সংস্কৃতি যেখানে যেমন... |
রবীন্দ্রজয়ন্তী |
কেউ প্রাথমিক স্কুলের পড়ুয়া। কেউ হাই স্কুলের ছাত্রী। অধিকাংশের মাতৃভাষা বাংলা নয়। অথচ সাড়ে ৩ ঘণ্টা ধরে তাদের নাচ-গান-আবৃত্তিতে মেচে উঠল কুয়াশা ঘেরা কার্শিয়াং। ৮ মে ‘টাউন অব স্কুলস’ মানে কার্শিয়াঙের রাজরাজেশ্বরী হলে ওই অনুষ্ঠানে কে সামিল হননি? সেন্ট জোশেফ’স, মর্ডান ইংলিশ, রাজরাজেশ্বরী গার্লস, রামকৃষ্ণ গার্লস, নৃপেন্দ্র মেমোরিয়াল, স্কট মিশন, ডেইজি স্কুলের পড়ুয়ারা ৮ দিনের মহড়ায় মনকাড়া অনুষ্ঠান উপহার দিয়েছে। মূল কার্শিয়াঙের বাঙালি সঙ্ঘের উদ্যোগ হলেও তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কার্শিয়াঙের মহকুমা তথ্য সংস্কৃতি বিভাগ। মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক চন্দ্রকলা রাইও অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করতে উদ্যোগী হন। সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিন বাদে কার্শিয়াঙে এভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হল বলে উদ্যোক্তাদের দাবি। যে অনুষ্ঠানের প্রধান অতিথি তথা কার্শিয়াঙের মহকুমাশাসক রঞ্জন ঝা তাঁর মুগ্ধ হওয়ার কথা প্রকাশ্যে জানিয়েও দেন। মহকুমাশাসকের কথায়, “সব মিলিয়ে আমি মুগ্ধ।” |
|
ছবি তুলেছেন বিশ্বরূপ বসাক। |
এই যাবতীয় আয়োজনের মূল কৃতিত্ব যাঁর, সেই ৭৪ বছর বয়সী অলকা দে ছাত্রীদের ধৈর্য ও মনের জোরের জন্য এত কম সময়ে অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। প্রথমেই চতুর্থ শ্রেণির ছাত্রী সুরভি ছেত্রীর ‘আরো আরো প্রভু আরো আরো’ গান শ্রোতাদের মোহিত করে দেয়। গান গেয়েছেন সোনালী প্রধান, সুতপা নিয়োগী। সেন্ট জোশেফ’স স্কুলের পড়ুয়ারা ‘বাল্মীকি প্রতিভা’ গীতি নাটক মঞ্চস্থ করে। নৃপেন্দ্র মেমোরিয়াল প্রাথমিক স্কুল, রামকৃষ্ণ গার্লস হাই স্কুল-সহ অন্যান্য স্কুলের পড়ুয়ারা নাচ, গান আবৃত্তিতে অংশ নেন। রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন সোনালি প্রধান, সুতপা নিয়োগীরা। অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন মুনমুন বন্দ্যোপাধ্যায়।
|
কল্পদীপ উৎসব |
‘ক্লাসিক্যাল ডান্স’ ও ‘মিউজিক’ নিয়ে ‘কল্পদীপ উৎসব’ হল জলপাইগুড়িতে। গত ২২ এপ্রিল জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে ওই অনুষ্ঠান হয়। শহরে নাচের শিক্ষা প্রতিষ্ঠান কল্পদীপের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা উদ্বোধনী নাচ পরিবেশন করেন। ওডিসি নাচে তাঁরা অংশ নেন। ছিল কলকাতার শিল্পী অভিজিৎ ঘোষ ও পার্থপ্রতিম দাসের সরোদ তবলার যুগলবন্দি।
|
বারো’শ গীতাঞ্জলি |
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১ তম জন্মজয়ন্তী উপলক্ষে পথচলতি মানুষ ও দোকানদারদের গীতাঞ্জলি বিলিও করল আলিপুরদুয়ার রবীন্দ্র চর্চা কেন্দ্র। গত ২৫ শে বৈশাখ সকাল আটটায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এলাকায় কবির মূর্তিতে মালা দেন সংস্থার সভাপতি অর্ণব সেন ও সম্পাদক দিলীপ রায়। শুক্রবার ১১ এপ্রিল বিকেল চারটের সময় আলিপুরদুয়ার দুর্গাবাড়ি মোড় থেকে এক নম্বর আসাম গেটে পর্যন্ত ১২০০ গীতাঞ্জলি বিলি করেন তারা। |
|