টুকরো খবর
বাকিংহামের উৎসবে যাচ্ছেন প্রণব
ক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার কাছে এক খনিতে যখন পাথরটা প্রথম আবিষ্কৃত হয়, সেটাকে জানলা থেকে ছুড়েই ফেলে দেওয়া হয়েছিল। ডিউস বলের আয়তনের ঝলমলে পাথর! খনি ম্যানেজার ভেবেছিলেন, নিছকই মূল্যহীন এক ঢাউস ক্রিস্টাল! আগামী মাসে বাকিংহাম প্যালেসে এক প্রদর্শনীতে দর্শকরা দেখার সুযোগ পাবেন বিশ্বের বৃহত্তম এই হিরে (৩,১০৬ ক্যারাট)। ভারত থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় আমন্ত্রিত এই হীরক-দর্শনে! শুধু তাই নয়। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ-এর রাজত্বপ্রাপ্তির ষাট বছর পূর্তি উৎসবে আগামী জুন মাসে লন্ডনে যে বিভিন্ন উৎসব-অনুষ্ঠান হবে, সেগুলিতেও আমন্ত্রণ জানানো হয়েছে প্রণব মুখোপাধ্যায়কে। ঘনিষ্ঠ শিবিরে প্রণববাবু জানিয়েছেন, লন্ডনে যেতে আগ্রহী তিনি। ওই সময়ে লন্ডনে কোনও সরকারি কর্মসূচি থাকতে পারে কি না, সেটাও দেখে নিতে চাইছেন। সে সময় সংসদ না চললেও সরকারের যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়েই প্রয়োজন হয় তাঁকে। তা ছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিও তুঙ্গে উঠবে। সব ব্যস্ততার মধ্যেই সময় বের করার চেষ্টা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রক সূত্রের খবর, লন্ডনে গেলে সে দেশের সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবার ইচ্ছা রয়েছে তাঁর। গত এক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ইউরো-সঙ্কট থেকে উদ্ধার পাওয়ার সূত্র খুঁজছেন প্রণববাবু। বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছেন ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার অর্থমন্ত্রীদের সঙ্গেও। ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম সদস্য ব্রিটেনের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে চান তিনি।

ন্যাটোর জন্য পথ খুলবে পাকিস্তান
প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আফগানিস্তানে ন্যাটোর সৈন্যদের জন্য রসদ সরবরাহের পথ খুলে দিতে পারে ইসলামাবাদ। পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি জানান, আমেরিকা এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে কয়েক দফা বৈঠকের পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত নভেম্বরে, আফগানিস্তান লাগোয়া পাক-ভূখণ্ডে ন্যাটোর হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হন। এর পর থেকেই ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের ওই পথ বন্ধ করে দেওয়া হয়। এরই পাশাপাশি গিলানি আজ জানিয়েছেন, আগামী সপ্তাহে শিকাগোয় ন্যাটোর বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও উপস্থিত থাকবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.