খেলার টুকরো খবর |
|
শর্টপিচ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ডামড়া ইউনাইটেড ক্লাব আয়োজিত দেব স্মৃতি এক নৈশ শর্টপিচ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল অন্ডাল ফাইট ক্লাব। তারা ডামড়া বিধান স্মৃতি শিক্ষা নিকেতনের মাঠে আইসিসি-কে ২৭ রানে হারায়। ৬ ওভারের খেলায় ৫৪টি দল যোগ দিয়ে। প্রথমে ব্যাট করে অন্ডাল ফাইট ক্লাব ২ উইকেট হারিয়ে ৫৯ রান করে। জবাবে আইসিসি ৪ উইকেটে ৩২ রানের বেশি তুলতে পারেনি। ফাইনালের সেরা বিজয়ী দলের রাহুল সিংহ এবং প্রতিযোগিতার সেরা বিজিত দলের জয়ন্ত সিংহ। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি। আয়োজক সংস্থার সভাপতি রজতকান্তি ভট্টাচার্য জানান, তাঁদের ক্লাবের একনিষ্ঠ ক্রীড়ামোদী দেবের বছর পাঁচেক আগে মৃত্যু হয়। তাঁর স্মরণেই ৪ বছর আগে এই প্রতিযোগিতা শুরু হয়।
|
রানিগঞ্জে যুব উৎসব
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জের সিহারশোল রামকৃষ্ণ সারদা চেতনা সঙ্ঘের উদ্যোগে শনিবার ও রবিবার নানা অনুষ্ঠান আয়োজিত হল। প্রথম দিন ছাত্র যুব উৎসবে স্বামী বিবেকানন্দের বতর্মান সময়ে প্রাসঙ্গিকতা এবং ছাত্রজীবনে বিবেকানন্দ শীর্ষক আলোচনাচক্র আয়োজিত হয়। বক্তৃতা করেন রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচারাল সোসাইটির কলকাতা গোলপার্কের স্বামী সুখানন্দ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের শিক্ষক স্বপন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের স্বামী শৈলজানন্দ। এ দিন বিবেকানন্দের বাণী পাঠ করার সঙ্গে সঙ্গে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়াও দু’শো জন পড়ুয়ার আঁকা ছবির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। রবিবার ইসিএলের দেওয়া টাকায় ব্যয়ে নির্মিত বিশ্রামাগারের উদ্বোধন হয়। এ দিন শিক্ষা ও সমাজ সচেতনতা শীর্ষক আলোচনাচক্রে উপস্থিত ছিলেন হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠের স্বামী ভক্তিপ্রিয়ানন্দ এবং বাঁকুড়া রামহরিপুর মিশনের স্বামী নিরন্তরানন্দ।
|
রবীন্দ্রস্মরণ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহীশিলা সঞ্চয়ন পাঠাগারে রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান আয়োজিত হল শনিবার। বিশ্বকবি রচিত কবিতা অবলম্বনে মূকাভিনয় করেন অনুপূর্বা চৌধুরী, পূবালী চৌধুরী। এই পর্বে নেপথ্যে আবৃত্তি পাঠ করেন স্বরাজ সরকার। তীর্থঙ্কর মিত্র এবং অর্পণা মিত্রের দ্বৈত কন্ঠে রবীন্দ্রনাথের ‘এক গাঁয়ে’ আবৃত্তি পরিবেশন আকর্ষণীয় হয়ে ওঠে। এ ছাড়া নৃত্য, আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করেন ৩০ জন শিল্পী।
|
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট লিগের রবিবারের খেলায় বিজয়ী হল দোমহানি ব্ল্যাক। তারা দোমহানি হোয়াইটকে ১৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে ব্ল্যাক ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান করে। জবাবে হোয়াইট সব উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি তুলতে পারেনি। এ দিনের খেলায় ব্যাট হাতে ৭২ রান এবং বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা বিজয়ী দলের গোপী শর্মা।
|
জয়ী ভ্রাতৃ সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
ভ্রাতৃ সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শনিবারের খেলায় বিজয়ী হল আয়োজক সংস্থা। তারা আমবাগান তারকাঁটা মাঠে কল্যাণপুর ওয়েলফেয়ারকে ২-১ গোলে হারায়। বিজয়ী দলের কুটুস বড়ুয়াই খেলার সেরা।
|
স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বোগড়া প্রাথমিক শিশুশিক্ষা নিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অবাক জলপান’ নাটক পরিবেশন করল খুদে পড়ুয়ারা। এ ছাড়া নৃত্য, আবৃত্তি, সঙ্গীত এবং যেমন খুশি সাজো প্রতিযোগিতায় যোগ দিয়েছিল প্রায় আড়ইশো পড়ুয়া। উপস্থিত ছিলেন সিপিএম পরিচালিত জামুড়িয়া পুরসভার পুরপ্রধান ভাস্কর মুখোপাধ্যায় এবং স্থানীয় কংগ্রেস কাউন্সিলর গোপাল দত্ত।
|
পঞ্চায়েত সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়ার খাসকেন্দায় কংগ্রেসের পঞ্চায়েত সম্মেলন হল রবিবার। প্রধান বক্তা ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য। |
|