ওয়ার্ড ১০ |
তালপুকুর পশ্চিম, খঞ্জনচক, দুর্গাচক পুনর্বাসন কলোনি (এ-বি-ডি ব্লক),
পরাণচক নিয়ে এই ওয়ার্ড। ভোটার ৫৩৪৩। বুথ ৮টি। |
রাস্তা কেমন |
রাস্তাঘাট পাকা। তবে মেরামত হয় না বলে অভিযোগ। পরাণচকে এখনও কাঁচা রাস্তা। |
জলের হাল |
টাইমকলের লাইন পৌঁছয়নি। গরমে জলসঙ্কট চরমে ওঠে এলাকায়। |
পথবাতি |
কিছু এলাকায় পথবাতি বসেছে। পরাণচকে নেই। মাঝিপাড়ায় বিদ্যুদয়নের কাজ চলছে। |
নিকাশি |
বেহাল নিকাশি। তালপুকুর ও খঞ্জনচকে সমস্যা বেশি। নয়ানজুলি বুজিয়ে পার্টি অফিস হয়েছে। |
সাফাই |
রাস্তা নিয়মিত সাফাই হয়। কিন্তু নর্দমা সপ্তাহে মাত্র একদিন সাফাই হওয়ায় দুর্গন্ধ ছড়ায়। |
বিশেষ চাহিদা |
বাড়ি-বাড়ি পানীয় জলের সরবরাহ। |
|
১০ নম্বর ওয়ার্ডের বেহাল নিকাশি। |
নাগরিকের চোখে
নিকাশি সমস্যায় জেরবার। দ্রুত পানীয় জলের সংযোগ চাই।-হরিপ্রিয়া পাড়ুই, অবসরপ্রাপ্ত শিক্ষিকা।
কাউন্সিলর বলেন
যথাসম্ভব সমস্যা সমাধানের চষ্টা করেছি। সাফাইকর্মী কম। -নারায়ণ প্রামাণিক, উপপুরপ্রধান, সিপিআই।
বিরোধী মত
কাজে ব্যর্থ উপপুরপ্রধান। ভোটের মুখে কাজ করে লোক ভোলানো যাবে না। - মিলন মণ্ডল, তৃণমূল।
|
ওয়ার্ড ১১ |
চিরঞ্জীবপুর, পরমানন্দচক, যাদবচক, বাড়ধান্যঘাটা, বৈষ্ণবচক নিয়ে এই ওয়ার্ড। ভোটার ৪৭১৬, বুথ ৭টি। |
রাস্তা কেমন |
চিরঞ্জীবপুর, বৈষ্ণবচকে পাকা রাস্তা হলেও বেহাল। অন্যত্র কাঁচা রাস্তা। |
জলের হাল |
বৈষ্ণবচক এলাকায় টাইমকলের সংযোগ পৌঁছেছে। বাকি এলাকায় জলকষ্ট রয়েছে। |
পথবাতি |
চিরঞ্জীবপুরে পথবাতি খোওয়া গিয়েছে। বৈষ্ণবচক ছাড়া বাকি এলাকা আঁধারেই থাকে। |
নিকাশি |
খালের গায়ে বস্তি। জঞ্জাল জমে প্রায় রুদ্ধ। বৈষ্ণবচকে সঙ্কীর্ণ নর্দমা। |
সাফাই |
সাফাই অভিযান হয় না। জঞ্জাল-আবর্জনায় ভরেছে গোটা এলাকা। |
বিশেষ চাহিদা |
পানীয় জল সরবরাহের পাশাপাশি ভাল রাস্তা। |
|
পাত্র দিয়ে পানীয় জলের লাইন ১১ নম্বর ওয়ার্ডে। |
নাগরিকের চোখে
এলাকার সার্বিক উন্নয়ন করতে হবে। পানীয় জলের কষ্ট আছে। -রঙ্গলাল মান্না, ঠিকাদার।
কাউন্সিলর বলেন
বিরোধীদের জন্য এলাকায় থাকতে পারছি না। তবুও সাধ্যমতো কাজ করেছি।-সৌমি দাস, সিপিএম।
বিরোধী মত
ন্যূনতম চাহিদা পূরণে ব্যর্থ কাউন্সিলর। আমরা উন্নয়ন করে দেখাব। - জ্যোতিপ্রসাদ দাস, তৃণমূল।
|
ওয়ার্ড ১২ |
