ওয়ার্ড ১৪ |
শোলাট, গেঁওডাব ও ভবানীপুরের কিছু এলাকা নিয়ে ১৪ নম্বর ওয়ার্ড।
এ বার মোট ভোটার ৪৮৬০। বুথ ৬টি। |
রাস্তা কেমন |
শোলাটের অধিকাংশ রাস্তা মোরামের। অন্যত্রও রাস্তা সংস্কার হয় না। |
জলের হাল |
টাইম কল নেই। টিউবওয়েল থাকলেও অধিকাংশ বেহাল। গরমে জলকষ্ট চরমে ওঠে। |
পথবাতি |
গেঁওডাব ও ভবানীপুরের কিছু এলাকায় পথবাতি বসেছে। বাকিটা অন্ধকারেই থাকে। |
নিকাশি |
কাঁচা নর্দমা। পরিষ্কার হয় না। নোংরা জল আর আবর্জনা জমে দুর্গন্ধ ছড়ায়। |
সাফাই |
সাফাইয়ের বালাই নেই। চারিদিকে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে। |
বিশেষ চাহিদা |
নিকাশি সমস্যার সমাধান ও পানীয় জলের সরবরাহ। |
|
১৪ নম্বর ওয়ার্ডে পানীয় জলের হাল। |
নাগরিকের চোখে
পুরসভা হলেও গ্রাম্য পরিবেশ। কোনও পরিষেবা মেলে না।- গোকুলচন্দ্র মল্লিক, অবসরপ্রাপ্ত শিক্ষক।
কাউন্সিলর বলেন
অর্থের অভাব ছিল। যতটা পেরেছি করেছি। সব সমস্যা মেটানো যায় না। -শেখ মজফ্ফর, সিপিএম।
বিরোধী মত
এত বছরেও কাজ করতে পারেননি কাউন্সিলর। দলের কথামতো চলেছেন। -সাধন জানা, তৃণমূল।
|
ওয়ার্ড ১৫ |
ডিঘাষিপুর, তালপুকুর, দাসপল্লি নিয়ে এই ওয়ার্ড। এ বার মোট ভোটার ৪৩৩৫।
বুথ ৫টি। মহিলা সংরক্ষিত আসন। |
রাস্তা কেমন |
অধিকাংশ রাস্তাই সদ্য ঢালাই হয়েছে। তবে, এখনও কাজ শেষ হয়নি। |
জলের হাল |
ভরসা টিউবওয়েল। মুন স্টার ক্লাবের বদলে দাসমোড়ে টিউবওয়েল বসা নিয়ে ক্ষোভ আছে। |
পথবাতি |
ওয়ার্ডে কোনও পথবাতি নেই। ভোট আসতেই বাতি বসানোর খুঁটি লাগানো হচ্ছে। |
নিকাশি |
কাঁচা নর্দমা। বেহাল নিকাশি। যত্রতত্র বাড়ি উঠে যাওয়ায় নিকাশি সমস্যা বাড়ছে। |
সাফাই |
মাসে একবার রাস্তা পরিষ্কার হয়। কাঁচা নর্দমায় জঞ্জাল জমে দুর্গন্ধ ছড়ায়। |
বিশেষ চাহিদা |
টাইমকল না হোক আরও বেশি করে টিউবওয়েল বসানো। |
নাগরিকের চোখে
ট্যাক্স দিই, কিন্তু পরিষেবা পাই না। পর্যাপ্ত পানীয় জল মেলা জরুরি। -পরেশ দাস, বেসরকারি কর্মী।
কাউন্সিলর বলেন
বিরোধী কাউন্সিলর হওয়ায় খুব সমস্যা। তা-ও যতটুকু পেরেছি, করেছি। -মুর্শিদা বিবি, তৃণমূল।
বিরোধী মত
এলাকার কোনও উন্নয়ন হয়নি। এত বছরেও পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা হল না। -রেজিমেন্নেসা, সিপিএম।
