|
|
|
|
সব আসন পূরণই লক্ষ্য, মেধা-তালিকা ফিরে এল জয়েন্টে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা ৩১ হাজারের কিছু বেশি। তা পূরণ করতে ১ লক্ষ ১৪ হাজার ৬১৩ জনের মেধা-তালিকা প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। মেধাতালিকায় সকলের র্যাঙ্ক ঘোষণা করেছেন বোর্ড কর্তৃপক্ষ। মেডিক্যাল ও ডেন্টালে ২১০০-র কিছু বেশি আসনের জন্য ৩৬৩৫ জনের মেধা-তালিকা ঘোষণা করা হয়েছে। এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল বেরিয়েছে বৃহস্পতিবার। পরীক্ষা হয়েছিল ১৫ এপ্রিল। পরীক্ষার্থী ১ লক্ষ ২৮ হাজার ৩৮৫। এর মধ্যে শুধু ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছেন ৭৮২৬০ জন, শুধু মেডিক্যাল দিয়েছেন ১৩৭৭২ জন এবং ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল (কম্বাইন্ড) পরীক্ষা দিয়েছেন ৩৬৩৫৩ জন।
গত বার ৯০ হাজার ছাত্রছাত্রীর মেধা-তালিকা প্রকাশ করেও ইঞ্জিনিয়ারিংয়ে হাজার ছয়েক আসন ফাঁকা থেকে গিয়েছিল। তার আগের বারও ফাঁকা ছিল ছ’হাজার আসন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত এ দিন বলেন, “সব পরীক্ষার্থীরই নিজের র্যাঙ্ক জানার অধিকার আছে। তা ছাড়া, গত বার ফাঁকা আসন পূরণের জন্য উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেও ভর্তির সিদ্ধান্ত হয়। সেই সমস্যা এড়ানোর জন্যও সকলের র্যাঙ্ক জানানো হচ্ছে। জয়েন্টের মেধা-তালিকা থেকে ভর্তি হলে একটা মান বজায় থাকবে।”
কিন্তু প্রশ্ন উঠেছে, ফাঁকা আসন পূরণের দায় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিতে যাবে কেন? রাজ্যে মোট ৩১৩০৪টি ইঞ্জিনিয়ারিং আসনের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১৯৭৭টি, সরকারি কলেজে ১১৮৭টি এবং বেসরকারি কলেজে ২৮১৪০টি আসন রয়েছে। সাধারণত, বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে আসন ফাঁকা থাকে না। এই সমস্যা মূলত বেসরকারি কলেজের। ভাস্করবাবু বলেন, “কোথাও পরিকাঠামোর অভাব থাকলে ছাত্রছাত্রীরা এমনিতেই সেখানে ভর্তি হবে না।” তিনি জানান, কিছু কলেজে বাড়তি আসন বা নতুন পাঠ্যক্রমের জন্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের (এআইসিটিই) অনুমোদন মিললে আসনের সংখ্যা বাড়বে। ৩০ জুনের মধ্যে সিদ্ধান্ত জানাবে এআইসিটিই। এ বছর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য ই-কাউন্সেলিং-এর বন্দোবস্ত করেছেন বোর্ড কর্তৃপক্ষ। গত বার ‘টিউশন ফি মকুব’ প্রকল্পে আবেদনকারী ছাত্রছাত্রীদের কাউন্সেলিংয়ের সময় তুমুল গোলমাল হয়। বিক্ষুব্ধ ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশ বাইপাস অবরোধ করেন। তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, পরের বার, অর্থাৎ এ বছর থেকে অনলাইনে কাউন্সেলিং হবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে কাউন্সেলিং শুরু হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে মেডিক্যালের কাউন্সেলিং অনলাইনে হবে না। আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ২১ এপ্রিল।
|
রাস্তায় বাড়তি টাকা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
মাওবাদী অধ্যুষিত এলাকায় রাস্তা তৈরিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বাড়তি ৮,৫০০ কোটি টাকা দেবে কেন্দ্র। ওই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর। |
|
|
|
|
|