টুকরো খবর |
আইসিএসই, আইএসসি-র ফল আজ |
এ বছরের আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল আজ, শনিবার প্রকাশিত হচ্ছে। ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে: http://www.cisce.indiaresults.com, http://www.cisce.ndtv.com, http://www.cisce.examresults.net, http: //www.cisce.myschool.in.co, http://www.cisce.topperlearning.com, http://www.cisce.timesofindia.com, http://www.cisce.navbharattimes.com। এসএমএস-এ ফল জানার জন্য আইসিএসই এবং আইএসসি-র পরে ইনডেক্স নম্বর (মাঝের / চিহ্নটি ছাড়া) লিখে মেসেজ করতে হবে ৫১৮১৮, ৫৬২৬৩, ৫৮৮৮৮, ৫৬৭৬৭৫০, ৫৬৩৮৮ এবং ৫৪২৪২ নম্বরে।
|
আরপিএফকে বাড়তি দায়িত্ব |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
শুধু যাত্রী নিরাপত্তাই নয়। এখন থেকে যে কোনও অভিযোগ তদন্ত করে দেখার অধিকার পেল রেল পুলিশ। রেলের নিয়ম অনুযায়ী এতদিন পর্যন্ত রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-র হাতে তদন্ত ক্ষমতা ছিল না। তারা মূলত চলন্ত ট্রেনে আইন-শৃঙ্খলার বিষয়টি দেখতেন। কিন্তু আজ বর্তমান ‘রেল সম্পত্তি (বেআইনি দখল), ১৯৬৬’ আইনটিতে সংশোধনী পাশ করানো হয়। ফলে রেল পুলিশের হাতে তদন্তের ক্ষমতা চলে এল বলে জানিয়েছে রেলমন্ত্রক। মন্ত্রকের এক কর্তার ব্যাখ্যা, এত দিন তদন্তের অধিকার ছিল জেনারেল রেল পুলিশ (জিআরপি)-এর হাতে। মন্ত্রকের দাবি, আজকের এই সিদ্ধান্তের ফলে তদন্তের কাজে উভয়ের সমন্বয় বৃদ্ধি পাবে। যদিও বিলটি নিয়ে আলোচনায় কিছু সাংসদ জানিয়েছেন, এর ফলে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ আরও বাড়বে। সেই দাবি উড়িয়ে দিয়ে রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী কে এইচ মুনিয়াপ্পা লোকসভায় দাবি করেন, শুধু তদন্তই নয় এই সংশোধনী অনুযায়ী রেলের যে সম্পত্তিগুলি জবরদখল হয়ে গিয়েছে সেগুলি রেল পুলিশের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে সব ধরনের উচ্ছেদের বিরুদ্ধে, তাতে জবরদখল হয়ে যাওয়া রেলের সম্পত্তি আদৌ উদ্ধার করা সম্ভব কী না তা সন্দিহান রেল কর্তারাই।
|
শিশু ফেরানোর প্রতিদান দাবি স্পেকট্রামে |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টেলিনরের পক্ষে সওয়াল করতে গিয়ে এ বার দুই অনাবাসী ভারতীয় শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কূটনৈতিক সৌজন্যকেও টেনে আনল নরওয়ে। সরাসরি ওই উদ্যোগের পাল্টা প্রতিদান না-চাইলেও, টেলিনরের সমস্যা বিবেচনার ক্ষেত্রে অন্তত ঘটনাটি মাথায় রাখতে কেন্দ্রের কাছে আর্জি জানাল তারা। একই সঙ্গে দাবি জানাল, ফিরিয়ে নেওয়া স্পেকট্রামের নিলাম শুধুমাত্র নতুন টেলি-পরিষেবা সংস্থাগুলির মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য। টেলিনরের স্পেকট্রাম খোয়ানোর জেরে ভারত ও নরওয়ের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি পর্যন্ত হতে পারে বলে সম্প্রতি দিল্লি সফরে এসে আশঙ্কা প্রকাশ করেছিলেন নরওয়ের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ট্রন্ড গিস্কে। তার পর এ বার অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে লেখা চিঠিতে এই আর্জি জানান তিনি। গিস্কের দাবি, সমস্যা মেটাতে ভারতের উচিত ভোডাফোন, এয়ারটেলের মতো সংস্থাগুলিকে নিলামের বাইরে রাখা। যাতে তাদের সঙ্গে প্রতিযোগিতায় সুবিধা হয় টেলিনরের মতো নতুন সংস্থাগুলির।
|
