মহেন্দ্র সিংহ ধোনির ভাগ্যরেখা নিয়ে অনেক রকম জল্পনা হয়। তা, রবিবারের পর সেই জল্পনা যে কোথায় গিয়ে দাঁড়াবে, বলা মুস্কিল। পঞ্জাব ম্যাচে হারার পর ধোনির চেন্নাই সুপারকিংসের এ বারের আইপিএল অভিযান প্রায় শেষ হয়ে গিয়েছিল। ধোনিরা যে প্লে অফে যেতে পারেন, সেটা বোধহয় কেউই ভাবতে পারেননি। কিন্তু সেই অসম্ভবই সম্ভব হল যখন আজ ডেকান চার্জার্স হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
যার জেরে বেঙ্গালুরু এবং চেন্নাই ১৬ ম্যাচ থেকে ১৭ পয়েন্টে শেষ করলেও নেট রানরেটের বিচারে চতুর্থ দল হিসাবে প্লে-অফে চলে গেলেন ধোনিরা। সিএসকের নেট রানরেট ০.১০। আরসিবির -০.০২। ডেকান জেতায় এ দিন লিগ টেবিলে সবার শেষে নয় নম্বরে শেষ করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুণে ওয়ারিয়র্স। ডেকান আট নম্বরে।
এ দিন আরসিবিকে হারিয়ে দিয়ে গেলেন দুমিনি এবং স্টেইন। প্রথমে ব্যাট করে ডেকান তোলে ১৩২-৭।
যার মধ্যে দুমিনির একারই সংগ্রহ ৫৩ বলে ৭৪। মেরেছেন চারটে চার, পাঁচটা ছয়। দুমিনির কাজ শেষ হওয়ার পর মাঠে আগুন ঝরানো শুরু করেন স্টেইন। এই দু’দলের আগের ম্যাচে স্টেইনকে পিটিয়েই বেঙ্গালুরুকে জিতিয়েছিলেন ডেভিলিয়ার্স। এ দিনটা কিন্তু ছিল স্টেইনের। তাঁর বোলিং হিসাব ৪-০-৮-৩।
ম্যাচের সেরাও তিনি। এ দিকে, নিয়মরক্ষার ম্যাচে রাজস্থান রয়্যালসকে (২০ ওভারে ১৬২-৬) ১০ উইকেটে উড়িয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। সচিন তেন্ডুলকর অপরাজিত থাকেন ৫৮। ডোয়েন স্মিথ অপরাজিত থাকেন ৮৭ রানে।
|