রবিবার রাতে অজ্ঞাত হ্যাকারদের কবলে পড়ে সাময়িক বিকল হয়ে পড়ে সরকারি ওয়েবসাইট ‘www.banglarmukh.com’ ও তার মধ্যে থাকা বিভিন্ন দফতরের লিঙ্কগুলি। একই সঙ্গে হ্যাকারদের খপ্পরে পড়ে রাজভবনের সরকারি ওয়েবসাইট ‘www.rajbhavankolkata.gov.in’ ও কলকাতা পুলিশের ওয়েবসাইট www.kolkatapolice.gov.in।
নতুন সরকারের বর্ষপূর্তির দিনেই এই হ্যাকিংয়ের ঘটনায় শোরগোল পড়ে যায়। হ্যাকিংয়ের খবরটি রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছনোয় তিনি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট অফিসারদের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ভবিষ্যতে এ ধরনের সাইবার হামলা থেকে সরকারি ওয়েবসাইটগুলিকে বাঁচানোর কোনও উপায় আছে কি না, তা-ও খুঁজে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
নতুন সরকার ইতিমধ্যেই ই-গর্ভন্যান্সের ক্ষেত্রকে অনেক বিস্তৃত করেছে। সরকারি কাজের জন্য ই-টেন্ডারও ক্রমে বাধ্যতা মূলক করা হচ্ছে। এই অবস্থায় হ্যাকিংয়ের
সম্ভাবনা ই-গর্ভন্যান্সে কোনও ঝুঁকির জায়গা তৈরি করতে পারে কি না, তা নিয়ে চিন্তিত সরকারি আধিকারিকেরা।
উল্লেখ্য, কয়েক মাস আগে এ ভাবেই রাজ্যের বেশ কিছু সরকারি ওয়েবসাইট হ্যাক করেছিল ‘খানটাস্টিক’ নামে পাকিস্তানের এক দল হ্যাকার। সে বার ওয়েবসাইটগুলিতে অন্য ছবি ও তথ্য জুড়ে দিয়েছিল হ্যাকাররা, পরিভাষায় যাকে বলে ‘ডি-ফেস’ করা। কিন্তু এ বার আর সে পথে না হেঁটে হ্যাকাররা সরাসরি ওয়েবসাইটগুলির ‘সিকিওরিটি প্রোটোকল’ বদল করে দেওয়ায়, ওয়েবসাইটগুলি খুলতেই সমস্যা হতে থাকে। পরিভাষায় যাকে বলে ‘করাপ্ট’ করা। ফলে বাংলার মুখ, রাজভবন ও কলকাতা পুলিশের ওয়েবসাইট ছাড়াও সাময়িক ভাবে বিকল হয়ে পড়ে রাজ্যের পর্যটন (westbengaltourism.gov.in), অর্থ (wbfin.nic.in), জলসম্পদ (cgwb.gov.in) ও জলসম্পদ অনুসন্ধান, তথ্যপ্রযুক্তি (itwb.org), বিজ্ঞান ও প্রযুক্তি (dstwb-council.gov.in) দফতরের ওয়েবসাইটও। রাতের দিকে, স্বাস্থ্য, রাজস্ব-সহ অন্য একাধিক দফতরের ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্ক খোলার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে শুরু করে। অন্য কয়েকটি ওয়েবসাইট খুললেও তাতে থাকা বিভিন্ন ‘লিঙ্কে’ নির্ধারিত তথ্যের বদলে অন্য তথ্য দেখতে পাওয়া যায়। হ্যাকারদের হাত থেকে আরও বড় ধরনের ক্ষতি এড়াতে বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন সরকারি ওয়েবসাইট। তবে গভীর রাতে, কিছু কিছু ওয়েবসাইট মেরামত করে আবার খোলা সম্ভব হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রাতে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও সাইবার ক্রাইম বিভাগের প্রধান পল্লবকান্তি ঘোষ হ্যাকিংয়ের বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, “আমরা বিষয়টি নিয়ে খোঁজ
করছি। ছুটির দিন হওয়ায় কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে।” |