|
|
|
|
বিধায়ক ‘কেনাবেচা’, ৩৬ জায়গায় সিবিআই হানা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডে বাতিল হওয়া রাজ্যসভার ভোটে বিধায়ক ‘কেনাবেচা’-র অভিযোগের তদন্তে সিবিআই আজ ভোর থেকে একযোগে ৩৬টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। এর মধ্যে, এক বিজেপি বিধায়কের বাড়ি থেকে ১৪ লক্ষ টাকা সিবিআই
আটক করেছে। দলীয় বিধায়কের বাড়ি থেকে সিবিআইয়ের ১৪ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় বিড়ম্বনায় পড়েছে রাজ্য বিজেপি।
দলের রাজ্য সভাপতি দীনেশানন্দ গোস্বামী বলেন, “ঘটনাটি আমার কানেও এসেছে। তবে ওই টাকার উৎস কী, সত্য-মিথ্যা না-জেনে এই বিষয়ে কোনও মন্তব্য করব না।”
আজ সকাল থেকে রাজ্যের এক মন্ত্রী-সহ মোট ১৫ জন বিধায়কের বাড়িতে সিবিআই হানা চলে। আজ ভোরে ঘড়ি ধরে একই সঙ্গে ৩৬ টি জায়গায় শুরু হয়
সিবিআই অভিযান। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সঙ্গে ভোট কেনাবেচার তদন্তে এ দিন সিবিআইয়ের অভিযান চলেছে কলকাতায়-ও।
কলকাতা ছাড়া রাঁচি, জামশেদপুর, মানগো, চাতরা, গোড্ডা, হাজারিবাগ, রামগড়, গিরিডি, বোকারো-সহ ঝাড়খণ্ডের ৩৫টি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারী সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রের খবর, কয়েক জনের ল্যাপটপ এবং মোবাইল আটক করা হয়েছে। বেশ কিছু তথ্যও মিলেছে বলে তদন্তকারীদের দাবি।
ভোট কেনাবেচায় টাকা লেনদেনের অভিযোগের তদন্তে এ দিন সিবিআইয়ের সন্দেহের তালিকায় উঠে এসেছে রাজ্যের শাসক এবং বিরোধী উভয় পক্ষই। যে ১৫ জন বিধায়কের বাড়িতে-অফিসে আজ সিবিআই হানা চলে তার মধ্যে রয়েছেন রাজ্যের শাসক জোটের ৯ জন বিধায়ক (বিজেপি-২, জেএমএম-২, আজসু-৪ এবং জেডইউ-১)। বিরোধী পক্ষের ৬ জন (কংগ্রেস-৩ এবং আরজেডি-৩) বিধায়কের ডেরায় তল্লাশি চালানো হয়। এই মুহূর্তে রাজ্যের দ্বিতীয় শক্তিশালী বিরোধী দল হিসেবে স্বীকৃত বাবুলাল মরান্ডির ঝাড়খণ্ড বিকাশ মোর্চা অবশ্য এখনও সিবিআই জালের বাইরে। |
|
|
|
|
|