চিত্র সংবাদ |
|
‘বিবেক রথ’-এর উদ্বোধন করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী অলোকেশানন্দ। সম্প্রতি,
গড়িয়ার হিন্দুস্থান মোড়ে। স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শ প্রচারের উদ্দেশ্যে তৈরি এই চাকাবিহীন
রথ
নির্মাণ করেছেন সরকারি চারু ও কারু মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও হস্তশিল্পী নিরুপম রায়।
এই রথ
দেশের বিভিন্ন স্থানে পরিক্রমা করবে। শিল্পীর তৈরী সামগ্রী ছাড়াও এই রথ থেকে বই, ছবি,
সিডি বিক্রি করা
হবে। তার লভ্যাংশ দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্যে ও থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়ার
তহবিলে দান করা হবে।
রথটি গড়িয়া, যাদবপুর হয়ে ২৪ থেকে ২৬ মে গোলপার্ক রামকৃষ্ণ মিশন
ইনস্টিটিউটের ৪ নম্বর
গেটে প্রদর্শিত হবে। অনুষ্ঠানটির পরিচালনায় ‘আমি তোমাদের-ই’।
|
|
‘স্বপ্নসন্ধানী’-র ২০ বছর উপলক্ষে ‘কেন শেক্সপিয়র’ শীর্ষক এক আলোচনায় সব্যসাচী চক্রবর্তী,
উজ্জ্বল চট্টোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন ও সুজাতা সেন। সম্প্রতি ব্রিটিশ কাউন্সিলে।
|
|
কাঁকুড়গাছিতে গণবিবাহ। উদ্যোক্তা ছিলেন বিধায়ক পরেশ পাল। ছবি: সুমন বল্লভ
|
|
রবীন্দ্র নৃত্যনাট্য অবলম্বনে নৃত্যগীতি আলেখ্য। ‘সাহানা’-র
আয়োজনে সম্প্রতি কলামন্দিরে। ছবি: দেবাশিস রায়
|
|
বিজয়া চৌধুরীর রবীন্দ্রসঙ্গীতের সিডি-র প্রকাশ-অনুষ্ঠানে উৎপলকুমার বসু, শিল্পী, অমিত চৌধুরী
ও শিবাজি বন্দ্যোপাধ্যায়। ‘বিহান মিউজিক’-এর আয়োজনে সম্প্রতি উইভার্স স্টুডিওয়। ছবি: শুভাশিস ভট্টাচার্য
|
|
ফেলুদা এ বার ব্রেইল-এ। চলছে ছুঁয়ে ছুঁয়ে পড়া। ফেলুদা কিংবা বুরুন, পাগলা দাশু কিংবা চাঁদের পাহাড়ের শঙ্কর,
এদের সঙ্গে পরিচয় হবে দৃষ্টিহীনদেরও। সম্প্রতি ব্রেইল-এ প্রকাশিত হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুকুমার রায়,
সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখের লেখা বিভিন্ন বই। এই উদ্যোগ চেন্নাইয়ের একটি অসরকারি সংস্থা
‘থার্ড আই’-এর।
সংস্থার তরফে রাজ্যের ১৭টি স্কুলে বইগুলি বিনামূল্যে দেওয়া হবে, জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রকাশ-অনুষ্ঠানে ছিলেন ব্রিটিশ কনসাল জেনারেল ডিন থমসন, ‘ব্যোমকেশ’ আবীর চট্টোপাধ্যায় প্রমুখ।
|
|
যৌনকর্মীর সন্তানদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য
ফুটবল খেলার আয়োজন করেছিল ‘দুর্বার’। সম্প্রতি রবীন্দ্রকাননে। |
|