কাল টক্কর সমানে-সমানে
কাল মঙ্গলবার পুণের সুব্রত রায় সহারা স্টেডিয়ামে আইপিএল ফাইভের প্রথম প্লে-অফে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লির পক্ষে সুসংবাদ, চোট সারিয়ে পুণেতে খেলতে তৈরি অধিনায়ক বীরেন্দ্র সহবাগ। গ্রুপে দু’বার সাক্ষাতে রেকর্ড ১-১। ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতেছিল সহবাগের টিম, কোটলায় পাল্টা ম্যাচে জয় গম্ভীরদের। সমস্যা হল, ১৭০-১৮০ রানের ম্যাচ পুণের উইকেটে হওয়ার সম্ভাবনা কম। বল পড়ে থমকে আসছে। স্ট্রোক খেলা কঠিন হচ্ছে। গ্রুপের শেষ ম্যাচটা নাইটরা ওখানে খেলায় উইকেটের চরিত্র সম্পর্কে তারাই বেশি অবহিত থাকবে। পুণের মাঠে ম্যাচের ফল ঠিক করে দিতে পারে যে সব টুকরো লড়াই...

সহবাগ-ওয়ার্নার বনাম তিন স্পিনার
সহবাগ: ১৪ ম্যাচে ৪৮৪ রান, সর্বোচ্চ ৮৭ নট আউট। গড় ৩৭.২৩, স্ট্রাইকরেট ১৬৪.৬২।
ওয়ার্নার: ৬ ম্যাচে ২৪৬ রান, সর্বোচ্চ ১০৯ নট আউট। গড় ৪৯.২০ , স্ট্রাইকরেট ১৭২.০২।
নাইটদের তিন স্পিনারের মধ্যে সফলতন সুনীল নারিন। পার্পল ক্যাপের দৌড়ে এই অফ স্পিনার।
নারিনের ঝুলিতে ১৩ ম্যাচে ২২ উইকেট। সেরা বোলিং ৫-১৯। ইকনমি রেট ৫.১৪।
সাকিব ৬ ম্যাচে ১০ উইকেট, সেরা বোলিং ৩-১৭। ইকনমি ৫.৮২।
আবদুল্লা ৭ ম্যাচে তিন উইকেট, সেরা বোলিং ১-২০। ইকনমি রেট ৬.৫২।

গম্ভীর বনাম মর্কেল
গম্ভীর ১৫ ম্যাচে ৫৫৬ রান, সর্বোচ্চ ৯৩। গড় ৩৯.৭১। স্ট্রাইকরেট ১৪২.১৯।
ডেয়ারডেভিলসের প্রধান অস্ত্র মর্নি মর্কেল এ বারে আইপিএলে সফলতম বোলার।
মর্কেলের ১৫ ম্যাচে ২৫ উইকেট, সেরা বোলিং ৪-২০। ইকনমি রেট ৭.০৫।

টেলর বনাম পাঠান
রস টেলর বা ইউসুফ পাঠান- লিগে কেউই টিমকে জেতাননি, কিন্তু প্লে অফে তাঁরাই কালো ঘোড়া।
টেলর ১০ ম্যাচে ১৬২ রান, সর্বোচ্চ ৫৫, গড় ২০.২৫, স্ট্রাইকরেট ১০৮.৭২।
পাঠান ১৫ ম্যাচে ১৫৩ রান, সর্বোচ্চ ৪০ ন.আ., গড় ১৭.০০, স্ট্রাইকরেট ১০৪.৭৯।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.