পুরভোটে নজরবন্দি হলদিয়া
ওয়ার্ড ১০
তালপুকুর পশ্চিম, খঞ্জনচক, দুর্গাচক পুনর্বাসন কলোনি (এ-বি-ডি ব্লক),
পরাণচক নিয়ে এই ওয়ার্ড। ভোটার ৫৩৪৩। বুথ ৮টি।
রাস্তাঘাট পাকা। তবে মেরামত হয় না বলে অভিযোগ। পরাণচকে এখনও কাঁচা রাস্তা।
টাইমকলের লাইন পৌঁছয়নি। গরমে জলসঙ্কট চরমে ওঠে এলাকায়।
কিছু এলাকায় পথবাতি বসেছে। পরাণচকে নেই। মাঝিপাড়ায় বিদ্যুদয়নের কাজ চলছে।
বেহাল নিকাশি। তালপুকুর ও খঞ্জনচকে সমস্যা বেশি। নয়ানজুলি বুজিয়ে পার্টি অফিস হয়েছে।
রাস্তা নিয়মিত সাফাই হয়। কিন্তু নর্দমা সপ্তাহে মাত্র একদিন সাফাই হওয়ায় দুর্গন্ধ ছড়ায়।
বাড়ি-বাড়ি পানীয় জলের সরবরাহ।

১০ নম্বর ওয়ার্ডের বেহাল নিকাশি।
নাগরিকের চোখে
নিকাশি সমস্যায় জেরবার। দ্রুত পানীয় জলের সংযোগ চাই।-হরিপ্রিয়া পাড়ুই,

কাউন্সিলর বলেন
যথাসম্ভব সমস্যা সমাধানের চষ্টা করেছি। সাফাইকর্মী কম। -নারায়ণ প্রামাণিক,

বিরোধী মত
কাজে ব্যর্থ উপপুরপ্রধান। ভোটের মুখে কাজ করে লোক ভোলানো যাবে না। - মিলন মণ্ডল,

ওয়ার্ড ১১
চিরঞ্জীবপুর, পরমানন্দচক, যাদবচক, বাড়ধান্যঘাটা, বৈষ্ণবচক নিয়ে এই ওয়ার্ড। ভোটার ৪৭১৬, বুথ ৭টি।
চিরঞ্জীবপুর, বৈষ্ণবচকে পাকা রাস্তা হলেও বেহাল। অন্যত্র কাঁচা রাস্তা।
বৈষ্ণবচক এলাকায় টাইমকলের সংযোগ পৌঁছেছে। বাকি এলাকায় জলকষ্ট রয়েছে।
চিরঞ্জীবপুরে পথবাতি খোওয়া গিয়েছে। বৈষ্ণবচক ছাড়া বাকি এলাকা আঁধারেই থাকে।
খালের গায়ে বস্তি। জঞ্জাল জমে প্রায় রুদ্ধ। বৈষ্ণবচকে সঙ্কীর্ণ নর্দমা।
সাফাই অভিযান হয় না। জঞ্জাল-আবর্জনায় ভরেছে গোটা এলাকা।
পানীয় জল সরবরাহের পাশাপাশি ভাল রাস্তা।

পাত্র দিয়ে পানীয় জলের লাইন ১১ নম্বর ওয়ার্ডে।
নাগরিকের চোখে
এলাকার সার্বিক উন্নয়ন করতে হবে। পানীয় জলের কষ্ট আছে। -
রঙ্গলাল মান্না,

কাউন্সিলর বলেন
বিরোধীদের জন্য এলাকায় থাকতে পারছি না। তবুও সাধ্যমতো কাজ করেছি।-
সৌমি দাস,

বিরোধী মত
ন্যূনতম চাহিদা পূরণে ব্যর্থ কাউন্সিলর। আমরা উন্নয়ন করে দেখাব। -
জ্যোতিপ্রসাদ দাস,

ওয়ার্ড ১২
শোভারামপুর, তেঁতুলবেড়িয়া, কসবেড়িয়া উত্তর ও দক্ষিণ নিয়ে এই ওয়ার্ড। এ বার ভোটার সংখ্যা ৫১০৫। বুথ ৭টি।
কিছু এলাকায় ঢালাই রাস্তা হয়েছে। অধিকাংশ এলাকাতেই এখনও মোরামের রাস্তা।
ওয়ার্ডের কোথাও টাইম কলের সংযোগ পৌঁছয়নি। টিউবওয়েলও সর্বত্র নেই।
ওয়ার্ডে কোথাও পথবাতি নেই। রাতে অন্ধকারে সমস্যায় পড়েন এলাকাবাসী।
এলাকায় নর্দমা নেই। পেট্রোকেমিক্যালের কাছে ঝিলের জলে দূষণ বড় সমস্যা।
মাসে খুব বেশি হলে চার বার সাফাই হয়। ঢালাই রাস্তার উপরেও জঞ্জাল পড়ে।
পানীয় জল সরবরাহ ও নিকাশি সমস্যার সমাধান।
এখনও মোরামের রাস্তা ১২ নম্বর ওয়ার্ডে।
নাগরিকের চোখে
ভোট দেওয়ার দিয়েছি। কিন্তু কিছু পাইনি। জলের খুব সঙ্কট। -
প্রভাতচন্দ্র শী,

কাউন্সিলর বলেন
যতটা সম্ভব কাজ করেছি। একসঙ্গে সব সমস্যার সমাধান করা যায় না।-
দীপালি বর্মণ,

বিরোধী মত
এলাকায় দেখা যায় না কাউন্সিলরকে। কাজের কোনও ইচ্ছাই নেই। -
কমলা পট্টনায়েক,

ওয়ার্ড ১৩
ভবানীপুর পূর্ব, সুকান্তনগর কলোনি, দেভোগ গ্রাম নিয়ে এই ওয়ার্ড। এ বার মোট ভোটার সংখ্যা ৩৭৪৩, বুথ ৫টি।
পুরভবনের সামনে ও মূল রাস্তার হাল ভাল। তবে, দেভোগ গ্রামের অধিকাংশ রাস্তা মোরামের।
কলোনিতে টাইম কলের সংযোগ পৌঁছলেও পর্যাপ্ত জল মেলে না। অন্যত্র জলকষ্ট আরও বেশি।
মূল রাস্তা ছাড়া অন্যত্র পথবাতি নেই। সুকান্তনগরে কয়েকটি থাকলেও রক্ষণাবেক্ষণ হয় না।
কলোনি এলাকায় সঙ্কীর্ণ নর্দমা রয়েছে। অন্যত্র তা-ও নেই। বেহাল নিকাশি।
সাফাই হয় না। বিশেষ করে নর্দমার। নোংরা জল জমে এলাকায় দূষণ ছড়াচ্ছে।
বাড়ি-বাড়ি পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার উন্নতি।
নাগরিকের চোখে
পানীয় জল নেই। বেহাল নিকাশি। এলাকার উন্নয়ন দরকার। -
গৌরহরি মান্না,

কাউন্সিলর বলেন
ওয়ার্ডের বাসিন্দা না-হয়েও সাধ্যমতো কাজ করেছি। জলের সমস্যা পুরসভার সর্বত্র।-
আশিস জানা,

বিরোধী মত
পুরসভার সামনেটা শুধু সেজেছে। অন্যত্র উন্নয়নের ছিটেফোঁটাও হয়নি। -
আজিজুল রহমান,
ছবি তুলেছেন আরিফ ইকবাল খান।
তথ্য: দেবমাল্য বাগচি


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.