টুকরো খবর |
আসানসোলে মাটি চাপা পড়ে মৃত দুই বোন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কয়লা গুঁড়ো কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই বোনের। পুলিশ জানায়, মৃতদের নাম উত্তরা বাউরি (২৫) এবং সুচিত্রা বাউরি (১৮)। বাড়ি আসানসোল (উত্তর) থানার পড়িরা গ্রামে। শনিবার সকালে নুনি নদীর ধারে কয়লার গুঁড়ো কাটতে যান তাঁরা। উত্তরা অন্তঃসত্ত্বা ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে পুলিশ জেনেছে, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই বোন। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজনেরা খোঁজখবর শুরু করেন। তাঁরা জানতে পারেন, আসানসোল (উত্তর) থানার নীল কারখানা সংলগ্ন এলাকায় মাটি খুঁড়ে কয়লার গুঁড়ো বের করতে গিয়েছেন ওই দুই বোন। প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন বেশ কিছু জায়গা ধসে গিয়েছে। এর পরে মাটি সরিয়ে দেহ দু’টি দেখতে পান তাঁরা। পুলিশ গিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় প্রচুর অবৈধ কয়লা খাদান আছে। খাদান সংলগ্ন অঞ্চলের মাটিতে প্রচুর কয়লার গুঁড়ো মিশে থাকে। জ্বালানির কাজে ব্যবহারের জন্য ওই মাটি বাড়িতে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
|
পাট্টার জন্য সমীক্ষায় গিয়ে ক্ষোভের মুখে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পাট্টা দেওয়ার জন্য সমীক্ষার কাজ করতে এলাকায় গিয়ে সিপিএমের বিক্ষোভের মুখে পড়লেন এডিডিএ-র দুই কর্মী। রবিবার সকালে পলাশডিহার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দু’য়েক আগে এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় পলাশডিহার একাংশে বাসিন্দাদের পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেন। সেই সংক্রান্ত সমীক্ষার কাজ করতেই রবিবার এলাকায় গিয়েছিলেন এডিডিএ-র দু’জন কর্মী। বাসিন্দাদের কাছে সংশ্লিষ্ট নানা বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন তাঁরা। এই খবর ছড়িয়ে পড়তেই সিপিএমের বেশ কিছু কর্মী-সমর্থকেরা এলাকায় চলে আসেন। ঘিরে ধরেন এডিডিএ-র দুই কর্মীকে। ২১ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর বুধন মণ্ডলের অভিযোগ, “সামনেই পুরসভা নির্বাচন। বেছে বেছে এখনই বাসিন্দাদের পাট্টা দিতে সমীক্ষা চালিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল পরিচালিত এডিডিএ-র বোর্ড।” তাপসবাবু অবশ্য এই অভিযোগ মানতে রাজি নন। তাঁর পাল্টা দাবি, “নির্বাচন ঘোষণার বহু আগে থেকেই সমীক্ষার কাজ শুরু হয়েছে। ওই বাসিন্দারা ৪০-৫০ বছর ধরে ওখানে আছেন। এত বছরে সিপিএম তো তাঁদের জন্য কিছু করেনি। এখন আমরা পাট্টা দিচ্ছি বলে ওদের গাত্রদাহ হচ্ছে।” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই দুই কর্মীকে উদ্ধার করে নিয়ে আসে।
|
সিপিএম নেতার বাড়িতে হামলার নালিশ কাঁকসায়
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
সিপিএম নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল। দলের কাঁকসা ১ লোকাল কমিটির সদস্য তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রচিন মজুমদারের বাড়িতে শনিবার রাতে এক দল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। বাঁশ-লাঠি দিয়ে তারা বাড়ির গেটে আঘাত করে, বাড়িতে ইট পাটকেল ছোড়ে। বাড়ির সামনে একটি ঘেরা জায়গার বেড়া ভেঙে দিয়ে ওই দুষ্কৃতীরা অশ্রাব্য গালিগালাজ চালায় বলেও অভিযোগ। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রচিনবাবু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটে। ওই পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৬ এপ্রিল রচিনবাবু তাঁর অসুস্থ দাদাকে নিয়ে মুম্বই গিয়েছিলেন চিকিৎসা করাতে। শনিবার সকালেই বাড়ি ফেরেন তিনি। রাতেই প্রায় ৫০-৬০ জনের একটি দল তাঁর বাড়িতে লাঠি-রড নিয়ে চড়াও হয়। বাড়ি লক্ষ করে যথেচ্ছ ইট পাটকেল ছোড়ে তারা। রচিনবাবু বলেন, “পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার অভাব বোধ করতে থাকি। পুলিশকে খবর দিই। ততক্ষণে অবশ্য দুষ্কৃতীরা পালিয়েছে।” রাত ১২টা নাগাদ তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অন্ধকারে দুষ্কৃতীদের কাউকে চিনতে না পারলেও রচিনবাবুর দাবি, তারা সিপিএমের মুণ্ডপাত করে তৃণমূলের হয়ে স্লোগান দিচ্ছিল। তৃণমূল অবশ্য এই ঘটনার সঙ্গে তাদের যোগাযোগের কথা অস্বীকার করেছে।
|
