এক ঝলকে...
পৃথিবী
আথেন্স গাজা ওয়াশিংটন নিউ ইয়র্ক ওয়াশিংটন
• শেষ পর্যন্ত আরও এক দফা সাধারণ নির্বাচনের পথেই হাঁটল গ্রিস। এই মাসের গোড়ায় নির্বাচনে কোনও দলই ২০ শতাংশের বেশি ভোট পায়নি। সরকারও গড়তে পারেনি কেউ। ফলে, দেশ এখন সদ্য শপথ নেওয়া (ছবি) তদারকি সরকারের হাতে। গ্রিস কি শেষ পর্যন্ত ইউরো ত্যাগ করে পুরনো মুদ্রা দ্রাকমায় ফিরে যাবে? দুশ্চিন্তায় গোটা ইউরোপ। শেয়ার বাজারের সূচক যখন তখন ধরাশায়ী হচ্ছে। একটি হিসেব বলছে, গ্রিস যদি ইউরো অঞ্চল ত্যাগ করে, তবে ইউরো অর্থনীতির প্রায় এক লক্ষ কোটি ডলার ক্ষতি হবে।

• পাকিস্তান হল মার্কিন ডলারের জন্য একটা জলজ্যান্ত ‘ব্ল্যাক হোল’। গত দশকে আমেরিকার ২৪ বিলিয়ন ডলার গেছে এই ব্ল্যাক হোল-এ। এনাফ ইজ এনাফ! প্রেসিডেন্ট ওবামার পাকিস্তানের জন্য আরও আড়াই বিলিয়ন ডলার সহায়তার অনুরোধ জানাতে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট-রিপাবলিকান নির্বিশেষে এই প্রতিক্রিয়া শোনা গেল।

• মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক জে পি মর্গানের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ইনা ড্রিউ পদত্যাগ করলেন। ভুল বিনিয়োগের ফলে ব্যাঙ্কটির ২০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। প্রেসিডেন্ট ওবামা বলেছেন, এই জন্যই ওয়াল স্ট্রিটের আর্থিক সংস্থাগুলির ওপর কড়া নজরদারি চাই।

• ওয়াশিংটন পুলিশ বাহিনীতে শিখদেরও এ বার থেকে চাকরি হবে। এত দিন পুলিশের বাধ্যতামূলক ইউনিফর্মে পাগড়ি জাতীয় মস্তক-অবরণীর কোনও জায়গাই ছিল না।

• প্যালেস্টিনিয়ান অথরিটি-র প্রেসিডেন্ট, ফতা গোষ্ঠীর নায়ক মাহমুদ আব্বাস (ছবি) গাজা-র শাসনক্ষমতায় আসীন জঙ্গি সংগঠন হামাস-এর সম্মতি না নিয়েই ওয়েস্ট ব্যাঙ্ক-এ নতুন মন্ত্রিসভা তৈরি করে দিয়েছেন। ফলে হামাস তাঁর ওপর বেজায় কুপিত। ইজরায়েলের দুই প্রতিদ্বন্দ্বী প্যালেস্তাইনি গোষ্ঠীর মধ্যে ঐক্যস্থাপনের প্রচেষ্টা চল্লিশ বাঁও জলে।
মেক্সিকো সিটি
মঙ্গলবার, ১৫ মে ফ্রান্সে রাজনৈতিক পালাবদল নিয়ে তাঁর নিবন্ধ প্রকাশিত হয়েছিল মেক্সিকোর ‘রেফর্মা’ সংবাদপত্রে। সেই দিনই ঘোষিত হল কার্লোস ফুয়েন্তেস-এর (ছবি) মৃত্যুসংবাদ। তিরাশি বছর বয়সে বিদায় নিলেন লাতিন আমেরিকান সাহিত্যের অন্যতম দিকপাল, ‘লা মুয়ের্তে দে আর্তেমিয়ো ক্রুস’ (দ্য ডেথ অব আর্টেমিয়ো ক্রুজ) এবং ‘গ্রিঙ্গো ভিয়েহো’-র (ওল্ড গ্রিঙ্গো) মতো বিশ্ববন্দিত উপন্যাসের স্রষ্টা। গল্প-উপন্যাসে, প্রবন্ধে এবং আলাপ-আলোচনায় তিনি আজীবন ক্ষমতাবানদের তোয়াক্কা না করে নিজস্ব মতামত স্পষ্ট ভাষায় জানিয়ে গিয়েছেন। মেক্সিকোর বিভিন্ন দলের রাজনীতিকরা সমস্বরে বলেছেন, মতের মিল থাক বা না থাক, কার্লোস ফুয়েন্তেস ছিলেন এক অসামান্য মানুষ।

