কাস্টমসে এ বার ক্লডিয়াস-হল
ড়-বৃষ্টি মাথায় করে লেসলি ক্লডিয়াস যখন ময়দানে তাঁরই নামাঙ্কিত কাস্টমস তাঁবুর হলঘরে ঢুকলেন, তখন প্রণব মুখোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে চলে গিয়েছেন।
শৈলেন মান্নার জীবদ্দশাতেই তাঁর নামে নিজেদের ড্রেসিংরুমের নামকরণ করেছিল মোহনবাগান। এ বার আর এক জীবন্ত কিংবদন্তী লেসলি ক্লডিয়াসের নামে কাস্টমস তাঁবুর একটি বড় অংশের নামকরন হল। “দারুণ হয়েছে। এত বড়, এত সাজানো-গোছানো। শুনেছিলাম ওরা আমার নামে এটা তৈরি করছে।” আবেগাপ্লুত ক্লডিয়াস।
পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বঙ্গবিভূষণ এবং যে ক্লাবে হকি খেলতে খেলতে অলিম্পিকের তিনটি সোনা ও একটি রুপোর পদক পেয়েছেন সেই ক্লাবের হলঘর তাঁর নামে উৎসর্গ করা হচ্ছে এ রকম জোড়া সম্মান দেশের খুব কম ক্রীড়াবিদের ভাগ্যেই জুটেছে। ছিয়াশি বছরের মানুষটি বলেই ফেললেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। এখন মনে হচ্ছে বাংলায় থেকে যাওয়া এবং খেলা সার্থক।”
দুই অলিম্পিয়ান: ক্লডিয়াসের সঙ্গে গুরবক্স। কাস্টমস তাঁবুতে রবিবার। ছবি: শঙ্কর নাগ দাস
ক্লডিয়াসের সঙ্গে দেখা হয়নি প্রণববাবুর। কিন্তু নবনির্মিত বিশাল তাঁবুর ভিতর ঢুকে ক্লডিয়াসের বীর-গাথা লেখা ছবির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন প্রণববাবু। পাশে দাঁড়িয়ে থাকা আর এক অলিম্পিক সোনাজয়ী গুরবক্স সিংহকে জড়িয়ে ধরলেন। তাঁবুর দেওয়ালে টাঙানো একটি ছবির সামনে দাঁড়িয়ে গুরবক্সকে প্রশ্ন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, “আপনার ছবিটা এর মধ্যে কোথায়?”
১২০ বছর আগে স্বাধীনতাপূর্ব ভারতে ময়দানে কাস্টমস তাঁবুর প্রতিষ্ঠা। তখন থেকেই খেলার মাঠে এই অফিস ক্লাবটি বহু ট্রফি জিতেছে। হকিতে ১২ বার সর্বভারতীয় বেটন কাপ, ২০ বার ঘরোয়া হকি লিগ জিতেছে। চার বার আই এফ এ শিল্ডে রানার্স। লেসলি ক্লডিয়াস, গুরবক্স সিংহ, পি বি এ সালে, বলজিৎ সিংহ সাইনি, বারিন্দর সিংহের মতো বহু নামী ক্রীড়াবিদ কাস্টমসের জার্সি পরেই বিখ্যাত হয়েছেন।
তাঁবুর উদ্বোধন করার আগে প্রণব মুখোপাধ্যায় মনে করিয়ে দিলেন সেই ইতিহাসই। “হকি এবং ফুটবলে কাস্টমস ক্লাবের প্রচুর সাফল্য আছে। বহু খেলোয়াড় এখান থেকে দেশ ও রাজ্যকে সাফল্য এনে দিয়েছেন।” শতবর্ষ পেরোনো ঐতিহ্যময় তাঁবুর কথা উল্লেখ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আরও মন্তব্য, “তাঁবুর সামনের সবুজ বিশাল লন এবং আধুনিক ক্রীড়া পরিকাঠামোও যথেষ্ট ভাল।”
উদ্বোধনী অনুষ্ঠানের মাঝেই আকাশ কালো করে বৃষ্টি নামে। ঝড়ের দাপটে ভেঙে পড়ে প্যান্ডেলের এক দিকের বাঁশের খুটি। দ্রুত বক্তৃতা শেষ করে নতুন তাঁবুতে ঢুকে পড়েন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.