পুরভোটে নজরবন্দি হলদিয়া
ওয়ার্ড ১৪
শোলাট, গেঁওডাব ও ভবানীপুরের কিছু এলাকা নিয়ে ১৪ নম্বর ওয়ার্ড।
এ বার মোট ভোটার ৪৮৬০। বুথ ৬টি।
শোলাটের অধিকাংশ রাস্তা মোরামের। অন্যত্রও রাস্তা সংস্কার হয় না।
টাইম কল নেই। টিউবওয়েল থাকলেও অধিকাংশ বেহাল। গরমে জলকষ্ট চরমে ওঠে।
গেঁওডাব ও ভবানীপুরের কিছু এলাকায় পথবাতি বসেছে। বাকিটা অন্ধকারেই থাকে।
কাঁচা নর্দমা। পরিষ্কার হয় না। নোংরা জল আর আবর্জনা জমে দুর্গন্ধ ছড়ায়।
সাফাইয়ের বালাই নেই। চারিদিকে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে।
নিকাশি সমস্যার সমাধান ও পানীয় জলের সরবরাহ।

১৪ নম্বর ওয়ার্ডে পানীয় জলের হাল।
নাগরিকের চোখে
পুরসভা হলেও গ্রাম্য পরিবেশ। কোনও পরিষেবা মেলে না।- গোকুলচন্দ্র মল্লিক,

কাউন্সিলর বলেন
অর্থের অভাব ছিল। যতটা পেরেছি করেছি। সব সমস্যা মেটানো যায় না। -শেখ মজফ্ফর,

বিরোধী মত
এত বছরেও কাজ করতে পারেননি কাউন্সিলর। দলের কথামতো চলেছেন। -সাধন জানা,

ওয়ার্ড ১৫
ডিঘাষিপুর, তালপুকুর, দাসপল্লি নিয়ে এই ওয়ার্ড। এ বার মোট ভোটার ৪৩৩৫।
বুথ ৫টি। মহিলা সংরক্ষিত আসন।
অধিকাংশ রাস্তাই সদ্য ঢালাই হয়েছে। তবে, এখনও কাজ শেষ হয়নি।
ভরসা টিউবওয়েল। মুন স্টার ক্লাবের বদলে দাসমোড়ে টিউবওয়েল বসা নিয়ে ক্ষোভ আছে।
ওয়ার্ডে কোনও পথবাতি নেই। ভোট আসতেই বাতি বসানোর খুঁটি লাগানো হচ্ছে।
কাঁচা নর্দমা। বেহাল নিকাশি। যত্রতত্র বাড়ি উঠে যাওয়ায় নিকাশি সমস্যা বাড়ছে।
মাসে একবার রাস্তা পরিষ্কার হয়। কাঁচা নর্দমায় জঞ্জাল জমে দুর্গন্ধ ছড়ায়।
টাইমকল না হোক আরও বেশি করে টিউবওয়েল বসানো।
নাগরিকের চোখে
ট্যাক্স দিই, কিন্তু পরিষেবা পাই না। পর্যাপ্ত পানীয় জল মেলা জরুরি।
-পরেশ দাস,

কাউন্সিলর বলেন
বিরোধী কাউন্সিলর হওয়ায় খুব সমস্যা। তা-ও যতটুকু পেরেছি, করেছি।
-মুর্শিদা বিবি,

বিরোধী মত
এলাকার কোনও উন্নয়ন হয়নি। এত বছরেও পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা হল না।
-রেজিমেন্নেসা,

ওয়ার্ড ১৬
বারঘাষিপুর, চকদ্বীপা, মণিচক, আন্দুলিয়া নিয়ে এই ওয়ার্ড। এ বার মোট ভোটার সংখ্যা ৪২৭৭। বুথ ৬টি।
বেশ কিছু রাস্তা ঢালাই হয়েছে। তবে, মণিচক, আন্দুলিয়ার অধিকাংশ রাস্তাই মোরামের।
টিউবওয়েলই একমাত্র ভরসা। গরমে তা প্রায়শই খারাপ হয়ে যাওয়ায় জলসঙ্কট চরমে ওঠে।
বালুঘাটা-কুকড়াহাটি মূল রাস্তা ছাড়া এলাকার কোথাও পথবাতি নেই।
এলাকায় নর্দমা নেই। পেট্রোকেমিক্যালের কাছে ঝিলের জলে দূষণ বড় সমস্যা।
মাসে খুব বেশি হলে চার বার সাফাই হয়। ঢালাই রাস্তার উপরেও জঞ্জাল পড়ে।
পাকা রাস্তা তৈরি ও নিকাশি সমস্যার সমাধান।
নাগরিকের চোখে
এত বছরেও তো সে ভাবে কোনও উন্নয়ন হল না এলাকায়।
-অরুণচন্দ্র গুমত্যা,

কাউন্সিলর বলেন
এই ওয়ার্ডে যতটুকু কাজ হয়েছে, আমিই করেছি। রাস্তায় মোরাম ফেলেছি।
-শঙ্করপ্রসাদ নায়েক,

বিরোধী মত
পূর্বতন বাম কাউন্সিলর যা করেছেন, তা-ই। নতুন কোনও কাজ হয়নি।
-সুদীপ বসু,

ওয়ার্ড ১৭
ব্রজবিনোদচক, বনবিষ্ণুপুর, বালুঘাটা, চকদ্বীপা পশ্চিম ও দক্ষিণ নিয়ে ১৭ নম্বর ওয়ার্ড।
এ বার ভোটার ২০০১, বুথ ৩টি।
বনবিষ্ণুপুর ও ব্রজবিনোদচকের কিছু রাস্তা পাকা। অন্যত্র মোরামের রাস্তা।
বনবিষ্ণুপুরে টাইমকলের ব্যবস্থা রয়েছে। তবে, জল সরবরাহ পর্যাপ্ত নয়। অন্যত্র টিউবওয়েলই ভরসা।
বালুঘাটার মূল রাস্তায় পথবাতি রয়েছে। বাকি অন্ধকারে। ব্রজবিনোদচকের কিছু অংশে বিদ্যুদয়নই হয়নি।
খাল দিয়ে জল বেরিয়ে যায় শেষমেশ। তবে, কাঁচা নর্দমায় নিকাশির সমস্যা হয়।
জঞ্জাল-গাড়ি আসে খুবই কম। নর্দমা পরিষ্কারের বালাই নেই।
পথবাতির ব্যবস্থা করা ও কাঁচা রাস্তা পাকা করা।
নাগরিকের চোখে
জলের চাহিদা মেটেনি। রাস্তাঘাটের কিছু কাজ হয়েছে। আরও উন্নতি দরকার।
-ঊষারানি ঘড়া,

কাউন্সিলর বলেন
যথেষ্ট কাজ করেছি। মানুষের এখনও সে ভাবে চাহিদা বাকি আছে বলে জানি না।
-অতুল বড়াই,

বিরোধী মত
পার্টির লোকদের ছাড়া এগোতে পারেন না কাউন্সিলর। স্বাস্থ্যকেন্দ্র চালু হয়নি।
-বিল্বপদ ভৌমিক,


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.