাড়া ওই হোটেলটি আপাতত খোলা যাবে না।” ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, সিটুর জেলা সম্পাদকের ছেলে হওয়ার সুবাদে বহু আইনই মানতেন না অচিন্ত্যবাবু। অচিন্ত্যবাবু ওই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবী পার্থ চৌধুরী বলেন, “অচিন্ত্য সরকার নির্দোষ। সেটা প্রমাণ করতে আমরা আদালতে তথ্য পেশ করব।” |
|
|
|
|
|