টুকরো খবর
বার্ধক্য ভাতায় শর্ত তুলে দিতে চান রমেশ
বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে দারিদ্রসীমার নীচে থাকার শর্ত তুলে দেওয়ার সুপারিশ করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে লেখা এই সুপারিশের করেছেন তিনি। ইন্দিরা গাঁধী জাতীয় বার্ধক্য ভাতা প্রকল্পে দারিদ্রসীমার নীচে থাকা ষাট বছর বা তার চেয়ে বেশি বয়সের মানুষকে মাসে ২০০ টাকা ভাতা দেয় সরকার। রমেশের মতে, দারিদ্রসীমার উপরে থাকা কিছু মানুষও এই সাহায্য পাওয়ার যোগ্য। তাঁরা বঞ্চিত হচ্ছেন। বার্ধক্য ভাতা পরিষদের আহ্বায়ক বাবা আধব ও অরুণা রায়ের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জাতীয় গ্রামীণ জীবিকা প্রকল্প ও ইন্দিরা আবাস যোজনার মতো প্রকল্পের ক্ষেত্রেও দারিদ্রসীমার নীচে থাকার শর্ত তুলে দেওয়া উচিত বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রমেশ। বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা দেওয়ার পদ্ধতিরও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তাঁর বক্তব্য, প্রতি মাসে বার্ধক্য ভাতা দেওয়ার কথা। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই কয়েক মাসের ভাতা এক সঙ্গে হাতে পান মানুষ। এই পরিস্থিতি বদলাতে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে ব্যাঙ্ক থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে বলে মনে করেন তিনি। এই বিষয়ে অর্থ মন্ত্রকের কাছে একটি প্রস্তাবও জমা দিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক।

সংসদে প্রণবকে ‘প্রধানমন্ত্রী’ বললেন মুনিয়াপ্পা
কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে ভুল করে ‘আমাদের প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করে সংসদে আজ হাসির উপাদান জোগালেন রেল প্রতিমন্ত্রী কে এইচ মুনিয়াপ্পা। এই কথা শুনে সংসদে পাশাপাশি বসে হাসিতে ফেটে পড়েন সনিয়া-প্রণব দু’জনেই। কর্নাটকের কংগ্রেস নেতা তথা রেল প্রতিমন্ত্রী মুনিয়াপ্পা আজ লোকসভার প্রশ্নোত্তর পর্বে জবাব দিচ্ছিলেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, “চন্দ্রগুপ্ত মৌর্য্যের আমলকে স্বর্ণযুগ বলা হয়। সেই স্বর্ণযুগের অন্যতম কারিগর ছিলেন চাণক্য। আর এ যুগে প্রণবদা হলেন চাণক্য। আশা করি রেল প্রকল্পগুলির জন্য তিনি আরও অর্থ জোগাবেন।” এর পরেই প্রণববাবুকে মুনিয়াপ্পা বলেন, “আমাদের প্রধানমন্ত্রী মানে প্রণবদা, যিনি চাণক্য...।” মুনিয়াপ্পার কথা শুনে বিরোধী বেঞ্চের সাংসদরা বলতে শুরু করেন, “প্রণববাবু আবার প্রধানমন্ত্রী কবে হলেন?” জবাবে মুনিয়াপ্পা বলেন, “তিনি হতেই পারেন।” ট্রেজারি বেঞ্চের প্রথম সারিতে বসে বাকি সাংসদদের সঙ্গে সনিয়াও হাসতে শুরু করেন। হাসিতে ফেটে পড়েন প্রণববাবুও। মুনিয়াপ্পাকে ইশারা করে থামতে বলেন তিনি। জবাবে বিজেপি সাংসদ অর্জুন মেঘওয়াল বলেন, “প্রণব মুখোপাধ্যায়কে আমরাও চাণক্য বলে মনে করি। চাণক্য যদি না-ই জানেন যে, রেলের কী কী প্রকল্প বকেয়া রয়েছে আর কত টাকা দরকার, তিনি অর্থ দেবেন কী করে!”

