টুকরো খবর
দুর্ঘটনায় মৃত দম্পতি, রুদ্ধ জাতীয় সড়ক
পথ-দুর্ঘটনায় এক দম্পতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বেলদার বাখরাবাদে। উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। ফলে ব্যাহত হয় যান চলাচল। পুলিশি মধ্যস্থতায় শেষমেশ দুপুরে অবরোধ ওঠে। দুর্ঘটনাস্থলে আসতে দেরি হওয়ার অভিযোগে একটি অ্যাম্বুলেন্সেও ভাঙচুর চালান উত্তেজিত মানুষ। বেলদা থানার ওসি পলাশ মিত্র বলেন, “দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।” শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ বাখরাবাদে দুর্ঘটনাটি ঘটে। এই এলাকা হয়েই গিয়েছে ৬০ নম্বর জাতীয় সড়ক। সড়কের ডিভাইডারে তিল শুকোচ্ছিলেন সুকুমার পোদ্দার (৪৮) ও তাঁর স্ত্রী দীপালি (৪০)। এ দিন সকালে বেলদা থেকে খড়্গপুরের দিকে যাওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে ওই দম্পতিকে ধাক্কা মারে। তাঁদের মৃত্যুর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। সকাল ৯টা থেকে উত্তেজিত স্থানীয় মানুষজন ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শ্যামপুরায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি অ্যাম্বুলেন্স রাখা ছিল। দুর্ঘটনার খবর পেয়ে অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছয়। কিন্তু সেটিতে দেরিতে এসেছে অভিযোগে স্থানীয়রা অ্যাম্বুলেন্সটিও ভাঙচুর করে। রাস্তা সংস্কার, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ-সহ বেশ কিছু দাবিতে জাতীয় সড়ক অবরোধ করা হয়। দীর্ঘক্ষণ অবরোধ চলতে থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচলতি সাধারণ মানুষ। শেষমেশ পুলিশি মধ্যস্থতাতেই অবরোধ ওঠে। গাড়িটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক।

টেন্ডার-জটে পিছোল জলপ্রকল্প
পাইপলাইনে পানীয় জল সরবরাহ-প্রকল্পের কাজ থমকে গেল চন্দ্রকোনায়। টেন্ডার ফর্ম তুলেছিল তিনটি সংস্থা, দু’টি সংস্থা ফর্ম জমা দেয়। ন্যূনতম তিনটি ফর্ম জমা না-পড়ায় ফের টেন্ডার ডাকতে হবে পুরসভাকে। এরই মধ্যে চতুর্থ একটি সংস্থা টেন্ডার ফর্ম চেয়েও না পাওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। পুর-কর্তৃপক্ষ উচ্চ-আদালতে জানিয়ে দেন, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট (এমইডি) যে সব সংস্থাকে উপযুক্ত বলে জানিয়েছে, তাদেরই শুধু ফর্ম দেওয়া হয়েছিল। সংস্থাটির তরফে তাদেরই তৃতীয় সংস্থা বিবেচনা করে টেন্ডার-প্রক্রিয়া সম্পন্ন করে ফেলার আবেদন জানানো হলেও তা অবশ্য গ্রাহ্য হয়নি বলেই জানিয়েছেন পুরসভার আইনজীবী মানিক দাস। পুরপ্রধান রাম কুইল্যা বলেন, “উপযুক্ত সংখ্যায় আবেদন জমা না পড়ায় নতুন করে টেন্ডার ডাকা হবে।” ছোট ও মাঝারি আয়তনের শহরের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে পাইপলাইনে পানীয় জল সরবরাহের কাজ শুরু হওয়ার কথা চন্দ্রকোনায়।

শালবনিতে অস্ত্র
জঙ্গলমহল থেকে ফের অস্ত্রশস্ত্র উদ্ধার করল যৌথ বাহিনী। উদ্ধার হল মাইন, ডিটোনেটর, রাইফেল, বিস্ফোরক। নির্দিষ্ট-সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শালবনি থানার মথুরাপুরের জঙ্গল ও তার আশপাশ এলাকায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। সেই সময়েই মাটি খুঁড়ে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। পুলিশ সুপার সুনীল চৌধুরি বলেন, “নির্দিষ্ট সূত্রে খবর পেয়েই তল্লাশি চালানো হয়েছিল।” পুলিশ জানিয়েছে, এই সব অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক কী ভাবে এখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, তল্লাশির সময়ে একটি কন্টেনার উদ্ধার হয়। যেখানে প্রায় ৩৪ কেজি বিস্ফোরক ছিল। এ ছাড়াও ১টি ডিটোনেটর যুক্ত-চ্যালেঞ্জার মাইন, ডিটোনেটর ছাড়া ৪টি চ্যালেঞ্জার মাইন, পয়েন্ট ৩১৫ বোরের ২টি রাইফেল ও ৬টি কার্তুজ উদ্ধার করা হয়।

রবীন্দ্র সন্ধ্যা
রেলশহরের সাউথসাইডে সম্প্রতি আয়োজন করা হয়েছিল রবীন্দ্র-সন্ধ্যার। আয়োজক মহিলা সাংস্কৃতিক সংস্থা ‘স্পন্দন’। রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানে যোগ দেন শ্যামল বন্দ্যোপাধ্যায়, মনীষা বসু, শুভাশিস চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন নমিতা ঘোষ ও শিখা সিংহ রায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.