শোভারামপুর, তেঁতুলবেড়িয়া, কসবেড়িয়া উত্তর ও দক্ষিণ নিয়ে এই ওয়ার্ড। এ বার ভোটার সংখ্যা ৫১০৫। বুথ ৭টি। |
রাস্তা কেমন |
কিছু এলাকায় ঢালাই রাস্তা হয়েছে। অধিকাংশ এলাকাতেই এখনও মোরামের রাস্তা। |
জলের হাল |
ওয়ার্ডের কোথাও টাইম কলের সংযোগ পৌঁছয়নি। টিউবওয়েলও সর্বত্র নেই। |
পথবাতি |
ওয়ার্ডে কোথাও পথবাতি নেই। রাতে অন্ধকারে সমস্যায় পড়েন এলাকাবাসী। |
নিকাশি |
এলাকায় নর্দমা নেই। পেট্রোকেমিক্যালের কাছে ঝিলের জলে দূষণ বড় সমস্যা। |
সাফাই |
মাসে খুব বেশি হলে চার বার সাফাই হয়। ঢালাই রাস্তার উপরেও জঞ্জাল পড়ে। |
বিশেষ চাহিদা |
পানীয় জল সরবরাহ ও নিকাশি সমস্যার সমাধান। |
|
এখনও মোরামের রাস্তা ১২ নম্বর ওয়ার্ডে। |
নাগরিকের চোখে
ভোট দেওয়ার দিয়েছি। কিন্তু কিছু পাইনি। জলের খুব সঙ্কট। -প্রভাতচন্দ্র শী, অবসরপ্রাপ্ত বন্দরকর্মী।
কাউন্সিলর বলেন
যতটা সম্ভব কাজ করেছি। একসঙ্গে সব সমস্যার সমাধান করা যায় না।-দীপালি বর্মণ, সিপিএম।
বিরোধী মত
এলাকায় দেখা যায় না কাউন্সিলরকে। কাজের কোনও ইচ্ছাই নেই। - কমলা পট্টনায়েক, তৃণমূল।
|
ওয়ার্ড ১৩ |
ভবানীপুর পূর্ব, সুকান্তনগর কলোনি, দেভোগ গ্রাম নিয়ে এই ওয়ার্ড। এ বার মোট ভোটার সংখ্যা ৩৭৪৩, বুথ ৫টি। |
রাস্তা কেমন |
পুরভবনের সামনে ও মূল রাস্তার হাল ভাল। তবে, দেভোগ গ্রামের অধিকাংশ রাস্তা মোরামের। |
জলের হাল |
কলোনিতে টাইম কলের সংযোগ পৌঁছলেও পর্যাপ্ত জল মেলে না। অন্যত্র জলকষ্ট আরও বেশি। |
পথবাতি |
মূল রাস্তা ছাড়া অন্যত্র পথবাতি নেই। সুকান্তনগরে কয়েকটি থাকলেও রক্ষণাবেক্ষণ হয় না। |
নিকাশি |
কলোনি এলাকায় সঙ্কীর্ণ নর্দমা রয়েছে। অন্যত্র তা-ও নেই। বেহাল নিকাশি। |
সাফাই |
সাফাই হয় না। বিশেষ করে নর্দমার। নোংরা জল জমে এলাকায় দূষণ ছড়াচ্ছে। |
বিশেষ চাহিদা |
বাড়ি-বাড়ি পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার উন্নতি। |
নাগরিকের চোখে
পানীয় জল নেই। বেহাল নিকাশি। এলাকার উন্নয়ন দরকার। - গৌরহরি মান্না, দলিল লেখক।
কাউন্সিলর বলেন
ওয়ার্ডের বাসিন্দা না-হয়েও সাধ্যমতো কাজ করেছি। জলের সমস্যা পুরসভার সর্বত্র।-আশিস জানা, সিপিএম।
বিরোধী মত
পুরসভার সামনেটা শুধু সেজেছে। অন্যত্র উন্নয়নের ছিটেফোঁটাও হয়নি। - আজিজুল রহমান, তৃণমূল।
|
ছবি তুলেছেন আরিফ ইকবাল খান।
তথ্য: দেবমাল্য বাগচি |