পুলিশের ‘লাঠি’, থানায় বিক্ষোভ যুব তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তৃণমূল পরিচালিত একটি ‘সমাজসেবী সংগঠনে’র কার্যালয়ে ঢুকে সদস্যদের উপরে লাঠি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তার প্রতিবাদে রবিবার বারাবনি থানায় বিক্ষোভ দেখায় যুব তৃণমূলের কয়েকশো সদস্য-সমর্থক। বারাবনি থানায় একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় ওই সংগঠনের তরফে। স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়ও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। বারাবনি থানার সিআই শ্যামল বিশ্বাস বলেন, “যুব তৃণমূল ও স্থানীয় বিধায়কের থেকে অভিযোগ পেয়েছি।” যুব তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংহের অভিযোগ, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ বারাবনির মদনপুরের কাছে ওই সংগঠনের কার্যালয়ে বসেছিলেন সদস্যরা। হঠাৎ একটি পুলিশের জিপ আসে সেখানে। কয়েকজন উর্দিধারী পুলিশকর্মী বেধড়ক কার্যালয়ে ঢুকে এলোপাথাড়ি লাঠি চালাতে শুরু করেন। সদস্যরা ভয় পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। অল্প সময় পরে পুলিশের জিপটিও চলে যায়। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। বিধানবাবু বলেন, “আমি খোঁজ নিয়ে জেনেছি পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চালিয়েছে। পুলিশের কে এই কাজ করেছে তা বারাবনি থানার কাছে জানতে চেয়েছি।” আইসি-র অবশ্য দাবি, প্রাথমিক ভাবে খোঁজ নিয়ে জানা গিয়েছে, বারাবনি থানার পুলিশ এই ঘটনা ঘটায়নি। তবে কোনও বিশেষ অভিযানের সময়ে এই ঘটনা ঘটেছে কি না, তা দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
|
সরকারের বর্ষপূর্তি পালন শিল্পাঞ্চলে
নিজস্ব প্রতিবেদন |
|
আসানসোলের গির্জা মোড়ে মিছিল। নিজস্ব চিত্র। |
শিল্পাঞ্চল জুড়ে রবিবার পালিত হল তৃণমূল জোট সরকারের বর্ষপূর্তি উৎসব। এ দিন আসানসোলে রাজ্যের আইন ও বিচারমন্ত্রী তথা আসানসোল (উত্তর) কেন্দ্রের বিধায়ক মলয় ঘটক ও আসানসোল (দক্ষিণ) কেন্দ্রের বিধায়ক তথা শহরের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি কেন্দ্রীয় মিছিল বেরোয়। বিকেলে পুরসভার সামনে একটি জনসভায় বক্তব্য রাখেন মলয়বাবু ও তাপসবাবু। গত এক বছরে নতুন সরকারের সাফল্য ও প্রায় তিন বছর আসানসোল পুরসভার উল্লেখযোগ্য সাফল্যের খতিয়ান দেন তাঁরা। কাঁকসাতেও তৃণমূলের কাঁকসা অঞ্চল সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সামসুজ্জোহার নেতৃত্বে এবং অন্ডালের বহুলা এবং রানিগঞ্জের চেলোদ গ্রামে তৃণমূলের মিছিল বেরোয়। পথচলতি মানুষকে শরবত ও মিষ্টি খাইয়ে কুলটিতে বর্ষপূর্তি পালন করেন স্থানীয় বিধায়ক তথা কুলটি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের নেতৃত্বে একটি মিছিল সালানপুর ও বারাবনির বিভিন্ন এলাকা পরিক্রমা করে। তৃণমূল যুব কংগ্রেসের তরফে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয়েছে বলে জানান যুব নেতা পাপ্পু উপাধ্যায়। তৃণমূলের কৃষ্ণনগর কোলিয়ারির ইউনিট সদস্যেরা জামুড়িয়ার চাকদোলা মোড়ের কাছে একটি কুষ্ঠ কলোনিতে এ দিন একটি পিকনিকের আয়োজন করেন। তাতে যোগ দেন কুষ্ঠ কলোনির ৯ টি পরিবারের ৩৬ জন সদস্য।
|
বাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
একটি বাড়িতে রবিবার সকালে হঠাৎ আগুন লেগে যায়। দুর্গাপুর থানার ধোবিঘাট এলাকার ঘটনা। একটি ঘরের সমস্ত আসবাব পুড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বাসিন্দারা অবশ্য নিজেরাই পরে জল ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিক তদন্তে বাসিন্দাদের অনুমান, ওই ঘরে বিদ্যুতের মিটার বাক্স ছিল। কোনও কারণে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়।
|
রোগী সেজে ডাকাতি ডাক্তারের বাড়িতে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রোগী সেজে চিকিৎসকের বাড়িতে ঢুকে লুঠপাটের অভিযোগ উঠল রানিগঞ্জে। স্থানীয় রামবাগানের টাওয়ারপাড়ার বাসিন্দা, চিকিৎসক রমেশ গুপ্তের অভিযোগ, শুক্রবার রাত ১০টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী রোগী সেজে তাঁর বাড়িতে ঢোকে। তিনি বাড়িতে একা ছিলেন। নগদ টাকা ও কয়েক ভরি গয়না নিয়ে তারা পালায়।
|
কোথায় কী |
দুর্গাপুর
টেবিল টেনিস প্রতিযোগিতা। ডিসিএসি প্রাঙ্গন। সকাল ৯টা। উদ্যোগ: দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচার।
বারাবনি
দোমহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ। সকাল ৬টা। দোমহানি মাঠ। উদ্যোগ: দোমহানি একাদশ।
হিরাপুর
ফুটবল প্রতিযোগিতা। আমবাগান তার কাঁটা মাঠ। বিকাল ৪টা।
কাটোয়া
ক্রিকেট প্রশিক্ষণ শিবিররে উদ্বোধন। টিএসি ময়দান। সকাল ৭টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
মঙ্গলকোট
জেলা সম্মেলন। ক্ষীরগ্রাম। সকাল ১০টা। উদ্যোগ: নিখিল বঙ্গ সংস্কৃত সেবি সমিতি, বর্ধমান জেলা শাখা। |
|