তেহরান
মাজিদ জামালি ফাশি। (ছবি) বয়স ২৪। ইরানি নাগরিক। এই অবধি নিশ্চিত ভাবে জানা। বাকি পরিচয়টুকু অর্থাৎ ইজরায়েলের গুপ্তচর, তেহরান এমন দাবি করলেও এটা নিশ্চিত কি না জানা নেই। সেই দাবির ভিত্তিতে ফাশির ফাঁসি হল গত মঙ্গলবার। অভিযোগ, তিনি ইজরায়েলি রাষ্ট্রীয় গুপ্তচর সংস্থা মোসাদ-এর লোক, ২০১০-এর জানুয়ারি মাসে ইরানি পরমাণুবিজ্ঞানী মাসুদ আলি মোহামদি-র বাড়ির বাইরে বোমা লুকিয়ে রেখে বিস্ফোরণে তাঁকে হত্যা করেছেন। এ জন্য নাকি তিনি এক লক্ষ কুড়ি হাজার ডলার পারিশ্রমিক পেয়েছেন। কিছু দিন আগে আদালতে বিধ্বস্ত বন্দি ফাশি তাঁর অপরাধ স্বীকারও করেছেন। দৃষ্টান্তমূলক চরম শাস্তি নেমে আসতে দেরি হল না।

মাদ্রিদ
স্পেনের রানি সোফিয়া (ছবি) ঠিক করেছেন, রাগ দেখাবেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ-এর উপর। এলিজাবেথ-এর রাজত্বের হীরক জয়ন্তী উদ্যাপন হচ্ছে এ বছর। জুন মাসে বড় বড় অনুষ্ঠান সেই উপলক্ষে। উইন্ডসর কাসল-এ মান্যগণ্যদের নিমন্ত্রণ। কিন্তু রানি সোফিয়া ঠিক করেছেন তিনি আসবেন না সেই উৎসবে। জিব্রাল্টার নিয়ে ব্রিটেন-স্পেন-এর যা সম্পর্ক, তাতে স্পেনের মানুষ রানিকে ক্ষমাই করবে না, তিনি যদি এই আদিখ্যেতা করতে লন্ডন যান। একেই তো অর্থনৈতিক মন্দার চোটে স্পেনীয় সমাজ এখন রাজা হুয়ান কার্লোস ও রানি সোফিয়ার উপর মহা চটা।

ওয়াশিংটন, লন্ডন
এমন লোক পাওয়া বিরল, যিনি খেলার মাঠে নির্মম প্রতিদ্বন্দ্বী, অথচ মাঠের বাইরে তাঁর অন্তর্বাসের ব্যবসা আছে! খেলোয়াড়টি যে ডেভিড বেকহ্যাম, বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর, তাঁর এই বর্ণনা দিয়েছেন বারাক ওবামা। বেকহ্যাম এখন মার্কিন ফুটবল দল লস এঞ্জেলস গ্যালাক্সির অধিনায়ক। ওবামা বললেন, সেই দলের অর্ধেক খেলোয়াড় তো বেকহ্যামের ছেলের বয়সী! রসিকতাই, তবে বেকহ্যামের প্রতিক্রিয়া কেমন হবে কে জানে।
শেষ পাত
কানাডার রিচার্ড ম্যাথিউজ এক জহুরির দোকানে গিয়ে একটি হিরে গিলে নিয়েছিলেন। চুরি করার বাসনায়। কিন্তু, ধরা পড়ে যান। এখন তিনি পুলিশের হেফাজতে। অপেক্ষা চলছে, কখন তাঁর পেট থেকে হিরেটা বেরিয়ে আসে। ১.৭ ক্যারাট ওজনের হিরেটি খুবই দামি দাম ২০,০০০ ডলার। মুশকিল হল, আসল হিরেটা তাঁর পেটের কোথায় আছে, বোঝা যাচ্ছে না, কারণ হিরের মধ্যে দিয়ে আলো এত ভাল যাতায়াত করে যে এক্স রে-তে তার ছবি উঠছে। না। ফলে, অপেক্ষা ছাড়া উপায়ান্তর নেই। যে পুলিশকর্মীরা সেই হিরের প্রত্যাবর্তনের ‘পথ চেয়ে’ বসে আছেন, তাঁদের কাজের ধরনটা ভেবে দেখলেন?


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.