ছিটমহল চুক্তি নিয়ে এ বার সক্রিয় কেন্দ্র
ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল হস্তান্তর চুক্তি কার্যকর করতে দ্রুত সংসদে সংবিধান সংশোধনী বিল আনতে চলেছে মনমোহন সরকার। বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ সিপিআই সাংসদ প্রবোধ পাণ্ডাকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন। গত ২ মে সংসদের অধিবেশনে ছিটমহলের বাসিন্দারের দুর্দশা নিয়ে সরব হয়েছিলেন প্রবোধ। লোকসভায় প্রবোধ অভিযোগ করেছিলেন, ছিটমহলের বাসিন্দারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। কোনও সামাজিক সুযোগ-সুবিধেও তাঁরা পান না। বাংলাদেশের মধ্যে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। একই ভাবে ভারতের মধ্যে রয়েছে ৫৮টি বাংলাদেশি ছিটমহল। মনমোহন সরকারের বক্তব্য, যেহেতু দেশের সীমান্ত নতুন করে টানা হচ্ছে, তাই এই চুক্তির অনুমোদনের জন্য সংবিধান সংশোধন করতে হবে। সে জন্য সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সেই ঐকমত্য তৈরির জন্য কিছু সময় প্রয়োজন। চলতি মাসের শুরুতে ঢাকায় গিয়ে বাংলাদেশকেও এই কথা বোঝানোর চেষ্টা করেছেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।

সংসদে চিদম্বরমের ভোজপুরি কথা
চমকে গেলেন লোকসভার সদস্যরা। কারণ তখন চিদম্বরম ভোজপুরি ভাষায় বলছেন, “হাম রাউয়া সবকে ভাবনা সমঝাতানি।” যার অর্থ ‘আমি আপনাদের ভাবনাটা বুঝি।’ তাও আবার এক বার নয়, বেশ কয়েক বার বাক্যটি আউড়ালেন তিনি। ভোজপুরি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলভুক্ত করে সরকারি ভাষার মর্যাদা দেওয়ার দাবি বেশ অনেক দিনের। সেই বিষয় নিয়ে লোকসভায় আজ প্রশ্ন তোলেন কয়েক জন সদস্য। সেই দাবির পরিপ্রেক্ষিতেই চিদম্বরম ভোজপুরি ভাষায় ওই কথাটি বলেন। ঘোষণা করেন, সংসদের পরবর্তী বাদল অধিবেশনে ভোজপুরি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কেন্দ্র। সূত্রের খবর, কংগ্রেস সাংসদ সঞ্জয় নিরুপমই রোমান হরফে ভোজপুরিতে বাক্যটি লিখে দিয়েছিলেন। যা শোনামাত্রই হাততালিতে ফেটে পড়ে গোটা সংসদ।

স্বামীর সম্পত্তি পেতে পারেন বিচ্ছিন্না স্ত্রী
বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে স্বামীর বসতবাড়িতে স্ত্রী ও সন্তানদের নির্দিষ্ট অংশ দিতে উদ্যোগী হল কেন্দ্র। আজ বিবাহ আইন (সংশোধনী) বিলে এই নতুন সংশোধনীতে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার জন্য যে ছ’মাস সময় দেওয়া হয় সংশোধিত আইনে তা বহাল রাখা হয়েছে। আগে এই সময় দেওয়া বন্ধ করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। তবে সংশোধিত আইনে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদ হলে সমঝোতা করতে ছ’মাস সময় না-ও নিতে পারেন সংশ্লিষ্ট দম্পতি। সে ক্ষেত্রে স্বামী ও স্ত্রীকে একই সঙ্গে জানাতে হবে যে, তাঁদের ওই সময়ের প্রয়োজন নেই। বিচ্ছেদের পরে স্বামীর বসতবাড়ির অংশ পেতে স্ত্রীকে আলাদা আবেদন করতে হবে।