|
ওয়ার্ড ১৬ |
বারঘাষিপুর, চকদ্বীপা, মণিচক, আন্দুলিয়া নিয়ে এই ওয়ার্ড। এ বার মোট ভোটার
সংখ্যা ৪২৭৭। বুথ ৬টি। |
রাস্তা কেমন |
বেশ কিছু রাস্তা ঢালাই হয়েছে। তবে, মণিচক, আন্দুলিয়ার অধিকাংশ রাস্তাই মোরামের। |
জলের হাল |
টিউবওয়েলই একমাত্র ভরসা। গরমে তা প্রায়শই খারাপ হয়ে যাওয়ায় জলসঙ্কট চরমে ওঠে। |
পথবাতি |
বালুঘাটা-কুকড়াহাটি মূল রাস্তা ছাড়া এলাকার কোথাও পথবাতি নেই। |
নিকাশি |
এলাকায় নর্দমা নেই। পেট্রোকেমিক্যালের কাছে ঝিলের জলে দূষণ বড় সমস্যা। |
সাফাই |
মাসে খুব বেশি হলে চার বার সাফাই হয়। ঢালাই রাস্তার উপরেও জঞ্জাল পড়ে। |
বিশেষ চাহিদা |
পাকা রাস্তা তৈরি ও নিকাশি সমস্যার সমাধান। |
নাগরিকের চোখে
এত বছরেও তো সে ভাবে কোনও উন্নয়ন হল না এলাকায়। -অরুণচন্দ্র গুমত্যা, অবসরপ্রাপ্ত শিক্ষক।
কাউন্সিলর বলেন
এই ওয়ার্ডে যতটুকু কাজ হয়েছে, আমিই করেছি। রাস্তায় মোরাম ফেলেছি। -শঙ্করপ্রসাদ নায়েক, তৃণমূল।
বিরোধী মত
পূর্বতন বাম কাউন্সিলর যা করেছেন, তা-ই। নতুন কোনও কাজ হয়নি। -সুদীপ বসু, আরএসপি।
|
ওয়ার্ড ১৭ |
ব্রজবিনোদচক, বনবিষ্ণুপুর, বালুঘাটা, চকদ্বীপা পশ্চিম ও দক্ষিণ নিয়ে ১৭ নম্বর ওয়ার্ড।
এ বার ভোটার ২০০১, বুথ ৩টি। |
রাস্তা কেমন |
বনবিষ্ণুপুর ও ব্রজবিনোদচকের কিছু রাস্তা পাকা। অন্যত্র মোরামের রাস্তা। |
জলের হাল |
বনবিষ্ণুপুরে টাইমকলের ব্যবস্থা রয়েছে। তবে, জল সরবরাহ পর্যাপ্ত নয়। অন্যত্র টিউবওয়েলই ভরসা। |
পথবাতি |
বালুঘাটার মূল রাস্তায় পথবাতি রয়েছে। বাকি অন্ধকারে। ব্রজবিনোদচকের কিছু অংশে বিদ্যুদয়নই হয়নি। |
নিকাশি |
খাল দিয়ে জল বেরিয়ে যায় শেষমেশ। তবে, কাঁচা নর্দমায় নিকাশির সমস্যা হয়। |
সাফাই |
জঞ্জাল-গাড়ি আসে খুবই কম। নর্দমা পরিষ্কারের বালাই নেই। |
বিশেষ চাহিদা |
পথবাতির ব্যবস্থা করা ও কাঁচা রাস্তা পাকা করা। |
নাগরিকের চোখে
জলের চাহিদা মেটেনি। রাস্তাঘাটের কিছু কাজ হয়েছে। আরও উন্নতি দরকার। -ঊষারানি ঘড়া, বধূ।
কাউন্সিলর বলেন
যথেষ্ট কাজ করেছি। মানুষের এখনও সে ভাবে চাহিদা বাকি আছে বলে জানি না। -অতুল বড়াই, সিপিএম।
বিরোধী মত
পার্টির লোকদের ছাড়া এগোতে পারেন না কাউন্সিলর। স্বাস্থ্যকেন্দ্র চালু হয়নি। -বিল্বপদ ভৌমিক, তৃণমূল।
|