টুকরো খবর
সামান্য বাড়ল টাকা, উঠল সূচকও
বৃহস্পতিবার সামান্য হলেও উঠল টাকার দাম। এবং দিনের শেষে এক ডলার দাঁড়াল ৫৪.৪৭ টাকায়। গত কাল তা ছিল ৫৪.৫০ টাকা। এ দিন এক সময়ে অবশ্য টাকার বিনিময় মূল্য গত কালের ওই রেকর্ডকেও ছাপিয়ে ৫৪.৬০-তে নামে। যার অন্যতম কারণ ডলারের সাপেক্ষে ইউরোর দরে পতন। ইউরোপীয় ইউনিয়ন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ও স্পেনে ফের মন্দা নিশ্চিত হওয়ার খবরে ডলারে ইউরোর দাম এক সময় চার মাসে সর্বনিম্ন অঙ্কে পৌঁছয়। যার প্রভাব পড়ে টাকার উপরেও। পরে রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপে পরিস্থিতি অবশ্য একটু শোধরায়। টাকার পাশাপাশি কিছুটা বাড়ল সেনসেক্সেও। ৪০.৩৯ পয়েন্ট উঠে থিতু হল ১৬,০৭০.৪৮ অঙ্কে।

স্বামীর জন্য নিজেই ‘ডিনার সাজান নীতা
অনেক ভারতীয় মহিলার মতোই রাতে স্বামীর জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করেন নীতা অম্বানীও। টেবিলে জ্বলে মোমবাতির নরম আলো। মুকেশ অম্বানীর স্ত্রী নীতার কথায়, “সারা দিনের খাটনির পর বাড়িতে ফিরে গোমড়া মুখ দেখতে পছন্দ করেন না কোনও পুরুষই। স্বামীর মেজাজ খুশি রাখতে তাই নিজের হাতেই সাজিয়ে রাখি রাতের খাবার টেবিল।”কয়েক মাস আগে এক মার্কিন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন নীতা। তাতে মূলত তাঁদের ২৭ তলা বাড়ি নিয়েই সবিস্তারে জানিয়েছেন তিনি। এ যাবৎ তাঁদের বাড়ি নিয়ে মুখ খোলেননি তিনি বা তাঁর স্বামী কেউই। নীতার কথায়, “এটাই আমাদের একমাত্র বাড়ি।”চার লক্ষ বর্গ ফুট জমির উপর তৈরি সাতাশ তলার বিলাসবহুল এই বাড়ি কেবল ভারতই নয়, গোটা বিশ্বের উৎসাহীদেরই নজর কাড়ে। দু’মাস হল নতুন বাড়িতে থাকতে শুরু করেছেন তাঁরা। নীতার কথায়, তাঁদের বাড়ি অ্যান্টিলিয়া আধুনিক, তবে তার হৃদয় ভারতীয়। বাড়িতে সূর্য ও পদ্মের থিম ব্যবহার করেছেন তাঁরা। ঘরে যাতে যথেষ্ট আলো আসে তাই থাকার ঘরগুলি রাখা হয়েছে উপরের তলায়। এ ছাড়াও অ্যান্টিলিয়ায় রয়েছে বহুতল গ্যারেজ, থিয়েটার, বলরুম ও স্পা।

ডিভিসি-কে ১,৪০০ কোটি এসবিআই-এর
বোকারোয় ৫০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-কে ১,৪০০ কোটি টাকা ঋণ দেবে স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। সহযোগী ব্যাঙ্কগুলি দেবে আরও ১,০০০ কোটি। সম্প্রতি কলকাতায় এ নিয়ে চুক্তি হয়েছে এসবিআই চেয়ারম্যান প্রতীপ চৌধুরী ও ডিভিসি কর্তা আর এন সেন-এর। ২০১৪ -এ থেকে কেন্দ্রটি চালু হওয়ার আশা।

উত্তর-পূর্বের জন্য
উত্তর-পূর্ব ভারতে বিদ্যুৎ উৎপাদনের পরিকাঠামো উন্নয়নে ১৩,০০০ কোটি টাকা দেবে বিশ্ব ব্যাঙ্ক। প্রকল্পগুলি রূপায়নের দায়িত্ব রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিডের উপর।

ট্রাইয়ের নির্দেশ
মোবাইলের কোনও নির্দিষ্ট প্রকল্পে মাসুল ন্যূনতম ছ’মাস বাড়ানো যাবে না বলে টেলি সংস্থাগুলিকে নির্দেশ দিল ট্রাই। তবে মাসুল কমানো যাবে। গ্রাহক ওই সময়ের মধ্যে কম খরচের প্রকল্পের জন্য আবেদন করলে তা সঙ্গে সঙ্গে বা পরের বিলের পর চালু করতে হবে।

গ্যাস কিনতে নতুন চুক্তি
তুর্কমেনিস্তান থেকে প্রাকৃতিক গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তুর্কমেনিস্তান থেকে পাকিস্তানের মধ্য দিয়ে পাইপলাইনের মাধ্যমে ওই গ্যাস ভারতে আনার পরিকল্পনা করা হয়েছে। বেশ কিছু দিন আগেই প্রস্তাবিত ইরান-পাকিস্তান-ভারত পাইপলাইনের বিকল্প হিসেবে এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছিল আমেরিকা। এই বিষয়ে তুর্কমেনিস্তানের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার সঙ্গে গেল একটি চুক্তি স্বাক্ষর করবে।

থ্রিজি-তে সুবিধা
মোবাইলে থ্রিজি পরিষেবার খরচ ৭০% পর্যন্ত কমাল এয়ারটেল। তাদের দাবি, আলাদা প্রকল্প না নিয়ে এই পরিষেবা ব্যবহার করলে এ বার প্রতি ১০ কেবি তথ্য আদানপ্রদানে খরচ হবে ৩ পয়সা। আগে যা ছিল ১০ পয়সা। দিনে ১০ টাকায় ৩০ মিনিট নেট ব্যবহার করা যাবে প্রিপেড-এ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.