টুকরো খবর
জুনের গোড়ায় আসতে পারেন মনমোহন
প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ২ জুন কলকাতায় আসতে পারেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে বৃহস্পতিবার এই মর্মে একটি বার্তা মহাকরণে এসেছে। সেই বার্তা পেয়ে রাজ্য সরকারও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তবে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কলকাতা সফরের মেয়াদ সম্পর্কে রাজ্যকে এখনও বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি। সরকারি সূত্রের খবর, ওই দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেওয়ার কথা প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। জওহরলাল নেহরুর পরে মনমোহনই দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হবেন। ১০০ বছর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়েই বিজ্ঞান কংগ্রেসের সূচনা হয়েছিল। তার শতবর্ষ উপলক্ষে চলতি বছরকে ‘বিজ্ঞানের বছর’ বলে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এবং কলকাতায় এসেই তা ঘোষণা করার কথা প্রধানমন্ত্রীর।

অভিযুক্ত স্বামী
এক তরুণীর মৃত্যুতে তাঁর স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠল। বৃহস্পতিবার, একবালপুর থানা এলাকায়। মৃতা সাইকা পরভিনের (২৩) পরিজনেরা জানান, ইব্রাহিম রোডের একটি ভাড়া ফ্ল্যাটে দেড় বছরের শিশুকে নিয়ে থাকতেন তিনি। বুধবার তাকে দিদিমার কাছে রেখে যান। এ দিন সাইকার দিদি তাঁর ফ্ল্যাটে গিয়ে দেখেন, কোল্যাপসিব্ল তালাবন্ধ। ভিতর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। পুলিশ সাইকার দেহ উদ্ধার করে। ঘুমের ওষুধের ফাঁকা ফয়েলও মেলে। ডিসি (বন্দর) মেহবুব রহমান জানান, সাইকার স্বামী সাজিদ খানের বিরুদ্ধে বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন সাইকার আত্মীয়েরা। অভিযোগ, বিয়ের পর থেকেই সাইকার উপরে অত্যাচার হত।

পুলিশ কোর্ট
বিধাননগরে পুলিশ কোর্ট চালু হল বৃহস্পতিবার। ব্যারাকপুর, দুর্গাপুর ও হাওড়ায় কমিশনারেট হওয়ার পরেই পুলিশ কোর্ট চালু হয়। এ দিন পুলিশ কোর্টে ১০৭ ধারার চারটি মামলা ওঠে। ৩টি বিধাননগর পূর্ব এবং ১টি দক্ষিণ থানার। অভিযুক্তদের ফৌজদারি বিধি অনুযায়ী জামিন দেন পুলিশ কোর্টের এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার। ব্যারাকপুরের মতোই বিধাননগরে পুলিশ কোর্টের পাশাপাশি মহকুমা শাসকের অধীনে এসডিও কোর্টেও ১০৭ বা ১১০ ধারার মামলা আপাতত চালু থাকবে বলেই প্রশাসন সূত্রে খবর। বিধাননগরে পুলিশ কোর্ট চালুর বিরোধিতা করে কিছুদিন ধরেই মহকুমা আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। এ দিনও তা অব্যাহত থাকে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.