‘ঐতিহ্য’ বজায় রইল আইসিএসই, আইএসসি-তে। গত কয়েক বছরের মতো এ বারও দু’টি পরীক্ষায় সাফল্যের নিরিখে ছেলেদের পিছনে ফেলে দিল মেয়েরা। পাশের হারে তো বটেই, র্যাঙ্কের বিচারেও মেয়েরাই এগিয়ে।
শনিবার ওই দুই পরীক্ষার ফল বেরিয়েছে। দেখা যাচ্ছে, আইসিএসই-তে সামগ্রিক পাশের হার ৯৮.৬২%, এ রাজ্যেও ৯৮.৬২%। সামগ্রিক ভাবে মেয়েদের পাশের হার ৯৯.১৫%, এ রাজ্যে সেই হার ৯৯.০৪%। ছেলেদের সামগ্রিক পাশের হার ৯৮.১৯%, রাজ্যে সেটা ৯৮.৩১%। আইএসসি-তে সামগ্রিক পাশের হার ৯৭.২৫%, রাজ্যে ৯৭.৭০%। এই পরীক্ষায় সামগ্রিক ভাবে মেয়েদের পাশের হার ৯৮.৩৫%, রাজ্যে তা ৯৮.৮৮%। ছেলেদের সামগ্রিক পাশের হার ৯৬.৩৬%, রাজ্যে ৯৬.৭৯%। ফলে দেশের সঙ্গে এ রাজ্যেও এগিয়ে মেয়েরাই। দু’টি পরীক্ষাতেই পাশের হার গতবারের থেকে কিছুটা বেড়েছে। তবে এ রাজ্যে আইএসসি-তে পাশের হার সামান্য কমেছে।
আইসিএসই কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ইংরেজি এবং সব থেকে ভাল নম্বর পাওয়া চারটি বিষয় যোগ করে এ বার সর্বোচ্চ নম্বর ৯৮.৮%। ধানবাদের কারমেল স্কুলের মাধবী সিংহ এবং থানের শ্রীমতি সুলোচনা দেবী সিংহানিয়া স্কুলের ছাত্রী শলাকা কুলকার্নি এই নম্বর পেয়ে যুগ্ম ভাবে
প্রথম হয়েছে। কলকাতার মাহেশ্বরী গার্লস হাইস্কুলের ছাত্রী নিধি চন্দক ৯৮.৬% নম্বর পেয়ে দ্বিতীয়। তবে পশ্চিমবঙ্গে সে-ই প্রথম স্থানাধিকারী।
আইএসসি-তে অবশ্য ইংরেজির সঙ্গে সব থেকে বেশি পাওয়া তিনটি বিষয়ের নম্বর যোগ করে মোট নম্বরের নিরিখে দুবাই মডার্ন হাই স্কুলের ছাত্র রোহন সম্পত প্রথম হয়েছেন বলে কাউন্সিল জানিয়েছে। ৯৯% নম্বর পেয়ে পশ্চিমবঙ্গে প্রথম ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্র রাইন সমাজদার।
এ বার আইসিএসই-র ইতিহাস, ভূগোল ও আইএসসি-র পদার্থবিদ্যায় ফল গত বারের থেকে কিছুটা খারাপ হয়েছে বলে বিভিন্ন স্কুলের তরফে জানানো হয়েছে। আইএসসি-র গণিত ও ভূগোল প্রশ্নপত্র ‘কঠিন’ হয়েছে বলেও অভিযোগ ছিল পরীক্ষার্থীদের। কাউন্সিলের এক সদস্য ফল প্রকাশের পরে বলেন, “কোন খাতা কী ভাবে দেখা হবে, তা নিয়ে কাউন্সিলের তরফে পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়। এ বারও দেওয়া হয়েছিল। তবে কী নির্দেশ, সেটা গোপন ব্যাপার।”
কাউন্সিল জানিয়েছে, এ বার আইসিএসই-তে দৃষ্টিহীন পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩২। হাসপাতাল থেকে পরীক্ষা দেয় ১৮ জন। দৃষ্টিহীনদের মধ্যে ১২ জন ও অসুস্থদের মধ্যে ৫ জন ৯০%-এর বেশি নম্বর পেয়েছে। আইএসসি-তে ৮ জন দৃষ্টিহীন, ৫ জন হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছেন। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের মধ্যে দু’জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন।
আইএসসি পরীক্ষার্থীদের মার্কশিট ২১ মে-র মধ্যে এবং আইসিএসই-র মার্কশিট ২২ মে-র মধ্যে স্কুলে পৌঁছে যাবে বলে জানিয়েছেন কাউন্সিলের সচিব জেরি অ্যারাথুন। |