অস্বাভাবিক মৃত্যু হয়েছে দীপালি বাগদি (১০) নামে এক বালিকার। বাড়ি খড়গ্রামের রায়পুর গ্রামে। বৃহস্পতিবার রাতে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে দীপালি। তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে সে। অন্য দিকে, খড়গ্রামের হরিপুর গ্রামের বাসিন্দা তপন পাল (৬৩) নামে এক ব্যবসায়ীরও অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
|
পুকুর থেকে এক কিশোরীর দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রঘুনাথগঞ্জের পঞ্চবটী গ্রামের একটি পুকুর থেকে ঝুমা হালদার (১৭) নামে ওই কিশোরীর দেহটি উদ্ধার হয়েছে। তার বাড়ির লোকেরা জানান, বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিল সে। পুলিশ মৃতদেহের ময়না-তদন্তের পরে জানায়, জলে ডুবে মারা গিয়েছে ঝুমা।
|
মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে অর্চনা দাস (৩২) নামে এক মহিলার। শুক্রবার দুপুরে সাগরদিঘির মনিগ্রামের রঘুনাথগঞ্জ-সাগরদিঘি বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। অর্চনাদেবীর বাড়ি রামনগর গ্রামে। পুলিশ চালককে গ্রেফতার করেছে। অন্য দিকে, রাস্তা পার হওয়ার সময়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে গাজলু শেখ (৭) নামে এক বালকের। শুক্রবার সামশেরগঞ্জের সুলিতলা গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
|
ট্রাক্টর উল্টে মারা গিয়েছেন আসাদুল মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তি। শুক্রবার দুপুরে নদিয়ার ধানতলার আড়ংঘাটায় চূর্ণি সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। আহত হন তিন জন। তাদের প্রথমে শবদলপুর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে এক জনকে রানাঘাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, ট্রাক্টরটি আনন্দনগর থেকে আড়ংঘাটা যাওয়ার সময়ে ওই দুর্ঘটনা ঘটে। তদন্ত শুরু হয়েছে।
|
অবৈধ মদের ঠেকে হানা দিয়ে দু’জনকে গ্রেফতার করেছে আরপিএফ। বৃহস্পতিবার রাতে নদিয়ার চাকদহের মদনপুর রেল স্টেশনের কাছের দু’টি দোকানে হানা দিয়ে থেকে পরেশ সাধুখাঁ ও বাপি সরকার নামে ওই দু’জনকে ধরা হয়েছে। ৭০০টি দেশি মদের বোতল ও ৩০০টি বিদেশি মদের বোতলও আটক করেছে পুলিশ।
|
শুক্রবার সন্ধ্যায় বহরমপুরের গোপালঘাটে ভাগীরথীতে ঠাকুর ভাসান দিতে গিয়ে তলিয়ে গেলেন তপন আঢ্য (৫৮)। বাড়ি বহরমপুরের খাগড়ায়। ইনি সম্পর্কে বহরমপুর পুরপ্রধান নীলরতন আঢ্যের দাদা। বহরমপুরের আইসি মোহায়মেনুল হক বলেন, “তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও খোঁজ মেলেনি।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মোজাম্মেল শেখ (৪৮) নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার বিকেলে জলঙ্গির সুধীর সাহা মোড়ের ঘটনা। তাঁর বাড়ি ওই এলাকায়।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে অশোক মাঝি (৩২) নামে এক ব্যক্তির। বাড়ি রঘুনাথগঞ্জে। |