রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগে সিআইডি-কে তদন্তের দায়িত্ব দিয়েছিল উচ্চশিক্ষা দফতর। কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত শুক্রবার সিআইডি তদন্তের সরকারি নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়েছেন। মামলা চলবে।
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রধান অভিযোগ, দরপত্র ছাড়াই ওই প্রতিষ্ঠানের ভবন তৈরির বরাত দেওয়া হয়েছে সরকারি
সংস্থা ম্যাকিনটশ বার্নকে। এ ছাড়া আরও কিছু দুর্নীতিমূলক কাজের অভিযোগ এনে উচ্চশিক্ষা দফতর সিআইডি-কে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেয়। ৯ মে উচ্চশিক্ষা দফতর থেকে এই নির্দেশনামা জারি হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী অরুণাভ ঘোষ ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতে বলেন, ম্যাকিনটশ বার্ন সরকারি সংস্থা। সেই সংস্থাকে কাজ দেওয়া সরকারেরই দায়িত্ব। কিন্তু বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ ওই সংস্থাকে কাজের বরাত দিয়ে উচ্চশিক্ষা দফতরের বিরাগভাজন হয়েছে।
বিচারপতি দীপঙ্কর দত্ত জানতে চান, ম্যাকিনটশ বার্নকে বরাত দেওয়ায় অপরাধ কোথায়? ওই সংস্থাকে সরকারই তো পাঁচ শতাংশ বেশি দরে এবং বিনা দরপত্রে কাজের বরাত দিতে পারে।
অরুণাভবাবু বলেন, অন্য ঠিকাদার সংস্থাকে দরপত্র দাখিলের সুযোগ দেওয়া হয়নি বলে উচ্চশিক্ষা দফতরের অভিযোগ। আর বিকাশবাবুর বক্তব্য, যে-সব দুর্নীতিমূলক কাজের কথা বলা হচ্ছে, সেগুলো ২০০৬ সালের বিষয়। বর্তমান উপাচার্য তখন ওই পদে আসেননি। তিনি ২০০৮ সালে উপাচার্য হিসেবে কাজে যোগ দেন। বিচারপতি স্থগিতাদেশ দিয়ে বলেন, সরকার সব সময়েই তদন্ত করতে পারে। কিন্তু সিআইডি-কে দিয়ে তদন্ত করাতে পারে না। যদি তা করাতেই হয়, তা হলে আগে এফআইআর দায়ের করতে হবে। |