টুকরো খবর
কৃষ্ণনগরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা
একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে বুধবার রাতে হানা দেয় দুষ্কৃতীরা। বেথুয়াডহরির ওই ব্যাঙ্কের দোতলার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে তারা। বেশ কয়েকটা তালাও ভাঙে। তবে স্ট্রং রুমের সিন্দুক ভাঙতে না পারায় লুঠ করতে পারেনি কিছুই। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্ট্রং রুমের দরজা ভাঙতেই অ্যালার্ম বেজে ওঠায় ভয় পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যাঙ্কের ম্যানেজার সুশান্ত বিমল দাস বলেন, “বৃহস্পতিবার সকালে খবর পাই। পুলিশকে খবর দিয়ে ব্যাঙ্কে গিয়ে দেখি তখনও অ্যালার্ম বাজছে। একাধিক তালা ভেঙেছে দুষ্কৃতীরা। কিন্তু লোহার সিন্দুকটা ভাঙতে পারেনি।” খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশের কর্তারা। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে রাত থেকে আলার্ম বাজলেও স্থানীয় বাসিন্দারা কেন কিছু শুনতে পেলেন না বা কেউ পুলিশকে খবর দিলেন না কেন, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। জেলার পুলিশ সুপার সবসাচীরমণ মিশ্র বলেন, “দুষ্কৃতীরা ব্যাঙ্কে হানা দিলেও কিছুই নিয়ে যেতে পারেনি। তদন্ত শুরু হয়েছে।”

নির্দেশ না মেনে চলছে স্কুল
গরম থেকে পড়ুয়াদের রেহাই দিতে গত মঙ্গলবার থেকেই রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও কান্দির বড়ঞা উচ্চ বিদ্যালয়ে এখনও চলছে ক্লাস। স্কুলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকেরা। তাঁরা বলেন, “গরমে কাহিল ছেলেমেয়েরা। সরকার ছুটির নির্দেশ দিয়েছে, বেসরকারি স্কুলগুলিতেও ছুটি পড়ে গিয়েছে। অথচ এই স্কুলে কেন ছুটি দেওয়া হচ্ছে না বুঝতে পারছি না।” তবে স্কুল সূত্রে খবর, ছুটি ঘোষণা হওয়ার আগেই স্কুলের ইউনিট টেস্ট শুরু হয়ে গিয়েছিল। ফলে মাঝপথে পরীক্ষা বন্ধ রেখে ছুটি দেওয়া যায়নি। স্কুলের প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ বলেন, “আগামী সোমবার পরীক্ষা শেষ হবে। তারপরেই ছুটি দেব। পরীক্ষা বন্ধ করে ছুটি দিলে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে।” কান্দি মহকুমা বিদ্যালয় পরিদর্শক রাখী মণ্ডল বলেন, “সরকার গরমের জন্য স্কুলে ছুটি ঘোষণা করেছে। ওই স্কুলে কেন ছুটি দেওয়া হয়নি তা খোঁজ নিয়ে দেখব।”

বহরমপুরে প্রৌঢ় খুন
জমির ঘাস কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন করা হল বছর পঞ্চাশের এক প্রৌঢ়কে। লালগোলার ডিহিপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলের ঘটনা। মৃতের নাম লোকমান শেখ (৫০)। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর ভাই জার্মান শেখও। তাঁকে লালগোলার কৃষ্ণপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী আয়ুব শেখের জমিতে লোকমান শেখের ছেলে এ দিন গবাদি পশুর জন্য ঘাস কাটে। তাই নিয়ে দু’ পক্ষে বচসা থেকে লাঠালাঠি বাধে। লাঠির আঘাতে লোকমান মারা যায়। পুলিশ জানায়, ওই খুন ও জখমের ঘটনায় অভিযুক্ত লোকমান ও তাঁর সঙ্গীরা পলাতক।

