কালবৈশাখীর সঙ্গী হয়ে বৃষ্টি এল পুরুলিয়া ও বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায়। রবিবার দুপুরের ঝড়-বৃষ্টি দুই জেলায় স্বস্তি নিয়ে এল। এক ধাক্কায় তাপমাত্রাও কিছুটা নীচে নেমে যায়। আদ্রার অনেক জায়গায় গাছ ভেঙে পড়ে। গাছ পড়ে আদ্রা-রঘুনাথপুর রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। রঘুনাথপুরে সিটুর জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে যাওয়ার পথে সংগঠনের কর্মী-সমর্থকদের কয়েকটি গাড়ি আটকে পড়ে। ঝড়-বৃষ্টির জেরে বান্দোয়ানেও তৃণমূলের ব্লক সম্মেলন বিঘ্নিত হয়। বাঁকুড়ার আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা নেমে যায় ২৪ ডিগ্রি সেলসিয়াসে।
|
নির্মিয়মান কারখানার উঁচু জায়গা থেকে পড়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। শনিবার সন্ধ্যায় নিতুড়িয়ার মদনডি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লালমোহন মাহাতো (৩৮)। বাড়ি বর্ধমানের রানিগঞ্জের কাছে। ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ দেখান।
|
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক কিশোরীর। তার সঙ্গেই জখম হল বোন। আনাড়া ও বাগালিয়া স্টেশনের মাঝে শনিবার এই ঘটনাটি ঘটে। মৃতার নাম মমতা খাতুন (১৬)। গুরুতর জখম বোন ফরজিনা খাতুনকে পুরুলিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। পাড়া থানার রানীপুরে তাদের বাড়ি। আরপিএফের আনাড়া থানার ওসি সৌরভ দত্ত বলেন, “গুয়াহাটি-চেন্নাই এক্সপ্রেস ট্রেনের সামনে ঘটনাটি ঘটে। ওই ট্রেনের গার্ড কুস্তাউর স্টেশনে মেমোতে জানিয়েছেন, চলন্ত ট্রেনের সামনে ওই দুই কিশোরী ঝাঁপ দিয়েছিল।” কিশোরীদের মা ফতেমা বিবি এ নিয়ে মন্তব্য করতে চাননি। |
রবিবার শেষ হল পুন্দাগের আনন্দনগরের ধর্মমহাসম্মেলন। আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের প্রতিষ্ঠাতা প্রভাতরঞ্জন সরকারের ৯২তম জন্মতিথি উপলক্ষে শুক্রবার জয়পুরে সম্মেলন শুরু হয়। |