জগনকে নিয়ে চিঠি সিবিআইয়ের
ওয়াই এস আর কংগ্রেসের নেতা জগন্মোহন রেড্ডির সম্পত্তি বাজেয়াপ্ত করতে উদ্যোগী হল সিবিআই। এই বিষয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের অনুমতি চেয়েছে একটি চিঠি পাঠিয়েছে তারা। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় ইতিমধ্যেই জগনের তিনটি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দিয়েছে সিবিআই। রাজ্য সরকার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিলে তিনি আরও বেকায়দায় পড়বেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি জগন-ঘনিষ্ঠ এক শিল্পপতিকে গ্রেফতার করেছে সিবিআই।

ইয়েদুরাপ্পার জামিনের শুনানি স্থগিত

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ও তাঁর আত্মীয়দের জামিনের শুনানি ২৫ মে পর্যন্ত স্থগিত রাখল বিশেষ সিবিআই আদালত। বেআইনি খনি সংক্রান্ত একটি মামলায় সিবিআই তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করার পরে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন ইয়েদুরাপ্পা এবং তাঁর দুই ছেলে ও জামাই। সম্প্রতি এই মামলায় সিবিআই তদন্তের আদেশ দেয় সুপ্রিম কোর্ট। এখন কর্নাটকের নিয়মিত আদালতে গ্রীষ্মাবকাশ চলছে। সিবিআই আদালতের বিচারক শিবলিঙ্গ গৌড়া বলেছেন, ছুটির পরে ওই আদালতে আর্জি জানাতে হবে ইয়েদুরাপ্পা ও তাঁর আত্মীয়দের।

মিলল কিশোর-কিশোরীর দেহ
ধানবাদের বারমাসিয়ার কাছে রেল লাইনের ধারে মিলল দুই কিশোর-কিশোরীর দেহ। প্রাথমিক ভাবে এটিকে যুগল আত্মহত্যার ঘটনা বলেই পুলিশ মনে করছে। রেল পুলিশ সূত্রের খবর, মৃত দুই কিশোর-কিশোরী ধানবাদের অজন্তাপাড়ার বাসিন্দা। নাম সুপ্রতীক চট্টোপাধ্যায় এবং অঙ্কিতা নন্দী। দুজনে একই স্কুলে পড়ত। পুলিশ জানায়, ওদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। এর জেরেই দু’জনে একই সঙ্গে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক ধারণা। মৃতদেহের কাছ থেকে মিলেছে একটি মোবাইল সেট।

মেয়েদের খুন করে ফেরার সৎমা, বাবা
সৎমায়ের সঙ্গে বিবাদের জেরে গুলি করে হত্যার চেষ্টা করা হল তিন বোনকে। তাতে দুই বোনের মৃত্যু হয়েছে। এক জন আশঙ্কাজনক অবস্থায় পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পটনার ফতুয়া থানার গোলহার এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহতের মধ্যে দুই বোন, গুড়িয়া (১৮) এবং সোনি কুমারী (১৫)। ১৩ বছরের পুণম হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। বাবা এবং সৎমা ফেরার।

শান্তিতেই মিটল বিহারের পুর ভোট
কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে বিহারের ১১৫টি পুরসভার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই শেষ হল। তাপদাহ সত্ত্বেও ৬১% ভোট পড়েছে। আজকের নির্বাচনে মোট ভোট দাতার সংখ্যা ছিল প্রায় সাড়ে ১২ লক্ষ। এ দিন রাজ্যের ত্রিস্তরের এই নির্বাচনে মোট ১১৫টি স্থানীয় প্রশাসনের মধ্যে রয়েছে সাতটি পুরসভা (নগর নিগম), ৩৮টি মিউনিসিপ্যাল কাউন্সিল (নগর পরিষদ) এবং ৭০টি নগর পঞ্চায়েত (শহর কমিটি)।

ধর্ষণের সাজা সাত বছরের কারাদণ্ড
পোলিওয় আক্রান্ত এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে ওড়িশার একটি আদালত। বছর চারেক আগে ওই তরুণীকে ধর্ষণ করেছিল সঞ্জিত কুমার বেহেরা নামে এক ব্যক্তি। তাকে ১ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। ওই তরুণীর মায়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.