টুকরো খবর |
প্রতারণার অভিযোগে বাসন্তীতে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
এক বছরে জমা টাকার পাঁচগুণ ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে বেশ কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বড়িয়া থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ভাগ্যধর মণ্ডল। বাড়ি বাসন্তীর ১২ নম্বর তীতকুমার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরে ভাগ্যধর সোনারপুর, ক্যানিং-সহ কয়েকটি এলাকায় অফিস খুলে এই ব্যবসা শুরু করে। স্থানীয় বেকার যুবক-যুবতীদের মাসিক বেতনের চুক্তিতে সে এজেন্ট হিসাবে নিয়োগ করেছিল। এক বছরে জমা টাকার পাঁচগুণ ফেরত দেওয়া হবে বলে সে প্রায় ১২ লক্ষ টাকা তুলেছিল বলে অভিযোগ। বড়িয়ার বাসিন্দা শেফালি নস্কর বলেন, “মাসিক সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে ওই সংস্থায় এজেন্ট হিসাবে যোগ দিয়েছিলাম। কিন্তু কয়েক মাস কাজ করার পরে সংস্থার কাজকর্মে আমাদের সন্দেহ হয়। আমরাও বহু দিন ঠিকমতো বেতন পাচ্ছিলাম না।” তিনি আরও জানান, কয়েকজন গ্রাহক এসে তাঁদের কাছে অভিযোগ করেন তাঁরা ঠিকমতো টাকা পাচ্ছেন না। এ ব্যাপারে খোঁজ নিতে অফিসে গেলে ভাগ্যধরবাবুকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার তাঁকে ফের বাসন্তী এলাকায় দেখে সঙ্গে সঙ্গে তাঁরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে ভাগ্যধরকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
দেগঙ্গায় বাস চাপা পড়ে মৃত্যু ছাত্রীর, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাস চাপা পড়ে বৃহস্পতিবার সকালে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রীর। পুলিশ জানায়, মৃতার নাম সাহানা খাতুন (১০)। বাড়ি দেগঙ্গার মল্লিকপুর গ্রামে। বেহাল হাড়োয়া বেড়াচাঁপা রাস্তায় গর্তে চাকা পড়ে সাইকেল থেকে ছিটকে গিয়ে বাসের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই ছাত্রীর। ঘটনার পর মৃতদেহ আটকে রেখে রাস্তা মেরামত ও বাস-চালককে গ্রেফতারের দাবিতে প্রায় ২ ঘন্টা ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। মৃতদেহটি বসিরহাট মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার বেড়াচাঁপা থেকে হাড়োয়া পর্যন্ত রাস্তায় মাঝে মাঝেই পিচ-পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের আকার নিয়েছে। তার ফলে এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ দিন সকাল ৬টা নাগাদ হাড়োয়া বাজারে তালশাঁস বিক্রি করার জন্য দাদা শেখ আখের আলির সঙ্গে সাইকেলে বাজারে যাচ্ছিল সাহানা। সাইকেলের পিছনে মা আমেনা বিবি বসেছিলেন। আটঘর গ্রামের কাছে গর্তে পড়ে সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আখের। তিন জনেই ছিটকে পড়েন রাস্তার উপরে। আখের ও আমেনা বিবি দ্রুত উঠে পড়লেও, সাহানা উঠতে পারেনি। ওই সময়ে পিছন থেকে দ্রুতগতিতে একটি বাস এসে সাহানাকে চাপা দেয়।
|
প্রতিশ্রুতি ও বিজ্ঞাপন সর্বস্ব সরকার, কটাক্ষ নকশালদের |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
দলের নবম জেলা সম্মেলনে শুক্রবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে তৃণমূল এবং সিপিএমের সমলোচনায় মুখর হলেন সিপিআই (এম-এল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ। তিনদিনের সম্মেলনের প্রথম দিন তৃণমূলের প্রতি আত্রমণাত্মক ছিলেন পাথর্বাবু। তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে বলেন, “সিঙ্গুরের মানূুষ বলছে ‘দিদি আর আমাদের দেখতে আসে না। কোনও কথা রাখেননি। আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলন। উনি এখন বছরপূর্তির ঝকমকে অনুষ্ঠান করতে ব্যস্ত’।” পার্থবাবু আরও বলেন, “এই সরকার প্রতিশ্রুতি এবং বিজ্ঞাপন সর্বস্ব সরকার।” এ দিন সিপিএমকেও এক হাত নেন পার্থবাবু। রাজ্যের প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেবের সমালোচনা করে তিনি বলেন, “রাজারহাটে হিডকো নামে একটি দুর্নীতির কেন্দ্র করেছিলেন।যার কাজ ছিল মাটি কাট আর টাকা লোটো। বলেছিলেন রাজ্যের যেখানেই দাঁড়াবেন সেখানেই জিতবেন। তাই তো বসিরহাট ছেড়ে দমদমে গিয়ে প্রায় জামানত জব্দ হতে চলেছিল।” জমি-জীবিকা এবং গণতন্ত্রের উপরে হমলা প্রতিহত করার জন্য এ দিন দলীয় কর্মীদের আহ্বান জানান তিনি।
|
বিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তী |
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি |
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির জটানগেন্দ্রপুর হাইস্কুলে দু’দিন ব্যাপী রবীন্দ্রজয়ন্তী পালিত হল। গত বুধবার রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্য দান করে অনুষ্ঠানের সূচনা করেন চিত্রাভিনেত্রী ও বিধায়ক দেবশ্রী রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কংসমোহন কয়াল, শিক্ষা কর্মাধ্যক্ষ উদয় মণ্ডল প্রমুখ। ওই দিন বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ-গান, আবৃত্তি, নাটক পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দুঃস্থ ছাত্রছাত্রীদের স্কুলের তরফে বই বিতরণ করা হয়।
|
দুষ্কৃতী গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভিন্ রাজ্যের এক দুষ্কৃতী ধরা পড়ল। শুক্রবার, সোদপুর থেকে। ধৃতের নাম রঞ্জিত সিংহ। বাড়ি ঝাড়খণ্ডে। পুলিশ জানায়, ধৃতের কাছে ৩টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি মিলেছে। একাধিক খুন, ডাকাতি ও অপহরণের ঘটনায় অভিযুক্ত রঞ্জিত ঝাড়খণ্ড থেকে পালিয়ে এখানে এসে গা-ঢাকা দিয়েছিল বলে জেনেছে পুলিশ।
|
জলকর নিয়ে বিক্ষোভ |
জলকর প্রত্যাহার-সহ বিভিন্ন দাবিতে কামারহাটি পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার পুরসভার বিরোধী দলনেতা, তৃণমূলের স্বপন মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ হয়। স্বপনবাবু বলেন, “জলের বিষয়টি ছাড়াও ১৯৯৫ সালে বেআইনি ভাবে কর্মী নিয়োগ ও ১৯৮টি শূন্যপদে কর্মী নিয়োগের ব্যাপারে ব্যবস্থা নিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছি।” পুর চেয়ারম্যান সিপিএমের তমাল দে বলেন, “গরিবদের থেকে জলকর নেওয়া হয় না। সরকারি নিয়ম মেনেই জলকর বসানো হয়। তা তুলে দেওয়া সম্ভব নয়। কর্মী-সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।” |
|