|
|
|
|
আইপিএল শেষ হলে শপথ নিতে চান সচিন |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সংসদের বাজেট অধিবেশন চলাকালীন শপথ নেওয়ার সম্ভাবনা কম সচিন তেন্ডুলকরের। রাজ্যসভা সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সদস্য শপথ নেওয়ার কথা আগেই জানাতে হয়। কিছু প্রক্রিয়াগত বিষয় থাকায় সচিবালয়কে প্রস্তুত হতে হয়। কিন্তু সচিনের ক্ষেত্রে সচিবালয়ের সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করা হয়নি। কাল, পরশু সংসদ বন্ধ। মঙ্গলবারই শেষ হচ্ছে চলতি অধিবেশন।
আইপিএল শেষ হওয়ার পরে সচিন শপথ নিতে চান বলে জানানো হয়েছে রাজ্যসভাকে। পাশাপাশি সচিন চান, তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানটি হোক সম্পূর্ণ নিরিবিলিতে। অর্থাৎ ছুটির দিনে। কিন্তু সংসদ চলাকালীন ছুটির দিনে (এ ক্ষেত্রে শনি ও রবিবার) নতুন সাংসদের শপথ নেওয়ার রেওয়াজ নেই। মঙ্গলবার অধিবেশন শেষ হওয়ার পর যে কোনও দিন শপথ নিতে পারেন তিনি। সে ক্ষেত্রে রাজ্যসভা কক্ষে শপথ না নিয়ে, তাঁকে চেয়ারম্যানের ঘরে শপথ নিতে হবে।
সচিন নিজে রাজ্যসভায় খোঁজ নিয়ে জানতে চেয়েছিলেন, আলাদা ভাবে তিনি শপথ নিতে পারবেন কিনা। এমনিতেই তাঁর মনোনয়ন নিয়ে হাইকোর্টে মামলা চলছে। তার মধ্যে শপথগ্রহণ নিয়ে সংবাদমাধ্যমে যে বিরাট আলোড়ন হবে তা ভাল করেই জানেন সচিন। আইপিএল-এ বাকি রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার মধ্যে শপথগ্রহণ নিয়ে এমন কোনও ঘটনা চাইছেন না তিনি যা তাঁর মনঃসংযোগে প্রভাব ফেলতে পারে। অবশ্য বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না। আজ বিজেপি সংসদীয় দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদের অবমাননা করছেন এই মহান ক্রিকেটার। |
|
|
|
|
|