টুকরো খবর |
৩ দিনে মৃত ৫ নবজাতক |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
গত তিনদিনে পাঁচ সদ্যোজাতের মৃত্যুর ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে। গত বুধবার থেকে শুক্রবার অবধি পরপর ওই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাগুলি শহরে চাঞ্চল্য ছড়াতেই তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার। তিনি বলেন, “স্বাস্থ্য দফতরের নির্দেশ রয়েছে ২৪ ঘন্টায় তিনটি শিশুর মৃত্যু হলেই কমিটি গঠন করে তদন্ত করতে হবে। কমিটি গঠন করে আলিপুরদুয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলা হয়েছে।” হাসপাতাল সূত্রের খবর, ১৬ মে রিমা ওরাঁও বিকালে এক কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটি রাত দশটা নাগাদ মারা যায়। ওই দিনই দেবিকা মোদক নামের এক মহিলা ৫ দিনের কন্যা সন্তান নিয়ে হাসপাতলে ভর্তি হন। শিশুটির সংক্রমণজনিত রোগ ছিল। পরেরদিন শিশুটি মারা যায়। ১৭ মে দুপুরে জোৎস্না রায় নামের এক প্রসূতি যমজ কন্যার জন্ম দেন। দুটি শিশুর ওজন কম ছিল। দুটি শিশুই মারা যায়। ওই দিনই সকালে চম্পা দে নামের প্রসূতি পুত্র সন্তানের জন্ম দেন। শিশু বিভাগে পরেরদিন সকালে শিশুটির মৃত্যু হয়। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু বলেন, “শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। হাসপাতলের শিশু রোগ বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও নাসিং সুপারকে কমিটিতে রাখা হয়েছে। আজ, শনিবার কমিটি বৈঠকে বসবে। রিপোর্ট পেলেই প্রতিটি মৃত্যুর কারণ স্পষ্ট হবে।” ইতিমধ্যে শিশু মৃত্যুর কারণ জানতে চেয়ে হাসপাতাল সুপারকে চিঠি দিয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন সমাজ কল্যাণ সমিতি।
|
অস্ত্র-সহ ধৃত ২ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
একাধিক ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাইপগান-সহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এনজেপি আউটপোস্টের ভবেশ মোড় সংলগ্ন একটি শ্মশানের পাশে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে পুলিশ। ধৃতদের নাম বিপ্লব বিশ্বাস এবং কালাচাঁদ বিশ্বাস। বিপ্লবের বাড়ি বেরুবারিতে ও কালাচাঁদের বাড়ি রংধামালিতে। বিপ্লব ডাকাত দলের পাণ্ডা বলে পুলিশের দাবি। তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, ২০১১ সালে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় তিনটি ডাকাতির সঙ্গে বিপ্লব জড়িত। ডিসেম্বর মাসে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের হলদিবাড়ি শাখায় ২০ লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময়ে ছিনতাই হয়। ওই বছরই একটি অর্থলগ্নি সংস্থার ১২ লক্ষ টাকা ডাকাতি হয়। পাশাপাশি মাস ছয়েক আগে রাজগঞ্জে এক ব্যবসায়ীর ১৬ লক্ষ টাকা ছিনতাই হয়। তিনটি ঘটনাতেই বিপ্লব যুক্ত ছিল বলে পুলিশের দাবি। সম্প্রতি অসম-বাংলাদেশ সীমান্তের শ্রীরামপুরে ছয় বিঘা জমি কিনে বাড়ি করে স্ত্রী ও এক আত্মীয়কে নিয়ে থাকছিল সে। শুক্রবার অভিযুক্তদের জলপাইগুড়ি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। জলপাইগুড়ির এক পুলিশ কর্তা বলেন, “ঘটনার তদন্ত করা হচ্ছে।”
|
