প্রবীণদের ফুটবল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রবীণদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে জলপাইগুড়ির ভেটারেন স্পোর্টস ক্লাব। রবিবার থেকে পাহাড়, সমতল মিলিয়ে উত্তরবঙ্গের ৮ টি ভেটারেন ফুটবল ক্লাবকে নিয়ে শুরু হয়ে গেল নক আউট ফুটবল প্রতিযোগিতা। এ দিন জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে শিলিগুড়ি ভেটারেন্স প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গ্যাংটকের জংরি একাদশকে ২-০ হারায়। ৪৫ ঊর্ধ্ব ফুটবলার পদাঙ্ক চক্রবর্তী, সুজয় বিশ্বাসরা মাঠে দাপিয়ে বেড়ান। ২ বছর ধরে এ ধরনের প্রতিযোগিতা করে এসেছে জেওয়াইসিসি ক্লাব। প্রতিযোগিতার উদ্যোক্তা জলপাইগুড়ি ভেটারেন ক্লাবের সচিব সন্তুবাবু বলেন, “খেলাধুলা বিশেষত ফুটবল যাঁরা খেলেন তাঁরা পরবর্তী জীবনেও সুস্থ থাকেন-এই বার্তা পৌঁছে দিতেই প্রতিযোগিতার আয়োজন।”
|
হেরে পিছিয়ে পড়লেন আনন্দ
সংবাদসংস্থা • মস্কো |
দাবার বিশ্ব খেতাবি ম্যাচে প্রথম ফয়সালা হল সপ্তম গেমে। টানা ছ’টা গেম ড্রয়ের পরে রবিবার চ্যালেঞ্জার গেলফাঁ চার বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে হারিয়ে ৪-৩ পয়েন্টে এগিয়ে গেলেন। ৩৮ চালের পরে কালো ঘুটি নিয়ে খেলা আনন্দ হার স্বীকার করে নেন। ২৩ চালের পর থেকেই গেলফাঁর সাদা ঘুটির পজিশন বোর্ডে ভাল হতে থাকে। ২৫তম চালের পরে আরও ভাল হয়। আর ৩১ চালের পরেই বোঝা যাচ্ছিল আনন্দের পক্ষে গেম বাঁচানো মুশকিল। কাসপারভ আগের গেমেই বলেছিলেন, আনন্দের মধ্যে সেই মোটিভেশন দেখা যাচ্ছে না। আগের সেই স্কিলও নেই। তবে দিব্যেন্দু বড়ুয়ার এখনও আশা, বাকি পাঁচ গেমের মধ্যে আনন্দ ম্যাচে ফিরে আসবেন।
|
সন্দীপ-বিতর্কে নতুন মোড়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ই মেলে ট্রেভর মর্গ্যানের আশ্বাস সত্ত্বেও ইস্টবেঙ্গলে খেলা নিয়ে দোটানায় সন্দীপ নন্দী। চিডি-ইসফাক নিয়ে সমস্যা মিটে গেলেও সন্দীপ বিতর্ক নতুন মাত্রা পেল কোচের মেলে। কর্তারা তাঁর সঙ্গে কথা বলছেন না দেখে সন্দীপ মর্গ্যানকে ই-মেল করে জানিয়েছিলেন, তিনি চাইলেও পরের মরসুমে খেলতে পারছেন না। কেননা বর্তমান পরিস্থিতিতে তিনি অপাংক্তেয়। মর্গ্যান কিন্তু সঙ্গে সঙ্গে জানান, “তুমিই আমার দলের এক নম্বর গোলকিপার। আমি আবার ক্লাবের কর্তাদের জানিয়েছি তোমাকেই দলে নেওয়ার জন্য।” সব মিলিয়ে সন্দীপ এক অদ্ভুত দোটানায়। এ দিকে এ বার ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে এগিয়ে পেন ওরজি। গতবার এই পুরস্কার পান মেহতাব হোসেন।
|
নজির গড়লেন ভামব্রি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
য়ুকি ভামব্রি টেনিসজীবনের প্রথম আন্তর্জাতিক সিঙ্গলল খেতাব জিতলেন। উজবেকিস্তানে ভারতীয় তরুণ চ্যাম্পিয়ন হলেন এটিপি চ্যালেঞ্জারে। ফাইনালে অবাছাই ভারতীয় ৬-৩, ৬-৩ হারান চতুর্থ বাছাই ইজরায়েলি আমির ওয়েনত্রায়ুবকে। বিশ্ব ক্রমপর্যায়ে ২৯৭ নম্বর ভামব্রির চেয়ে ১১২ ধাপ আগে তাঁর প্রতিপক্ষ। এ দিনের সাফল্যে ভামব্রি ২২০-র ভেতর উঠে আসবেন।
|
এনসিএ-তে বাংলার চার
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ভারতীয় বোর্ড আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট প্রোগাম’ থেকে চার জন বোলারকে বাছা হল বাংলা থেকে। দুই পেসার— আকাশদীপ চক্রবর্তী ও সুরজিৎ সমাদ্দার। দুই স্পিনার— হৃদয় তিওয়ারি ও অজয় সিংহ। বাছাই ক্রিকেটারদের নিয়ে যাওয়া হবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। |