বিকৃত দেহ উদ্ধার |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্লাস্টিকের ব্যাগের মধ্যে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনিতে। পুলিশ জানিয়েছে, আজ সকালে ব্যাগটি পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, দেহটি কোনও নিরাপত্তা রক্ষীর, কারণ দেহের সঙ্গে তার উর্দির কিছু অংশও ওই ব্যাগে রয়েছে।
দিন কয়েক আগেও বেশ কিছু পচাগলা দেহ পাওয়া গিয়েছিল দিল্লির বিভিন্ন অংশে। ১৪ মে দিল্লির প্রসাদনগরে উদ্ধার হয় এক যুবকের বিকৃত দেহ। পরের দিনই করোল বাগ অঞ্চলে চটের ব্যাগে মেলে আরও এক যুবকের দেহ। দু’জনের কারও অবশ্য পরিচয় জানা যায়নি। মে মাসের প্রথম চোদ্দো দিনে এ নিয়ে মোট ১০৬টি দেহ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। তবে এর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই দিল্লির আশপাশ অঞ্চলের ব্যক্তিদের খুন করে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম মনে করেন।
|
পদোন্নতিতে সংরক্ষণ নিয়ে সর্বদল বৈঠক |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে আলোচনার জন্য ২৩মে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বিশেষ সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনেই বৈঠক বসবে। সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষদের জন্য সংরক্ষণের বিষয়টি সংসদে অনুমোদন করা নিয়ে আলোচনা করতে চান প্রধানমন্ত্রী। গত সপ্তাহেই বিষয়টি নিয়ে আলোচনা হয় রাজ্যসভায়। তখন বিষয়টি অনুমোদন করার ব্যাপারে সম্মত হন সমস্ত দলের সাংসদরা। তাঁরাই সরকারকে সংশ্লিষ্ট বিষয়ে বিল আনার প্রস্তাব দেন। তবে কিছু সাংসদের এতে আপত্তি থাকায় সকলের সঙ্গে কথা বলে নিতে চান প্রধানমন্ত্রী।
|
রাজ্যপালকে নিয়ে মুলতুবি রাজ্যসভা |
সংবাদদাতা • নয়াদিল্লি |
গুজরাতের রাজ্যপাল কমলা দেবী বেনিওয়ালের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ নিয়ে হট্টগোলে আজ দু’বার মুলতুবি হয় রাজ্যসভা। সাংসদ মুখতার আব্বাস নকভি দাবি করেন, নথিপত্র জাল করে নিজের রাজ্য রাজস্থানে জমি নিয়েছেন কমলা দেবী। নকভির বক্তব্য, জমি নেওয়ার সময়ে কমলা দেবী নিজেকে কৃষিজীবী বলে দাবি করেন। তাঁকে রাজ্যপালের পদ থেকে সরানোর দাবি করেন বিজেপি সাংসদরা। হট্টগোলে দু’-দু’বার সভা মুলতুবি হয়ে যায়।
|
দুর্ঘটনায় পুড়ে মৃত ২০, আশঙ্কা |
সংবাদদাতা • বাহরাইচ, (উত্তরপ্রদেশ) |
অজমের যাওয়ার পথে একটি দুর্ঘটনায় ২০ জন পুণ্যার্থী পুড়ে মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রাত সাড়ে ১০টা নাগাদ ৬০-৭০ জন যাত্রী নিয়ে অম্বেডকর নগর থেকে অজমের শরিফ যাওয়ার পথে বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তৎক্ষণাৎ বাসটিতে আগুন ধরে যায়। এক জেলা আধিকারিক জানান, ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অনেকেই চিকিৎসাধীন। গ্যাস-কাটার ব্যবহার করে দুমড়েমুচড়ে যাওয়া বাসটি থেকে দেহগুলি বার করে আনার চেষ্টা চলছে।
|
নকশালরা জঙ্গি নয়, মত ওম পুরীর |
সংবাদসংস্থা • পাঁচমাড়ি |
তাঁকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত বছর অণ্ণা হজারের মঞ্চ থেকে রাজনীতিকদের উদ্দেশে খারাপ কথা বলে ঝামেলায় জড়িয়েছিলেন ওম পুরী। এ বার মধ্যপ্রদেশে শু্যটিংয়ে গিয়ে তাঁর বক্তব্য, “নকশালদের সন্ত্রাসবাদী বলা যায় না, তারা সাধারণ মানুষ বা গরিবদের আক্রমণ করে না। অধিকারের দাবিতে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই তাদের।” সুকমার জেলাশাসক অ্যালেক্স পল মেনন তাদের সেই লক্ষ্যের বিরুদ্ধে গিয়েছিলেন বলেই মাওবাদীরা তাকে অপহরণ করেছিল বলে দাবি ওম পুরীর। |
|