ছাত্র খুন, পথে এলাকার মানুষ |
গত ১১ মে মেদিনীপুর শহরের বরিশাল কলোনিতে বাড়ির মধ্যেই রহস্যজনক ভাবে খুন হয়ে অভিষেক নাগ নামে অষ্টম শ্রেণীর এক ছাত্র। এই এলাকা ঘন বসতিপূর্ণ। চুরি- ছিনতাইও সে ভাবে হয় না। এমন এলাকায় বাড়ির মধ্যে নিজের ঘরেই কী ভাবে ওই ছাত্র খুন হয়ে গেল, স্বাভাবিক ভাবেই সে নিয়ে প্রশ্ন ওঠে শহরে। তদন্তে নেমে এ প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত পুলিশও। স্থানীয়দের দাবি মেনে ঘটনাস্থলে পুলিশ কুকুর এনে তদন্ত হয়েছে। মৃত ছাত্রের দেহে ছুরি বা চপার জাতীয় কিছুর আঘাতের চিহ্ন ছিল। হাতের শিরাও কাটা ছিল। যে ছুরি বা চপার জাতীয় কিছু দিয়ে অভিষেককে আঘাত করা হয়, সেটিও এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যে বাড়ি ও তার আশপাশ এলাকায় তল্লাশি চালানো হয়েছে। খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজে পুকুর ও কুঁয়োয় চুম্বক ফেলে তল্লাশি চালানো হয়েছে। দু’দফায় ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। তবে, এখনও পর্যন্ত তদন্তের ‘অগ্রগতি’ কিছু হয়নি। ফলে, স্থানীয়দের একাংশ পুলিশের উপর আস্থা হারাতে শুরু করেছেন। সিআইডিকে দিয়ে ঘটনার তদন্ত করানোর দাবিও উঠেছে। সপ্তাহ পেরিয়ে গেলেও কেন অভিযুক্তদের চিহ্ণিত করতে পারল না পুলিশ, মৌন মিছিলে পা মেলানো মানুষ সেই প্রশ্নই তোলেন। তাঁদের কথায়,“ আমরা বিচার চাই।” |