ওয়াংখেড়ে নিয়ে এ বার ঠাকরের তোপে শাহরুখ
য়াংখেড়ে কাণ্ড নিয়ে শিবসেনার তীব্র সমালোচনার মুখে পড়লেন শাহরুখ খান। দলীয় মুখপত্র ‘সামনা’য় শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে দাবি করেছেন, শাহরুখকে রক্ষা করছে কংগ্রেস। সে কারণেই তিনি বেপরোয়া হয়ে গোলমালে জড়িয়ে পড়ছেন।
ঠাকরের বক্তব্য, আমেরিকার বিমানবন্দরে শাহরুখকে আটকে তল্লাশি করা হয়। তখন তিনি মাথা গরম করেন না। অথচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভদ্র নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক করেন। শিবসেনা প্রধানের দাবি, কংগ্রেসের মদতেই শাহরুখ বাড়াবাড়ি করার সাহস পাচ্ছেন। শাহরুখ ভাল অভিনেতা হলেও তাঁর আচরণ নিয়ে বার বার প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন ঠাকরে। সম্প্রতি একটি গোলমালে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা স্যাফ আলি খান। ব্যঙ্গের সুরে ঠাকরে বলেছেন, হয়তো সেই কারণেই কংগ্রেস স্যাফকে পদ্মশ্রী দিয়েছে। শাহরুখকে আরও বড় সম্মান দেওয়া উচিত। তাঁকে বরং রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হোক।
ঠাকরের মতে, যদি ওয়াংখেড়ের নিরাপত্তারক্ষীরা শাহরুখের মেয়েকে অপমান করে থাকেন সে ক্ষেত্রে তিনি স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারতেন।
অমিতাভ বচ্চন এবং আরও কয়েক জন অভিনেতার নাম করে ঠাকরে বলেন, এঁরাও সেলিব্রিটি। কিন্তু, এই অভিনেতাদের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে পড়ার অভিযোগ শোনা যায় না। বরং অমিতাভ বিদর্ভ এলাকার কৃষকদের আর্থিক সাহায্য করেছেন। পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএল-এ খেলার পক্ষে সওয়াল করেছিলেন শাহরুখ। তাঁকে আক্রমণ করতে আজ সেই প্রসঙ্গও টানেন শিবসেনা প্রধান। তাঁর মতে, ঝগড়াঝাটির পাশাপাশি শাহরুখের উচিত পাকিস্তানের হয়ে সওয়াল বন্ধ করা।
শাহরুখের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকার উপরে নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআই নিতে পারে বলে মন্তব্য করেছিলেন আইপিএল আয়োজক কমিটির চেয়ারম্যান রাজীব শুক্ল। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) কেবল এই বিষয়ে সুপারিশ করতে পারে বলে দাবি করেছিলেন তিনি। আজ এমসিএ-র প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় মন্ত্রী বিলাসরাও দেশমুখ বলেছেন, ওয়াংখেড়ে স্টেডিয়াম বিসিসিআইকে ভাড়া দিয়েছিল এমসিএ। নিষেধাজ্ঞার বৈধতা নিয়ে বিসিসিআইয়ের প্রশ্ন তোলার কথাই উঠছে না। তবে তাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তারাও বিষয়টি বিবেচনা করে দেখুক।

দিল্লি সেই একেই প্লে অফে মুম্বইও
ডেভিড ওয়ার্নারের (৪৪ বলে ৯৬) রানের সৌজন্যে এক নম্বরে শেষ করল দিল্লি ডেয়ারডেভিলস। কিংস ইলেভেনের (১৪১-৮) বিরুদ্ধে জিতল ৬ উইকেটে। পঞ্জাব হারায় প্লে অফে উঠল মুম্বইও।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.