এটিএম থেকে একের পর এক জাল নোট বার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মালদহে। শুক্রবার মালদহের রথবাড়ি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে ওই ঘটনা ঘটে। কয়েকজন গ্রাহক এটিএম থেকে বার হওয়া পাঁচশো টাকার নোট নিয়ে সন্দেহ প্রকাশ করে লাগোয়া ব্যাঙ্কে যান। ওই ব্যাঙ্কের আধিকারিকেরাও নোটগুলি পরীক্ষা করে জাল বলে জানালে চাঞ্চল্য সৃষ্টি হয়। একদল গ্রাহক ওই ব্যাঙ্কের শাখায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তড়িঘড়ি এটিএম বন্ধ করে দেন। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “এটিএম কাউন্টার থেকে জাল নোট বার হওয়ার খবর পাওয়ার পরেই পুলিশ কর্মীরা ঘটনাস্থলে যান। এটিএম কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।” ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, গত ১৬ মে ওই এটিএমে ১৪ লক্ষ টাকা ভরা হয়। এটিএমে টাকা ভরার দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। ওই সংস্থার দুই কর্মীর হাতে ১৪ লক্ষ টাকা তুলে দেয় ব্যাঙ্ক। তাঁরা কর্মী কোনও কারচুপি করেছেন কি না সেই ব্যাপারে খোঁজখবর শুরু করেছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
|
বই বিক্রি বন্ধ, সই সংগ্রহ |
দীর্ঘদিন ধরে কোচবিহার রাজবাড়ি চত্বরে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের প্রকাশিত বই বিক্রির কাউন্টার বন্ধ হয়ে রয়েছে। এতে রাজবাড়িতে আসা পর্যটকেরা পুরাকীর্তি বিষয়ক বই কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পর্যটক মহলের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার কাউন্টার চালুর দাবিতে কোচবিহার হেরিটেজ সোসাইটির তরফে পুরাতত্ত্ব কর্তাদের স্মারকলিপিও পাঠানো হয়। শুক্রবার মিউজিয়াম দিবসে কাউন্টার খোলার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামল সোসাইটি। তবে কবে ওই ব্যবস্থা ফের চালু হবে তা নিয়ে পুরাতত্ত্ব দফতরের কর্তারা স্পষ্ট করে কিছু বলেননি। দফতরের কলকাতা সার্কেলের সুপার তপনজ্যোতি বৈদ্য বলেন, “ওই কাউন্টার খোলার ক্ষেত্রে পরিকাঠামোজনিত সমস্যা রয়েছে।” ১০ বছর আগে রাজবাড়ি বারান্দায় পুরার্কীতির বই বিক্রির কাউন্টার চালু হয়। ছ’বছর আগে সেটি বন্ধ করে দেওয়া হয়। কোচবিহার হেরিটেজ সোসাইটি সম্পাদক অরূপজ্যোতি মজুমদার বলেন, “পর্যটকদের অন্যতম আর্কষণ ছিল ওই কাউন্টার। তা বন্ধ করে রাখা মেনে নেওয়া যায় না। স্মারকলিপি দিয়েছি। এ বার গণস্বাক্ষর অভিযানে নামলাম।”
|
তিন দিন্যে পুলিশ গাজলে দলীয় নেতা খুন এবং ডাকাতির ঘটনার কিনারা করতে না পারলে জেলা জুড়ে আন্দোলনের হুমকি দিল সিপিএম। শুক্রবার দলের জেলা সম্পাদক অম্বর মিত্র এই হুমকি দেন। তবে ঘটনার দুইদিন পার হতে চললেও পুলিশ কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ দেখা দিয়েছে। সিপিএমের মালদহ জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “আমরা পুলিশ তিনদিন সময় দিচ্ছি। ওই সময়ের মধ্যে পুলিশ ক্ষীরোদ চৌধুরীর খুনের যদি কিনারা করতে না পারে, তাহলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।” গত বুধবার গভীর রাতে ক্ষীরোদ চৌধুরী নামের ওই নেতার বাড়িতে হানা দেয় ডাকাত দলটি। দলটির এক জন মুখ ঢাকা ছিল। তাকেই নিহত সিপিএম নেতা চিনে ফেলেছিলেন বলে তাঁর মেয়ে চন্দ্রা পুলিশকে জানিয়েছে। তার পরেই ওই নেতাকে শোওয়ার ঘরেই বুকে গুলি করে খুন করা হয়।
|
পাচারকারী-জওয়ান সংঘর্ষে গুলিতে হত |
পাচারকারী এবং বিএসএফের সংঘর্ষে এক বাংলাদেশি গরু পাচারকারীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হন এক জওয়ান। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের গোবিন্দপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, এলাকার উত্তর আগ্রা ফাঁড়ির পাঁচ জওয়ান পাহারা দেওয়ার সময় ৩০ জনের এক পাচারকারী দল কাঁটাতারের বেড়াহীন এলাকা দিয়ে ঢুকে এপার থেকে ওপারে গরু পাচার করছিল।
|
ফোন চুরির নালিশ, বাতিস্তম্ভে বেঁধে মার |
মোবাইল চুরির অভিযোগে ২ যুবককে লাইট পোস্টে বেঁধে গণপিটুনি দিল গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটে বালুরঘাট থানার খরাইলে। পুলিশ গিয়ে জখম দুজনকে উদ্ধার করে। ধৃতদের নাম, বিপ্লব হালদার ও শঙ্কর মোহান্ত। বালুরঘাট শহরের নামাবঙ্গি এলাকার বাসিন্দা শঙ্কর এবং খিদিরপুর হালদারপাড়ার বাসিন্দা বিপ্লব এদিন খরাইল গ্রামের সুমন মার্ডির বাড়ির সামনে ঘোরাঘুরির সময়ে বাসিন্দাদের সন্দেহ হয়। |