টুকরো খবর
গণপিটুনিতে মৃত্যু, অশান্তি তমলুকে
গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে অশান্ত হল তমলুকের চনসরপুর এলাকা। শুক্রবার সকালে স্থানীয় হরিদাসপুর বাজারে চোর সন্দেহে দুই ভিখারিকে বেধড়ক মারধর করে রাস্তার ধারে ফেলে রাখে জনতা। পরে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আহত এক জনের মৃত্যু হয়। তাঁর বাড়ি নন্দকুমারের ঠেকুয়া বাজারে। জখম অন্য জন তাঁর শ্বশুর। গণপিটুনিতে জড়িতদের শাস্তির দাবিতে অনেকে তমলুক-পাঁশকুড়া সড়ক অবরোধ করে। পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেহ উদ্ধার করলেও আধ কিলোমিটার দূরে চনসরপুরে ফের অবরোধ শুরু হয়। পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে জনতা। পুলিশের গাড়িতে ভাঙচুর হয়। জখম হন ৭ পুলিশকর্মী। লাঠি চালিয়ে, কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভোট-প্রচারে তরজা কংগ্রেস ও তৃণমূলে
হলদিয়ায় প্রদীপ ভট্টাচার্য। নিজস্ব চিত্র।
এক সময়ে লক্ষ্মণ শেঠ ভাবতেন হলদিয়া তাঁর ব্যক্তিগত সম্পত্তি। এখন আবার কেউ একই রকম ভাবেন। কিন্তু হলদিয়ার মানুষ কারও কাছেই বিক্রি হননি। এ ভাবেই শরিক তৃণমূল নেতৃত্বকে বিঁধে আসন্ন পুরভোটে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। শুক্রবার হলদিয়ার দুর্গাচকের কলোনি বাজারে দলের ১৭ জন প্রার্থীকে নিয়ে প্রচারসভা করেন প্রদীপবাবু। তাঁর কটাক্ষ, “আমাদের শরিকদলকে একটা অহঙ্কারের ছায়া ঢেকে দিয়েছে। কেন্দ্র-রাজ্যে জোটসঙ্গী হয়েও হলদিয়া পুরসভায় আমাদের মাত্র ২টি আসন দিতে চেয়েছিল তৃণমূল। যা মানা সম্ভব ছিল না, হয়ওনি। আলাদা প্রার্থী দিতে গেলেও বাধা দেওয়া হয়েছে। যা এক সময়ে সিপিএম করত।” এ দিনই হলদিয়ার এক্সাইড মোড়ে সভা করে দলের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীও। হলদিয়াকে বিরোধী-শূন্য করার ডাক দেন তিনি। সাংবাদিকদের কাছে প্রদীপবাবুর বক্তব্য শুনে তাঁর প্রতিক্রিয়া, “প্রদীপবাবুদের কিন্তু নন্দীগ্রাম কাণ্ডের সময় দেখা যায়নি। এখনও সিপিএমে সুবিধা করে দিতেই চাইছেন ওঁরা।”

সিপিএমের জাঠা কর্মসূচি
রাজ্যে ‘পরিবর্তনে’র বর্ষপূর্তিতে তৃণমূলের ‘সাফল্য-প্রচারে’র পাল্টা রাজ্য সরকারের ‘ব্যর্থতা’র ছবি তুলে ধরতে সিপিএমের বিভিন্ন গণ-সংগঠনের পক্ষ থেকে কাঁথি ও এগরা মহকুমা জুড়ে অঞ্চলভিত্তিক জাঠা মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রশান্ত পাত্রের বক্তব্য, “তৃণমূল-শাসনের এক বছরে রাজ্য জুড়ে রাজনৈতিক হানাহানি বেড়েছে। বিরোধীদের কাজে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন পুরসভার নির্বাচনে বিরোধী প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। নারী-নিগ্রহের ঘটনা বাড়ছে।” এ সবের প্রতিবাদেই সিপিএমের মহিলা ও ছাত্র-যুব এবং কৃষক সংগঠনের পক্ষ থেকে জাঠা-র কর্মসূচি নেওয়া হয়েছে। মে মাস জুড়ে প্রচার-কাজ চলবে। বৃহস্পতিবার কাঁথি-৩ ব্লকের কুসুমপুর অঞ্চলে সারা ভারত কৃষকসভার পক্ষ থেকে একটি জাঠা-মিছিল ও সভা আয়োজিত হয়। বক্তব্য রাখেন কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, সুধাংশু মাইতি প্রমুখ।

পিছোল কাউন্সেলিং
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিএড কলেজগুলিতে ভর্তির জন্য কাউন্সেলিং পিছিয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের বিএড সংক্রান্ত সিলেকশন কমিটির আহ্বায়ক সুনীল মল্লিক জানান, অনিবার্য কারণে আগামী ২২ মে-র পরিবর্তে কাউন্সেলিং শুরু হবে ৭ জুন থেকে। কাউন্সেলিংয়ের পরিবর্তিত তালিকা বিশ্ববিদ্যালয়ের বিএড সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

গরমের জেরে কোর্টে কর্মবিরতি
দুঃসহ গরমের কারণে কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন কাঁথি আদালতের আইনজীবীরা। আদালতের দেওয়ানি ও ফৌজদারি--দুই বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্র ও শনিবার আইনজীবীরা কর্মবিরতি পালন করবেন। রবিবার আবার সাপ্তাহিক ছুটি। ফলে সপ্তাহান্তে আদালতের কাজকর্ম অনিশ্চিত হয়ে দাঁড়াল। বার অ্যাসোসিয়েশনের দুই সদস্য সুব্রত দাস ও ইকবাল হোসেন জানান, শুধু আইনজীবীরা নন, কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন এলাকা থেকে এই দুঃসহ গরমে সাধারণ মানুষের পক্ষেও আদালতে হাজির হওয়া কষ্টকর হয়ে পড়েছে বলেই কর্মবিরতির এই সিদ্ধান্ত।

এগরায় বিধায়কের সাহায্য
বিধায়ক তহবিলের টাকায় হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম কেনা ও অ্যাম্বুল্যান্সের উদ্বোধন উপলক্ষে শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হল এগরা মহকুমা হাসপাতালে। উপস্থিত ছিলেন বিধায়ক সমরেশ দাস, এগরার উপ-পুরপ্রধান বীরেন নায়ক, হাসপাতালের সুপার প্রিয়তোষ জানা। হাসপাতাল সূত্রের খবর, বিধায়ক তহবিল থেকে মোট ৮ লক্ষ ৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল। এর মধ্যে ৫ লক্ষ ৯ হাজার টাকায় একটি অ্যাম্বুল্যান্স কেনা হয়েছে। বাকি টাকায় অক্সিজেন সিলিন্ডার-সহ নানা সরঞ্জাম কেনা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.