গাড়ি-মোটরবাইক সংঘর্ষে জখম দুই |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ছোট গাড়ির সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে ২ জন জখম হয়েছেন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে সেবক পুলিশ ফাঁড়ির ১১ মাইল এলাকায়। পুলিশ জানায়, জখম দুই বাইক আরোহীর নাম সুনীত দাস এবং রবি শঙ্কর। তাঁদের বাড়ি শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায়। জখমদের প্রথমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। এ দিন ভক্তিনগর থানার শালুগাড়া সংলগ্ন এলাকাতেই একটি দুর্ঘটনায় ৩ জন পর্যটক সামান্য জখম হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পর্যটকদের নিয়ে একটি গাড়ি গ্যাংটক যাচ্ছিল। সেই সময় একই দিকে যাওয়া সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। ৩ পর্যটক জখম হলে তাঁদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।
|
মিলল অনুমোদন |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইন এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলকে উচ্চমাধ্যমিকে উন্নীত করার অনুমোদন দিল রাজ্যের উচ্চ শিক্ষা সংসদ। ২০১২-১৩ শিক্ষাবর্ষের থেকে এই স্কুলে উচ্চমাধ্যমিকের পাঠক্রম পড়ানো হবে। ১৭ মে কাউন্সিলের তরফে নির্দেশিকা জারি করে স্কুলটিকে উচ্চমাধ্যমিকে উন্নীত করা হয়েছে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আশালতা বসু বিদ্যালয় নামের এই স্কুলটি রাজ্য বোর্ডের অধীন। অনুমোদন পাওয়ায় এদিন স্কুলের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সব মহলকে ধন্যবাদ জানানো হয়েছে।
|
আলিপুরদুয়ারে মৃত বর্ষীয়ান নেতা |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী ডেনিস লাকড়া (৮৮)। শুক্রবার দুপুরে আলিপুরদুয়ারের উত্তর পানিয়ালগুড়িতে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ১৯৬৭ সালে তিনি প্রথমবার কালচিনির বিধায়ক নির্বাচিত হন। ১৯৭২ সালে দ্বিতীয় বিধায়ক নির্বাচিত হয়ে তৎকালীন রাজ্য সরকারের ত্রাণ এবং পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী হন।
|
ঘেরাও-বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেতন বৃদ্ধি এবং চাকরির নিরাপত্তার দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পার্শ্বশিক্ষকদের একাংশ। শুক্রবার প্রধাননগরের মার্গারেট হাই স্কুলের ঘটনা। পরে পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপে ঘেরাও ওঠে। স্কুলের প্রধান শিক্ষক প্রদীপপ্রসাদ রায় বলেন, “পার্শ্ব সময়ের শিক্ষকদের একাংশ বেতন বৃদ্ধির সঙ্গে চাকরির নিরাপত্তার দাবি করেছিলেন। বিষয়টি আমার হাতে নেই। আমি রামকৃষ্ণ বেদান্ত আশ্রম কর্তৃপক্ষকে সব জানিয়েছি। তাঁরাই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।”
|
চাষিদের সাহায্য |
নিজস্ব সংবাগদদাতা • বেলাকোবা |
বিনামূল্যে সার ও অনুখাদ্য দেওয়া হল পাট চাষিদের। বুধবার জুট কর্পোরেশন ও ন্যাশনাল জুট বোর্ডের যৌথ উদ্যোগে বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের তালমা এলাকায় পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে ওই রাসায়নিক সার ও অনুখাদ্য দেওয়া হয়েছে। এ দিন ১০০ চাষির মধ্যে তা বিতরণ করা হয়। ১৮ মে একই অনুষ্ঠান হবে তালমাতে।
|
ছাত্র নিখোঁজ |
নিজস্ব সংবাদদাতা • ফুলবাড়ি |
নবম শ্রেণির এক ছাত্রের নিখোঁজের ঘটনা ঘটেছে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির ফুলবাড়ির চুনাভাটি এলাকায়। নাম মনসুর আলি ওরফে পিন্টু। স্থানীয় ফুলবাড়ি হাইস্কুলের ছাত্র ছিল। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ বলে তার বাবা রফিকুল ইসলাম পুলিশকে জানিয়েছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
|
মন্দিরে চুরি |
মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার গোয়ালাপট্টিতে। শুক্রবার বিষয়টি নজরে পড়ে বাসিন্দাদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |
|