খেলাধুলা...
আসছে বছর আবার হবে
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: “চার বছর পর ইডেনে এলাম। সহারার জন্য, সৌরভের জন্য। যখনই ইন্ডাস্ট্রির কোনও দরকার পড়েছে, সৌরভ এক কথায় পাশে দাঁড়িয়েছে। তাই ওকে সমর্থন করতেই আমি এসেছিলাম মাঠে। তা ছাড়া সহারার সঙ্গে কর্পোরেট সম্পর্কের বাইরেও আমার একটা পারিবারিক সম্পর্ক আছে।”
জিৎ: “একটা-দু’টো ম্যাচ বাদ দিলে কেকেআর-কে সাপোর্ট করতে প্রত্যেক ম্যাচেই ইডেনে ছিলাম। শহরে থাকলেও মাঠে যাব না, এটা আমার কল্পনার বাইরে। আজকে কর্পোরেট বক্সে বসে খেলা দেখার সময় মনে পড়ে সেই সব দিন যখন বটতলায় ‘কে ব্লকের বদলে বি ব্লক’ চেঁচাতে চেঁচাতে মাঠে ঢুকে রোদ্দুরে বসে খেলা দেখতাম”।

টিম তিন ইয়ারি-র জুন, রুদ্রনীল, গার্গী
আর নীল। সঙ্গে রচনা। “কর্পোরেট বক্সে এসি
আছে, আইসক্রিম আছে, খাবার আছে। কিন্তু সে
তো আমার ড্রইং রুমেও আছে। মাঠে গিয়ে
খেলার রোমাঞ্চটা না পেলে, তেমন
ভাল লাগে না আমার,”
বলছিলেন গার্গী।

পুরো আইপিএল-এ একদিনই মাঠে গিয়েছিলেন দেব।
ইডেনের শেষ ম্যাচে। “শ্যুটিং নিয়ে এত ব্যস্ত ছিলাম যে
রোজ আর আসতে পারিনি,” খেলা দেখতে দেখতে
বলছিলেন। ঋতুপর্ণা অবশ্য তিনটে ম্যাচে ছিলেন কর্পোরেট
বক্সে। “এ রকম ফাইভ স্টার পরিবেশে ক্রিকেট দেখার
মজাটাই আলাদা। তা ছাড়া বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারা
যায়। পরের বার তো ইচ্ছে আছে সব ম্যাচে থাকব,”
বলছিলেন ঋতুপর্ণা।

রূপম ইসলাম

রাহুল আর প্রিয়ঙ্কা

রোজ ভ্যালির বক্সে শরদ কপূরের সঙ্গে গৌতম কুণ্ডু
কেকেআর-এর জন্য জান কবুল:
(বাঁ দিক থেকে) আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস,
শিবাজি পাঁজা আর কৌস্তুভ রায়
প্রিয়ঙ্কা টোডি: বাবা অশোক
টোডির বক্সে তাঁকে দেখেও
অনেকেই চিনতে পারেননি।

বাদশার বাক্স: যে বক্সেই থাকুন, শাহরুখের বি ১ বক্সে আপনি ঢুকতে পারবেন না
তাঁর অতিথি না হলে। বক্সে ঢোকার আগেও এখানে এয়ারপোর্টের মতো সিকিউরিটি।
মেনুতে অনেক কিছু থাকলেও সবচেয়ে হিট আইটেম ছিল কিমা-পাও। অনেক সেলিব্রিটি
তো ডাইনিং রুমে একবার খেয়ে এসে প্লেটে করে কর্পোরেট বক্সেও নিয়ে আসতেন খাবার।
তা ছাড়া মাঠে ঢোকার সঙ্গে সঙ্গেই কর্পোরেট বক্সে ঝালমুড়ি আর পপকর্ন-ও পাওয়া যেত।
লকেট চট্টোপাধ্যায়ের মতো ক্যালরি কনসাস নায়িকারা অবশ্য তা-ই খেতেন।
একমাত্র ব্যতিক্রম কাঞ্চনা মৈত্র।

‘কহানি’-র পর সুজয় ঘোষ যেখানেই যাচ্ছেন মবড হচ্ছেন। “এটা কী হচ্ছে বল তো, বুঝতেই পারছি না,”
বক্তব্য সুজয়ের। সে দিন জুহি চাওলার আমন্ত্রণে মাঠে এসেছিলেন। আর হ্যাঁ, সেদিন বক্সেই শোনা গেল
সুজয় তাঁর পরের ছবির তোড়জোড় করা শুরু করে দিয়েছেন।

ছবি: অনিন্দ্য শঙ্কর রায়, পারমিতা ঘোষ, ইন্দ্রনীল রায়


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.