টুকরো খবর
এখনই সালিশি আদালতে যেতে হচ্ছে না পেট্রোকেমকে
হলদিয়া পেট্রোকেমিক্যালসকে প্যারিসে আন্তর্জাতিক সালিশি আদালতে আপাতত যেতে হচ্ছে না। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি সম্বুদ্ধ চত্রবর্তীর ডিভিশন বেঞ্চ পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের আন্তর্জাতিক সালিশি আদালতে দায়ের করা মামলার উপর ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেয়। অবশ্য বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের এজলাসে হলদিয়া পেট্রোকেমের মামলার শুনানি চলবে। তার আগে দু’পক্ষের হলফনামা ও উত্তর জমা দিতে হবে। ওই মামলার রায়ের উপরই নির্ভর করবে সালিশি আদালতে যাওয়া যাবে কি না। রায়ের পরে হলদিয়ার আইনজীবী প্রতাপ চট্টোপাধ্যায় তাঁদের বিরোধিতার কারণ ব্যাখ্যা করে বলেন, আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা লড়তে বিপুল টাকার প্রয়োজন। এক দিনেই খরচ কোটি টাকার বেশি। কিন্তু হলদিয়া পেট্রোকেমিক্যালসের বর্তমান আর্থিক অবস্থার কথা সকলেরই জানা। এই পরিস্থিতিতে ওই স্থগিতাদেশ সংস্থাকে সাময়িক স্বস্তি দেবে। এ দিন এইচপিএলের তরফে ভাইস প্রেসিডেন্ট অলক কুমার চট্টোপাধ্যায়-সহ অন্য কর্মকর্তারা হাইকোর্টে হাজির ছিলেন। স্থগিতাদেশের রায় প্রকাশের পর অলকবাবু বলেন, এই রায়ের ফলে এখন সংস্থা কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।

জরিমানার মুখে কিংফিশার
কর না দেওয়ায় এ বার কিংফিশারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে আয়কর দফতর। শুধু তা-ই নয়, ২৬৯ কোটি টাকা কর ফাঁকি দেওয়ায় জরিমানাও করা হতে চলেছে বিজয় মাল্যের সংস্থাকে। আজ লোকসভায় এ কথা জানান অর্থ প্রতিমন্ত্রী পালানিমানিক্কম। তিনি জানান, কর্মীদের বেতন থেকে উৎসে কর কেটে নিলেও নিয়মমাফিক তা সরকারের ঘরে জমা দেয়নি কিংফিশার। ২০০৯-১০ সাল থেকে ২০১১-১২ পর্যন্ত সুদ-সমেত এই করের বোঝা দাঁড়িয়েছিল প্রায় ৩৭২ কোটি টাকা। এর মধ্যে ১০৩ কোটি টাকা আদায় করা গেলেও বাকিটা আদায় করা যায়নি। সেই কর আদায় করতেই জরিমানা ও আইনি পদক্ষেপ করছে আয়কর দফতর। সুলভে কর্মীদের চিকিৎসার বন্দোবস্তের পরিবর্তে কিংফিশারের বেঙ্গালুরু সংস্থার থেকে ইএসআই কপোর্রেশনও ২৩.৪২ লক্ষ টাকা পায়। সেই মামলাও ঝুলছে তাদের বিরুদ্ধে।

দিল্লিতে তুলাইপাঞ্জি, গোবিন্দভোগ বিক্রি
দিল্লিতে আজ গোবিন্দভোগ ও তুলাইপাঞ্জি চালের প্রথম বিক্রয়কেন্দ্রটি খুলল রাজ্যের কৃষি বিপণন দফতর। বঙ্গভবনের প্রথম তলে এর উদ্বোধন করে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় বলেন, “এই দু’ধরনের চালকে বিভিন্ন রাজ্যে বিপণন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বঙ্গভবন ছাড়াও দিল্লি হাট এবং দেশের অন্য বড় শহরেও বিক্রয়কেন্দ্র খোলার কথা ভাবছে রাজ্য। এ নিয়ে আজ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে কথা বলেছেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। ১ থেকে ১৫ জুন দিল্লিতে ‘আম-লিচু’ উৎসব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেখানে বাংলার হিমসাগর আমকেও জাতীয় স্তরে পরিচিত করার চেষ্টা হবে।

খুচরো মূল্যবৃদ্ধি এপ্রিলে ১০.৩২%
ক্রেতাদের খুচরো বাজার দরের ভিত্তিতে হিসাব করা মূল্যবৃদ্ধির হার ছাড়িয়ে গেল ১০%। এপ্রিলে শাক-সব্জি, ভোজ্যতেল ও দুগ্ধজাত পণ্যের চড়া দরের হাত ধরে তা পৌঁছেছে ১০.৩২ শতাংশে। শুধু শাক-সব্জির দামই এপ্রিলে বেড়েছে ২৪.৫৫%, ভোজ্যতেল ১৭.৬৩%, দুগ্ধজাত পণ্য প্রায় ১৫%। পাশাপাশি, ডিম, মাছ, মাংসের দাম বেড়েছে ৯.৯৫% করে। মার্চে এই মূল্যবৃদ্ধির সংশোধিত হার ৯.৩৮%। প্রাথমিক হিসাব ছিল ৯.৪৭%। অন্য দিকে, পাইকারি সূচকের ভিত্তিতে মূল্যবৃদ্ধি এপ্রিলে ৭.৩২%।

এইচপি-তে ছাঁটাই হতে পারে ৩০ হাজার
আগামী কয়েক মাসে হিউলেট প্যাকার্ড (এইচপি)-এ ছাঁটাই হতে পারেন ৩০ হাজার কর্মী। আমেরিকার কর্পোরেট ইতিহাসে এটি অন্যতম বৃহৎ ছাঁটাই প্রস্তাব বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের দাবি। একটি সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, সময়ের আগেই অবসর দিয়ে এই প্রকল্প রূপায়িত হবে।

রেস্তোরাঁ শেয়ারে আবেদন আড়াই গুণ
ভারতীয় সংস্থা স্পেশালিটি রেস্টোর্যান্টস-এর শেয়ার কিনতে সব মিলিয়ে প্রায় আড়াই গুণ আবেদন জমা পড়ল। অঞ্জন চট্টোপাধ্যায়ের রেস্তোরাঁ সংস্থাটির ইস্যু খোলে গত বুধবার। বন্ধ হয় শুক্রবার। মেনল্যান্ড চায়না, সিগরি, ও ক্যালকাটার মতো ব্র্যান্ডের স্রষ্টা এই সংস্থার প্রতিটি শেয়ারের মূল্যবন্ধনী ছিল ১৪৬ থেকে ১৫৫ টাকা।

নতুন নিয়োগ
আর রামকৃষ্ণন পলিক্যাব গোষ্ঠীর ভাইস চেয়ারম্যান, জয়েন্ট-এমডি এবং গ্রুপ-সিইও হয়েছেন। বেন সু এমএসআই ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.