খুনের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে অভিযুক্তেরই চপারের আঘাতে আক্রান্ত হলেন অনিমেষ দে নামে তেহট্ট থানার এক সাব ইন্সপেক্টর। ওই পুলিশ কর্মীকে কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। রবিবার সকালে তেহট্টের হাঁসপুকুরিয়া বাজারে এই ঘটনার পরে মহিরুদ্দিন নামে ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তেহট্টের এসডিপিও মলয় মজুমদার বলেন, “একটি খুনের ঘটনায় মহিরুদ্দিন নামে ওই অভিযুক্তর খোঁজ চলছিল। এই দিন সকালে তাঁর সন্ধান পাওয়া গিয়েছে শুনেই সাব ইন্সপেক্টর অনিমেষবাবু এক জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে মোটরবাইক করে বেরিয়ে পড়েছিলেন। তিনি সাদা পোশাকে ছিলেন। তাঁর সঙ্গে অস্ত্রও ছিল না। মহিরুদ্দিনকে গ্রেফতার করার সময় সে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।” মহিরুদ্দিন ২০০৮ সালে এক ব্যক্তিকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত। তারপর তার নামে গ্রেফতারি পরওয়ানা জারি করা হলেও তাকে কখনওই গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই দিন তাকে গ্রেফতার করতে গিয়েছিলেন অনিমেষবাবু। মহিরুদ্দিন পেশায় মাংস বিক্রেতা। হাঁসপুকুরিয়া বাজারের এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘সকাল দশটা নাগাদ মাংস বিক্রি করে বাড়ি ফেরার পথে বাজারেরই একটি দোকানে মোবাইলের কার্ড কিনছিল মহিরুদ্দিন। তখনই ওই একটি মোটরসাইকেল থেকে দু’জন লোক নেমে দোকানের দিকে এগিয়ে যান। প্রথমে গোলমাল ও পরে মারপিট শুরু হয়। কেউ কিছু বোঝার আগেই দেখা যায় একজন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন আর চোখের পলকে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে মহিরুদ্দিন।’’ |
সাদা পোশাকে থাকায় বাজারের লোকজনেরা বুঝতে পারেননি অনিমেষবাবুরা পুলিশকর্মী। রোজদিনের মতই এ দিনও জমজমাট ছিল হাঁসপুকুরিয়া বাজার। কিন্তু আচমকা এই ঘটনার পরে দোকানপাট সব বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পুলিশের খাতায় মহিরুদ্দিন ‘পলাতক’ থাকলেও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মহিরুদ্দিন নিয়মিত প্রকাশ্যেই মাংসের ব্যবসা করতেন। তেহট্টের ঈশ্বরচন্দ্রপুর এলাকায় মাংস বিক্রি করে নিয়মিত হাঁসপুকুরিয়া বাজারের উপর দিয়েই বাড়ি ফিরতেন তিনি। তাহলে কেন এতদিন পুলিশ তাকে গ্রেফতার করল না? তা ছাড়া, সাদা পোশাকে, খালি হাতে, মোটর সাইকেলে একজন কনস্টেবলকে নিয়ে কী ভাবে অভিযুক্তকে গ্রেফতার করতে বেরিয়ে পড়লেন অনিমেষবাবু? তেহট্টের এসডিপিও মলয়বাবু বলেন, ‘‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অনিমেষবাবুকে কৃষ্ণনগরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।’’
স্নান করতে গিয়ে নিখোঁজ। ভাগীরথীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল আজিজ শেখ নামে এক কিশোর। বাড়ি ধুবুলিয়ার রুকুনপুরে। পুলিশ জানিয়, তল্লাশি চলছে। তবে খোঁজ মেলেনি ওই কিশোরের। |