কিংফিশার এয়ারলাইন্স-কে দেওয়া ঋণ ফেরত পাওয়ার ব্যাপারে সংশয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। শুক্রবার কলকাতায় ব্যাঙ্কের আর্থিক ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ব্যাঙ্কের চেয়ারম্যান প্রতীপ চৌধুরী জানান, কিংফিশারকে এসবিআই ১৪০০ কোটি টাকার ঋণ দিয়েছিল। কিন্তু বিমান সংস্থাটির সাম্প্রতিক আর্থিক হালের পরিপ্রেক্ষিতে তাঁরা সংস্থার ঋণকে কার্যত খরচের খাতায় ধরে রেখেছেন।
অন্য দিকে, এয়ার ইন্ডিয়া-কে এসবিআই ১২০০ কোটি টাকা ধার দিয়েছিল। ব্যাঙ্কের শীর্ষ-কর্তার বক্তব্য, কেন্দ্র এ
|
বৈঠকে প্রতীপ
চৌধুরী।-নিজস্ব চিত্র |
ব্যাপারে পদক্ষেপ করছে। তাঁর আশা, ঋণের মূল টাকা পেতে সমস্যা হবে না।
প্রতীপবাবু যখন দায়িত্ব নেন, ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি ততটা ভাল ছিল না।
বস্তুত, ২০১০-’১১-এর চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা হয় মাত্র ২১ কোটি টাকা। এ বার তা বাড়ল প্রায় ২০০ গুণ। ফলে ২০১১-’১২-এর শেষ ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৪০৫০ কোটি টাকা। আর গোটা ২০১১-’১২ অর্থবর্ষের হিসেবে ব্যাঙ্ক ১১,৭০৭ কোটি টাকা নিট মুনাফা করেছে। প্রতীপবাবুর দাবি, যা এখনও পর্যন্ত দেশে তৃতীয় বৃহত্তম। পাশাপাশি মোট অনাদায়ী সম্পদের পরিমাণ কমে হয়েছে ৪.৪৪%। শেয়ার পিছু ৩৫০% ডিভিডেন্ড দেবেন কর্তৃপক্ষ।
এই ফলাফলই শুক্রবার প্রাণ ফেরায় শেয়ার বাজারে। সকালে নতুন করে তলানিতে ঠেকে টাকা। প্রতি ডলারের দাম পৌঁছে যায় ৫৪.৯১ টাকায়। সেনসেক্স ফের নামে ১৫ হাজারের নীচে। পরে স্টেট ব্যাঙ্কের সাফল্যে সেনসেক্স বাড়ে ৮২ পয়েন্ট। ৫ পয়সা বেড়ে ডলারের দাম দাঁড়ায় ৫৪.৪২ টাকা।
এই আর্থিক ফলকে হাতিয়ার করেই তাঁরা মুডিজ-এর কাছে রেটিং সংশোধনের দরবার করবেন, জানান প্রতীপবাবু। অক্টোবরে একটি ক্ষেত্রে রেটিং কমিয়েছিল তারা। চলতি অর্থবর্ষে ব্যাঙ্কিং শিল্পের সম্ভাবনা নিয়ে আশাবাদী প্রতীপবাবু। সহমত ইউনিয়ন ব্যাঙ্কের সিএমডি দেবব্রত সরকারও। এ দিন শহরে ছিলেন রির্জাভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর সুবীর গোকর্ণও। ২০০৮-এর মতো এ বারও টাকার পতন রুখতে তেল সংস্থাকে শীর্ষ ব্যাঙ্ক সরাসরি ডলার বিক্রি করবে কি না, ইন্ডিয়ান চেম্বারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “সব পথই বিবেচনা করা হবে।” |