|
|
|
|
ছিনতাই রুখবে পুলিশের ৫ দল |
নিজস্ব প্রতিবেদন |
হেলমেটে মুখ ঢেকে চলন্ত বাইক থেকে টাকা, মহিলাদের গলার হার ছিনতাইয়ের একটি চক্র সক্রিয় উঠেছে শিলিগুড়িতে। কখনও দিনের বেলা আবার কখনও সন্ধ্যার পরে ছিনতাই করে বাইক নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে তারা। শিলিগুড়ি, প্রধাননগর এবং মাটিগাড়া, ভক্তিনগর এলাকায় মূলত ওই ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। অবশ্য বেশ কয়েকটি ক্ষেত্রে ছিনতাইয়ের পর পুলিশি ঝামেলা এড়াতে অনেকে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাননি। ইতিমধ্যে পুলিশ একটি দলকে চিহ্নিত করেছে। তাদের ধরতে তল্লাশি শুরু করা হয়েছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “এরকম কোনও ঘটনা ঘটলে পুলিশের কাছে অভিযোগ জানালে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারি। দুষ্কৃতীদের চিহ্নিত করতে তল্লাশি চালানো হবে।” সিপিএমের শিলিগুড়ি জোনাল কমিটির সম্পাদক তথা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুকুল সেনগুপ্ত জানান, দিন দশেক আগে নিবেদিতা রোডের একটি মেডিক্যাল দোকানের সামনে থেকে এক মহিলার গলার হার ছিনতাই করে নিয়ে যায় দুই বাইক দুষ্কৃতী। মহিলার চিৎকরারের আগেই দ্রুত গতিতে বাইক নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তিনি বলেন, “এমএ সাহা রোডের বাসিন্দা গৌতম দাশগুপ্তের স্ত্রী ওই মহিলা। আমি সে সময় সেখানে ছিলাম। তাঁকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দিই।” মাসখানেক আগে শিবমন্দির এলাকার একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের শাখা থেকে টাকা তুলে বাড়িতে যাচ্ছিলেন এক ব্যক্তি। পেছন দিক থেকে বাইক নিয়ে গিয়ে তার হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। পুলিশ সন্দেহ করছে, ফুলবাড়ির ইরানিবস্তির একটি দল ওই ঘটনাগুলির সঙ্গে যুক্ত রয়েছে। পুলিশের এক কর্তা বলেন, “টাকা ব্যাগে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকেও সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে এধরণের ঘটনা অনেকটাই এড়ানো যাবে।” বাইক আরোহী ছিনতাইবাজদের ধরতে বিশেষ দল গঠন করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। সাদা পোশাকের ওই পুলিশ কর্মীরা মোটরবাইকের পাশাপাশি হেঁটেও বিভিন্ন এলাকায় নজরদারি করবেন। পুলিশ সূত্রের খবর, গত এক মাসে আলিপুরদুয়ারের বটতলা, বাটামোড়, শোভাগঞ্জ, সারদামণিরোডে ছয়টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ছাড়াও এক শিক্ষিকার গলার হার ছিনতাইয়ের চেষ্টাও হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই বাইকে করে গিয়ে দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়েছে। যুব কংগ্রেসের সংগঠনের লোকসভা কমিটির সভাপতি অনুপ দাস বলেন, “একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশকে আরও সক্রিয় হতে হবে। দ্রুত পুলিশ দুষ্কৃতীদের না ধরতে পারলে আমরা আন্দোলনে নামব।” আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “শহরে বাইক করে ছিনতাই করার দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে। দলগুলিকে ধরতে একটি দল গঠন করা হয়েছে। এ ছাড়া নিয়মিত শহরের বিভিন্ন এলাকায় বাইক তল্লাশি করা হচ্ছে।” আইসি স্বপন ঘোষ জানান, ছিনতাইবাজদের ধরতে পুলিশের পাঁচটি দল গঠন করা হয়েছে। |
|
|
|
|
|