ভাগীরথীতে নিখোঁজ ছাত্র
ভাগীরথীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছেন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্র। নাম শ্যামসুন্দর কংসবণিক (১৯)। বাড়ি কোচবিহারের পশ্চিম খাগড়াবাড়ি রোড এলাকায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বহরমপুরের জগন্নাথ ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যান শ্যামসুন্দর। পরে তল্লাশি চালানো হয়। কিন্তু রাত পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে পরিবারের সদস্যরা এ দিন রাতেই বহরমপুরে এসে পৌঁছান। বহরমপুর থানার আইসি মেহায়মেনুল হক বলেন, “বেসরকারি একটি পলিটেকনিক কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ওই যুবক। এ দিন ভাগীরথীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান তিনি। স্থানীয় ডুবুরি জলে নেমে সন্ধান চালায়। কিন্তু রাত পর্যন্ত কোনও সন্ধান মেলেনি।”

ধর্ষণে কারাদণ্ড
এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অপরাধে মিঠুন মণ্ডল নামে এক যুবককে দশ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ দ্বিতীয় আদালতের সিদ্ধার্থ রায়চৌধুরী এই সাজা ঘোষণা করেন। ২০০৮ সালের ৪ মার্চ কোতোয়ালির ভান্ডারখোলার বাসিন্দা এক আদিবাসী নাবালিকাকে অপহরণ করে মিঠুন। সরকারি আইনজীবী দেবাশিস রায় বলেন, “মিঠুন মণ্ডল মেয়েটিকে অপহরণ করে ওড়িশায় নিয়ে যায়। একাধিকবার ধর্ষণ করে। মাস খানেক পরে মেয়েটিকে কৃষ্ণনগর স্টেশনে ফেলে রেখে পালিয়ে যায় সে।”

দুর্ঘটনায় মৃত্যু
দু’টি লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জনের। নাম মন্টু কর্মকার (৪৪) ও মহম্মদ পিঙ্কু শেখ (২৪)। বৃহস্পতিবার ভোরে ৩৪ নম্বর জাতীয় সড়কের রঘুনাথগঞ্জের তেলাই মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, এ দিন রাস্তার পাশে লরি দাঁড় করিয়ে চাকা পরীক্ষা করছিলেন মন্টুবাবু। সেই সময়ে বালি বোঝাই অন্য লরিটি এসে পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান দু’জন। মন্টুবাবু একটি লরির চালক ছিলেন। তাঁর বাড়ি মালদহের রবীন্দ্রপল্লিতে। পিঙ্কু অন্য লরিটির খালাসির কাজ করতেন। তিনি কালিয়াচক গ্রামের বাসিন্দা।

ট্রাক্টরের ধাক্কায় তেহট্টে জখম ৯
নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক্টরের ধাক্কায় আহত হয়েছে ন’জন। বৃহস্পতিবার দুপুরে করিমপুর কৃষ্ণনগর-রাজ্যসড়কের উপর তেহট্টের বালিওড়ায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চালা ঘরে ধাক্কা মারে। আহতদের প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

গাছ পড়ে মৃত্যু
ঝড়ে বাড়ির উপরে গাছ পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের দুই মহিলার। নাম সুচিত্রা অধিকারী (২৬) ও শান্তি পোদ্দার (২৬)। তেহট্টের বেতাই ইটখোলাপাড়ার এই ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন। অবস্থায় তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শস্য আটক
১০৫ বস্তা গম ও ৭১ বস্তা চাল আটক করল খাদ্য দফতর। বুধবার রাতে কান্দির গোপীনাথপুরে পতিতপাবন মণ্ডল নামে এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে ওই রেশনের চাল ও গম উদ্ধার করা হয়।

জয়ী বামেরা
সাগরদিঘি তাপবিদ্যুৎকেন্দ্রের শ্রমিক প্রতিনিধি নির্বাচনে বুধবার ১৭টি আসনেই জয়ী হলেন সিটু সমর্থিত বাম প্রার্থীরা। গত বার ১৭টি আসনের মধ্যে ৪ জন কংগ্রেস প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।

অস্ত্র-সহ ধৃত
রবি যাদব নামে এক দুষ্কৃতীকে বুধবার রাতে ধুলিয়ান বাজার থেকে গ্রেফতার করল পুলিশ। একটি দেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি বিহারের কাটিহারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.