টুকরো খবর
সমবায়ে জয়ী তৃণমূল
জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের নির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। রবিবার ওই দফতরের পরিচালন সমিতির নির্বাচন ছিল সিউড়ি ডিআরডিসি হলে। কো-অপারেটিভ ডেভলপমেন্ট অফিসার দেবাশিস চক্রবর্তী জানান, মোট ৯টি আসনের মধ্যে দু’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই দু’জন জয়ী হন। এ দিন বাকি ৭টি আসনের নির্বাচনের পর ৯টি আসনের মধ্যে তৃণমূল ৮টি আসনে জয়ী হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। অন্যদিকে বামপ্রার্থীরা ১টি আসনে জয়ী হয়েছেন বলে জানিয়েছেন সিপিএমের সিউড়ি জোনাল কমিটির সম্পাদক দেবাশিস গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক সূত্রে খবর, এর আগে ১৯৭৬ সালে নির্বাচনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত হয়ে যায়। তারপর থেকে প্রশাসন ও সরকারি প্রতিনিধিরা সংস্থাটি পরিচালনা করে আসতেন। এতদিন পর ওই সংস্থায় একটি নির্বাচিত পরিচালন সমিতি এলো।

বোলপুরে কনভেনশন
সমস্ত অংশের মেয়েদের শিক্ষার অধিকার, সংসদে এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করার দাবি উঠলো ভারতের ছাত্র ফেডারেশনের পঞ্চম রাজ্য ছাত্রী কনভেনশনে। উদ্বোধন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়। সংগঠনের রাজ্য কমিটির উদ্যোগে বোলপুরে শনিবার থেকে শুরু হওয়া দু’দিনের এই কনভেনশনে নারী পাচার, নারী নির্যাতন ও যৌন নির্যাতনের বিরুদ্ধেও প্রস্তাব নেওয়া হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় হাজার ছাত্রী যোগ দিয়েছিলেন কনভেনশনে। আলোচনা হয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা, মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সমাজের সব অংশের মেয়েদের কাছে শিক্ষার আলো পৌঁছনোর বিষয়ে। কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, রাজ্য কমিটির সহ-সভানেত্রী মধুজা সেন রায় প্রমুখ।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক কিশোরীর। তার সঙ্গেই জখম হল বোন। পুরুলিয়ার আনাড়া ও বাগালিয়া স্টেশনের মাঝে শনিবার এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম মমতা খাতুন (১৬)। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম বোন ফরজিনা খাতুনকে পুরুলিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। পাড়া থানার রানীপুরে তাদের বাড়ি। আরপিএফের আনাড়া থানার ওসি সৌরভ দত্ত বলেন, “গুয়াহাটি-চেন্নাই এক্সপ্রেস ট্রেনের সামনে ঘটনাটি ঘটে। ওই ট্রেনের গার্ড কুস্তাউর স্টেশনে মেমোতে জানিয়েছেন, চলন্ত ট্রেনের সামনে ওই দুই কিশোরী ঝাঁপ দিয়েছিল।” পারিবারিক অশান্তিতে তারা আত্মহত্যার উদ্দেশেই ঝাঁপ দিয়েছিল বলে অনুমান রেল পুলিশের অনুমান।

বাস থেকে নামতে গিয়ে জখম যাত্রী
সিলিন্ডার থেকে গ্যাস লিক করায় আতঙ্কে তাড়াহুড়ো করতে নামতে গিয়ে জখম হলেন কয়েক জন বাসযাত্রী। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে খয়রাশোল থানা এলাকার ইদিলপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি ছেড়ে বাসটি খয়রাশোলের নবসনে যাচ্ছিল। দুবরাজপুর ছেড়ে ইদিলপুরে যাওয়ার আগেই বাসযাত্রীরা গ্যাসের তিব্র গন্ধ পান। কেউ বলে ওঠেন, গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েছে। আতঙ্কে নামতে গিয়ে কয়েক জন চোট পান। যাত্রীদের অভিযোগ, শুধমাত্র অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডারের মত দাহ্য পদার্থ রেখে শুধু অন্যায় করেননি, জখম যাত্রীদের ফেলে দিয়েই বাস নিয়ে পালিয়ে ছিল ওই বাসের কর্মীরা। যদিও বাস মালিক ও কর্মীদের দাবি, এক মহিলা ব্যাগের মধ্যে লুকিয়ে একটি ছোটো সিলিন্ডার তুলেছিলেন। বাসমালিক সমিতির সম্পাদক আব্দুল আজিজ বলেন, “দাহ্য বস্তু বহন করার ক্ষেত্রেই নিষধাজ্ঞা থাকা সত্বেও কেন এমন হল দেথছি।”

চাপা পড়ে মৃত্যু
ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম লক্ষ্মী ডোম (৪৮)। বাড়ি দুবরাজপুরের রামপুরে। রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ পড়শির বাড়ির পাশে তিনি দাঁড়িয়েছিলেন। তখন হুড়মুড়িয়ে দেওয়াল তাঁর উপরে পড়ে যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.